Monowar Hosen

Monowar Hosen Hello, I am a professional digital marketer, working with 1 year of experience in this field

ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?👉ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে ডিজিটাল  ও মার্কেটিং কি ? 🤷‍♀️বর্...
17/05/2023

ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?

👉ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে ডিজিটাল ও মার্কেটিং কি ?
🤷‍♀️বর্তমান যুগ বা সময় হচ্ছে আধুনিকতার সমাহার | এখন সবকিছুই অতি সহজে হাতের কাছে পাওয়া যায় |
🤔 আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি তাহলেই বুঝতে পারবো | আগের থেকে বাংলাদেশে এখন অনেক আধুনিক ও উন্নয়নশীল |পদ্মা সেতুর মতো বিশাল সেতু তৈরি হয়ছে | পানির নিচে রাস্তা তৈরি হয়ছে | আবার বুলেট ট্রেন চালু হয়েছে | এখন সবার হাতে হাতে মোবাইল ফোন | আর আধুনিকতাকে ডিজিটাল বলা হয় | মার্কেটিং এর বাংলা অর্থ হলো প্রচার করা |
👉 আমরা যখন কোন কিছু প্রচার-প্রচারণা করে তাকে মারকেটিং বলা হয় | সুতরাং আমরা বুঝতে পারলাম ডিজিটাল ও মার্কেটিং কি |
এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কাকে বলে?

📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?

বর্তমানে প্রায় চারশো কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে | আর এই ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে ( ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ) ব্যবহার করে কোন পণ্য, ব্যবসা বা কোম্পানির যে প্রচার বা মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে |https://www.facebook.com/profile.php?id=100080659869759&mibextid=ZbWKwL

ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?👉ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে ডিজিটাল  ও মার্কেটিং কি ? 🤷‍♀️বর্...
17/05/2023

ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?

👉ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে ডিজিটাল ও মার্কেটিং কি ?
🤷‍♀️বর্তমান যুগ বা সময় হচ্ছে আধুনিকতার সমাহার | এখন সবকিছুই অতি সহজে হাতের কাছে পাওয়া যায় |
🤔 আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি তাহলেই বুঝতে পারবো | আগের থেকে বাংলাদেশে এখন অনেক আধুনিক ও উন্নয়নশীল |পদ্মা সেতুর মতো বিশাল সেতু তৈরি হয়ছে | পানির নিচে রাস্তা তৈরি হয়ছে | আবার বুলেট ট্রেন চালু হয়েছে | এখন সবার হাতে হাতে মোবাইল ফোন | আর আধুনিকতাকে ডিজিটাল বলা হয় | মার্কেটিং এর বাংলা অর্থ হলো প্রচার করা |
👉 আমরা যখন কোন কিছু প্রচার-প্রচারণা করে তাকে মারকেটিং বলা হয় | সুতরাং আমরা বুঝতে পারলাম ডিজিটাল ও মার্কেটিং কি |
এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কাকে বলে?

📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?

বর্তমানে প্রায় চারশো কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে | আর এই ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে ( ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ) ব্যবহার করে কোন পণ্য, ব্যবসা বা কোম্পানির যে প্রচার বা মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে |

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নতুনদের কাজ পেতে বেশ কষ্ট হয়। জনপ্রিয় মার্কেটপ্লেসে অভিজ্ঞদের কাজের ভিড়ে হারিয়ে যায় নতুনদের কাজ...
13/05/2023

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নতুনদের কাজ পেতে বেশ কষ্ট হয়। জনপ্রিয় মার্কেটপ্লেসে অভিজ্ঞদের কাজের ভিড়ে হারিয়ে যায় নতুনদের কাজগুলো। তাই বলে কী আপনি বসে থাকবেন? একদমই না। এমন কিছু নামি মার্কেটপ্লেস রয়েছে যেখানে প্রতিযোগিতা তুলনামূলক কম এবং কাজ পাওয়ার হার অনেক বেশি। এই প্রতিটি মার্কেটপ্লেসের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। যেমন-
☑ SimplyHired: মার্কেটপ্লেসে আপনার কাজের রেট কত থেকে শুরু এবং সর্বোচ্চ কত হতে পারে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি এই সাইটের ব্লগগুলো বেশ সমৃদ্ধ যেখান থেকে শেখা সম্ভব অনেক কিছু।
☑ WriterAccess: রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে বেস্ট মার্কেটপ্লেসটি। লেখার মান বিচার করার জন্য এই সাইটে পাবেন Content Analysis, Keyword Optimization, Content Planner এর মত দারুণ সব টুলস।
☑Aquent : ২ বছর বা তার নিচে অভিজ্ঞতা থাকলে মার্কেটপ্লেসটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ। কারণ এখানে ফ্রেশাররা প্রাধান্য পেয়ে থাকে।
☑ Guru: মার্কেটপ্লেসটি খুব কম সময়ে নতুনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মার্কেটপ্লেসে স্ট্রং পোর্টফলিও কে প্রাধান্য দেওয়া হয় বেশি।
☑ Jooble: এই মার্কেটপ্লেসে নিজের কাজের রেট ও সময় নিজেকেই নির্ধারিত করতে হয়। তাই শিক্ষার্থী যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা পার্ট টাইম জবের জন্য সিলেক্ট করতে পারেন এই মার্কেটপ্লেসকে।
☑ Toptal: মার্কেটপ্লেসটি ফোকাস করে থাকে এমন ফ্রিল্যান্সারদের যারা একটু ভিন্ন পথে হাঁটতে চান। তাই Financial Consulting বা Interim management এই ধরণের ইউনিক বিষয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে প্রথম পছন্দে রাখতে পারেন এই মার্কেটপ্লেসকে।

