24/10/2025
💧 “চেলেটার কান্না এখনো ভুলতে পারছি না…” 💧**
চেলেটার কাছে ইউরোপ যাওয়ার মতো টাকা ছিল না…
তবুও অনেক কষ্টে, দিন দিন পয়সা জমিয়ে,
শেষ পর্যন্ত কিছু টাকা এনে আমাকে দিল —
“স্যার, এইটুকুই পারলাম… ইউরোপ যেতে চাই।”
ওর তখন কোনো আশা ছিল না,
ভাবেনি কখনো ভিসাটা সত্যি হবে।
কিন্তু আল্লাহ্র রহমতে ভিসা হয়ে গেল ✨
ভিসা হবার পর একদিন ফোন দিল —
কণ্ঠটা কাঁপছিল, চোখে কান্না…
“স্যার, আমার তো ইউরোপ যাওয়ার মতো টাকাই নাই…”
ও তখন হাসপাতালের *ওয়ার্ডবয়ের কাজ* করত,
বেতন মাত্র **৭০০০ টাকা**।
ওর বাবার ছিল একটা গরু 🐄 —
সেই গরুর দুধ বিক্রি করেই সংসার চলত।
ছেলের স্বপ্ন পূরণ করতে,
বাবা শেষ সম্বল সেই গরুটাই বিক্রি করে দিলেন 💔
শ্বশুরের কাছেও সাহায্য চাইতে গিয়েছিল,
কিন্তু ওর স্ত্রী কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে গেল।
সব বন্ধু, আত্মীয়, সবাই দূরে সরে গেল…
কিন্তু ও শুধু আমাকে ফোন করে কাঁদত।
আমি বলতাম —
> “পাগলা, টেনশন করিস না… আমি তো আছি।”
এয়ারপোর্টে ও কাঁদতে কাঁদতে বলল,
“স্যার, ভাবতে পারিনি, আমি কোনোদিন ইউরোপে কাজ করতে পারব।”
আজ সেই ছেলেটা ইউরোপের এক **৫ স্টার হোটেলে কাজ করে** 🌍
সব কিছু বদলে গেছে, জীবন ঠিক হয়ে গেছে —
তবুও কিছু কথা আজও বুকের ভেতর রয়ে গেছে…
ও এখন ফোন দেয় না, হয়তো সাহস পায় না,
কিন্তু আমি জানি — ও ভালো আছে ❤️
আর আমি শুধু এটুকুই বলতে চাই —
**আমি চেষ্টা করে যাব, তোমাদের জন্য,
যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের ভালোবাসার জন্যই বেঁচে থাকব।** 💔