Nur Travel World

Nur Travel World অর্থ নয়, শিক্ষাও নয়।
মানুষ চেনা যায় তার মানবতাবোধে 🤝
আমি এখনো মাটির গন্ধে ভেজা মানুষ 🌾
খুব সাধারণ।
ভালোবাসতে শিখেছি ❤️ তাই মানুষ হয়ে উঠেছি।
(1)

💧 “চেলেটার কান্না এখনো ভুলতে পারছি না…” 💧**চেলেটার কাছে ইউরোপ যাওয়ার মতো টাকা ছিল না…তবুও অনেক কষ্টে, দিন দিন পয়সা জমিয়ে...
24/10/2025

💧 “চেলেটার কান্না এখনো ভুলতে পারছি না…” 💧**

চেলেটার কাছে ইউরোপ যাওয়ার মতো টাকা ছিল না…
তবুও অনেক কষ্টে, দিন দিন পয়সা জমিয়ে,
শেষ পর্যন্ত কিছু টাকা এনে আমাকে দিল —
“স্যার, এইটুকুই পারলাম… ইউরোপ যেতে চাই।”

ওর তখন কোনো আশা ছিল না,
ভাবেনি কখনো ভিসাটা সত্যি হবে।
কিন্তু আল্লাহ্‌র রহমতে ভিসা হয়ে গেল ✨

ভিসা হবার পর একদিন ফোন দিল —
কণ্ঠটা কাঁপছিল, চোখে কান্না…
“স্যার, আমার তো ইউরোপ যাওয়ার মতো টাকাই নাই…”

ও তখন হাসপাতালের *ওয়ার্ডবয়ের কাজ* করত,
বেতন মাত্র **৭০০০ টাকা**।
ওর বাবার ছিল একটা গরু 🐄 —
সেই গরুর দুধ বিক্রি করেই সংসার চলত।

ছেলের স্বপ্ন পূরণ করতে,
বাবা শেষ সম্বল সেই গরুটাই বিক্রি করে দিলেন 💔
শ্বশুরের কাছেও সাহায্য চাইতে গিয়েছিল,
কিন্তু ওর স্ত্রী কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে গেল।

সব বন্ধু, আত্মীয়, সবাই দূরে সরে গেল…
কিন্তু ও শুধু আমাকে ফোন করে কাঁদত।
আমি বলতাম —

> “পাগলা, টেনশন করিস না… আমি তো আছি।”

এয়ারপোর্টে ও কাঁদতে কাঁদতে বলল,
“স্যার, ভাবতে পারিনি, আমি কোনোদিন ইউরোপে কাজ করতে পারব।”

আজ সেই ছেলেটা ইউরোপের এক **৫ স্টার হোটেলে কাজ করে** 🌍
সব কিছু বদলে গেছে, জীবন ঠিক হয়ে গেছে —
তবুও কিছু কথা আজও বুকের ভেতর রয়ে গেছে…

ও এখন ফোন দেয় না, হয়তো সাহস পায় না,
কিন্তু আমি জানি — ও ভালো আছে ❤️

আর আমি শুধু এটুকুই বলতে চাই —
**আমি চেষ্টা করে যাব, তোমাদের জন্য,
যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের ভালোবাসার জন্যই বেঁচে থাকব।** 💔

23/10/2025

🇲🇰নর্থ-মেসিডোনিয়ার যে যাত্রীগুলো এয়ারপোর্ট থেকে ব্যাক এসেছে তাদের মুখ থেকে শুনুন কি হয়েছিল । আমি চেষ্টা করেছি তাদের পাশে দাড়াতে । তারা স্বপ্ন পূরণের জন্য এসেছিল ইনশাআল্লাহ তাদের স্বপ্ন পূরণ হবে । পুরো লাইভটি দেখুন।

🔥 **জীবন একদিন সবাইকেই শেখায়—কে তোমার আপন, আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল।**আজ যারা তোমাকে উপহাস করছে,কাল তারাই তো...
21/10/2025