ফ্রিল্যান্সিং পেশায় প্রবেশ করলে জনপ্রিয় একটি বা দুটি মার্কেটপ্লেসকে টার্গেট করলে হবে না। একদিকে ফোকাস না করে ভিন্ন ভিন্ন মার্কেটপ্লেসে নিজের উপস্থিতি বাড়ানো উচিত। যেহেতু প্রতিটি মার্কেটপ্লেসের ধরণ আলাদা তাই প্রোফাইল বা পোর্টফলিও তৈরির ক্ষেত্রে এই ভিন্নতা নিয়ে রিসার্চ করতে হবে এবং সে অনুসারে এগিয়ে যেতে হবে।
(সংগৃহীত)

12/05/2023
Congregation❤️💯
11/05/2023

Congregation❤️💯

🎆যাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টর না। ♦️যারা শর্টকাটে সাফল্য পেতে চায়।♦️যারা অল্প কাজ শিখেই আয় করতে চান।♦️যাদের নিজের দ...
15/04/2023

🎆যাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টর না।
♦️যারা শর্টকাটে সাফল্য পেতে চায়।
♦️যারা অল্প কাজ শিখেই আয় করতে চান।
♦️যাদের নিজের দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ নেই।
♦️যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানেই ঘরে বসেই মাস শেষে ৫০/৬০ হাজার টাকা আয় করা।
♦️যারা মনে করেন ৩/৪ মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন এবং পরবর্তীতে আর কিছু শেখা লাগবে না।
♦️যারা ভাবেন, “কিছুদিন দেখি, পরে শিখে নিবো নে”।
♦️যারা নিয়মিত এবং নির্দিষ্ট পরিমান সময় দিতে পারবেন না।
♦️যাদের পরিশ্রম করার মানষিকতা এবং সামর্থ্য নেই।
♦️যারা অল্প পরিশ্রমে বেশী আয় করতে চান।
আশা করি উপরের বিষয়গুলো যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন এবং বুঝে থাকেন তাহলে আপনি আপনার প্রাথমিক জ্ঞান পেয়ে যাবেন। তাই সবকিছু যদি আপনার অনুকূলে থাকে, তাহলে আপনি নিশ্চিতে ফ্রিল্যান্সিং জগতে পা রাখার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। কিন্তু যদি মনে করেন বেশিরভাগ বিষয়গুলোই আপনার প্রতিকূলে, তাহলে এই পথ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না।

★আসলে মানুষ যদি চেষ্টা করে এবং কাজে লেগে থাকে অবশ্যই সে তার কাঙ্খিত ফলাফল পেয়ে যায়।

★বিজয়ীরা ভিন্ন ধরনের কিছু করে না তারা একই কাজ ভিন্নভাবে করে।

💻ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা পেশা হোক আমাদের বেকারত্ব দূর করার উত্তম মাধ্যম নারী ও পুরুষের।

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ...
11/04/2023

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট বা যেকোনো ধরণের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

বর্তমান যুগে ইন্টারনেট এর ব্যবহার অনেক গুন বেড়ে গেছে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরো কয়েক গুনে বেড়ে যাবে সেটা সহজে বুঝতে পারছেন । তাই ডিজিটাল মার্কেটিং শেখার উপর সকলের গুরুত্ব দেয়া উচিৎ। এখন যে কোন ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সেন্টার থেকে অনলাইন বা অফলাইন কোর্স করে অথবা অনলাইনে যে কোন ওয়েবসাইট এবং ইউটিউব এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।

❤️ আসসালামু ওলাইকুম ✋যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান  আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা এটি শিখতে আগ্রহী তারা...
07/04/2023

❤️ আসসালামু ওলাইকুম ✋

যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা এটি শিখতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। 💯ইনশাল্লাহ💯

Address

Purbadhala, Netrokona
Dhaka
2410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monowar Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monowar Hosen:

Share