🔥 **জীবন একদিন সবাইকেই শেখায়—
কে তোমার আপন, আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল।**
আজ যারা তোমাকে উপহাস করছে,
কাল তারাই তোমার সাফল্যে হাততালি দেবে। 👏
তাই থেমে যেও না, কষ্ট পেলে হাসো,
কারণ যে হার মানে না, তাকেই একদিন সবাই মনে রাখে। 💪

আমার বুকে জন্মের পর থেকেই মাটির গন্ধ ভাসে,দেশকে ভালোবাসি আমি, সেই স্বপ্ন ভরে আমার গান।কিন্তু দেশে কিছু করার ইচ্ছে মাত্রে...
19/10/2025

আমার বুকে জন্মের পর থেকেই মাটির গন্ধ ভাসে,
দেশকে ভালোবাসি আমি, সেই স্বপ্ন ভরে আমার গান।
কিন্তু দেশে কিছু করার ইচ্ছে মাত্রেই,
প্রতিটি পদক্ষেপে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়। কত স্বপ্ন বোনা ছিল বুকের, সব ভেসে যায় অন্ধকারে।
এই সোনার বাংলার মেধাবী ছেলে-মেয়েরা, সুযোগের অভাবে হেঁটে চলেছে বিদেশের অজানা পথে।
দূরে স্বপ্নের দীপ, কাছে বিষণ্ণতা মিশে থাকে। নিজস্ব উদ্যোগে স্বপ্ন আঁকলেও, কোনো গন্তব্য মেলে না;
উদ্যোগ নেই, সুযোগ নেই —
হতাশা জমে গাঢ় অন্ধকার। দেশের মানুষ আর দেশকে ভালোবাসা কি অপরাধ?
আমার অন্তর গর্জে ওঠে — ভালবাসা অপরাধ নয়! আপনারাও কি এরকম অনুভব করছেন? মতামত শেয়ার করুন। #দেশপ্রেম #ভালবাসা #বাংলাদেশ #তরুণ #মেধাপাচার #ভালবাসাইঅপরাধ

আলহামদুলিল্লাহ 🇲🇰নর্থ ম্যাসেডোনিয়ায় কিছু ভ্যাকান্সি এসেছে 💼স্বপ্ন পূরণের প্রস্তুতি নাও ✨কাল থেকে অফিসে থাকবো আগামী ৪ দিন...
18/10/2025

আলহামদুলিল্লাহ 🇲🇰
নর্থ ম্যাসেডোনিয়ায় কিছু ভ্যাকান্সি এসেছে 💼
স্বপ্ন পূরণের প্রস্তুতি নাও ✨
কাল থেকে অফিসে থাকবো আগামী ৪ দিন ইনশাআল্লাহ 🚀
+880 1346-879884

17/10/2025

কার কার স্বপ্ন এখনো পূরণ হয়নি? 💭
টাকারও সমস্যা নেই, শুধু সময়টা এখনো আসেনি ⏳✨

💭🌍 **সব বাবার মনের কথা**প্রতিটি বাবার জীবনে একটা স্বপ্ন থাকে —নিজের সন্তান যেনো নিরাপদে, সুন্দরভাবে আর ভালো ভবিষ্যতের পথ...
17/10/2025

💭🌍 **সব বাবার মনের কথা**

প্রতিটি বাবার জীবনে একটা স্বপ্ন থাকে —
নিজের সন্তান যেনো নিরাপদে, সুন্দরভাবে আর ভালো ভবিষ্যতের পথে এগিয়ে যায়।

একজন বাবা সারাজীবন পরিশ্রম করে, নিজের স্বপ্ন ত্যাগ করে,
শুধু একটা হাসির জন্য — সন্তানের মুখে হাসি দেখার জন্য ❤️

যখন সন্তান দূরে থাকে, বাবার হৃদয়ে তখন শুধু একটা প্রার্থনা ঘুরে ফিরে আসে —
"হে আল্লাহ, আমার সন্তানের পথটা সহজ করে দাও,
তার জীবনে যেনো সুখ, শান্তি আর সাফল্য আসে।"

বাবারা হয়তো কথা কম বলে,
কিন্তু তাদের চোখে, মুখে, প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে থাকে একটাই আশা —
সন্তান যেনো তার চেয়ে ভালো জীবন পায় 🌙

সব বাবাই পৃথিবীর সবচেয়ে নীরব যোদ্ধা।
তারা চুপচাপ সহ্য করে, পরিশ্রম করে,
আর হাসে তখনই যখন সন্তান নিরাপদে, আনন্দে থাকে 🌍❤️

াবার_ভালোবাসা 🇧🇩🇳🇴

Alhamdulilla ✈️🇷🇸Serbia flight done!আরও এক ধাপ এগিয়ে গেলাম আমাদের স্বপ্নের পথে 🙏যারা অপেক্ষায় আছেন, ইনশাআল্লাহ তাদেরও ...
17/10/2025

Alhamdulilla ✈️🇷🇸
Serbia flight done!
আরও এক ধাপ এগিয়ে গেলাম আমাদের স্বপ্নের পথে 🙏
যারা অপেক্ষায় আছেন, ইনশাআল্লাহ তাদেরও সুসংবাদ খুব শিগগিরই আসবে 💫

16/10/2025

🎤 “নর্থ মেসিডোনিয়া যাত্রীর মুখে শুনুন — কেমন আসছে অভিজ্ঞতা?” 🇲🇰✈️**
কেউ এসেছে নতুন স্বপ্ন নিয়ে, কেউ পরিবারকে সুখ দিতে, আবার কেউ নিজের জীবনের নতুন পথ শুরু করতে!
তাদের মুখে বাস্তব অভিজ্ঞতা শুনুন — কেমন মেসিডোনিয়ার জীবন, কাজ, আর সুযোগের গল্প ❤️

💫 **Alhamdulilla!**যে পরিমাণ সবাই আমাকে ভালোবাসে, মন চায় — যদি নির্বাচন করতাম, হয়তো জনগণের ভোটে জিতে যেতাম! 😅❤️তাহলে মান...
15/10/2025

💫 **Alhamdulilla!**
যে পরিমাণ সবাই আমাকে ভালোবাসে, মন চায় — যদি নির্বাচন করতাম, হয়তো জনগণের ভোটে জিতে যেতাম! 😅❤️
তাহলে মানুষের আরও বেশি সেবা করতে পারতাম, ইনশাআল্লাহ 🙏

আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা 💪
**ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা আর সমর্থনের জন্য!** ❤️

*"Alhamdulilla ❤️ সুন্দরভাবে সবাই পৌঁছে গেছে ইউরোপে ✈️ নতুন জীবনের শুরু হোক সুখ, সাফল্য আর হাসিতে ভরা 🌍🇪🇺 সবার জন্য রইল ...
14/10/2025

*"Alhamdulilla ❤️ সুন্দরভাবে সবাই পৌঁছে গেছে ইউরোপে ✈️ নতুন জীবনের শুরু হোক সুখ, সাফল্য আর হাসিতে ভরা 🌍🇪🇺 সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা 🤲"**

🌍 **Alhamdulilla!**মাত্র **১৬ দিনে সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভাল! 🇷🇸✨**কয়টা দেখতে চান ? 😍সবাই খুশি হয়ে যান — আল্লাহ চাইল...
14/10/2025

🌍 **Alhamdulilla!**
মাত্র **১৬ দিনে সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভাল! 🇷🇸✨**
কয়টা দেখতে চান ? 😍
সবাই খুশি হয়ে যান — আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব! 💪

Address

Dhaka

Telephone

+4748672335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Travel World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Travel World:

Share