Nur Travel World

Nur Travel World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur Travel World, Digital creator, Dhaka.

অর্থ বা শিক্ষায় নয়,
মানুষের আসল পরিচয় তো তার মানবতাবোধে।
আমি আজও সেই গ্রামের মাটির মানুষ,
আপনাদেরই মতো সাধারণ,
মানুষকে ভালোবেসে মানুষ হয়েছি!
#মানুষের_মানুষ #সাধারণের_অসাধারণ #মাটির_মানুষ

02/07/2025

স্বপ্নবাজরা নিজের স্বপ্ন পূরণের নেশায় অন্যের স্বপ্ন ভুলে যায়।

*আজ যারা মাটিতে হাঁটে, কাল তারাই হবে মাটির নিচে।"*পাপী তুই কিসের এত অহংকার করিস?**জীবনে যা কিছু তুই জড় করিস,ক্ষমতা, টাক...
02/07/2025

*
আজ যারা মাটিতে হাঁটে, কাল তারাই হবে মাটির নিচে।"

*পাপী তুই কিসের এত অহংকার করিস?**
জীবনে যা কিছু তুই জড় করিস,
ক্ষমতা, টাকা, গাড়ি, নাম —
সবই থাকবে এই পৃথিবীতে,
**তুই চলে যাবি মাটির নিচে, নিঃশব্দে।** ❞

এই যে দেখছো —
**এখানেই মৃত্যু হয়েছিল আমাদের প্রিয় নবীজি (সা.) এর মা আমিনার (রহঃ)।**
না ছিল বিলাসিতা, না ছিল রাজপ্রাসাদ,
শুধু ছিল আল্লাহর রহমত আর সন্তানের জন্য ভালোবাসা।

🥀 **যার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্ব নবী (সা.) —
আজ তাঁর কবরও পড়ে আছে নির্জনে, পাথরের আড়ালে।**
তবু আমরা মানুষ, ক্ষমতা পেলে ভুলে যাই আমাদের শেষ ঠিকানা — **একমুঠো মাটি!**

✅ জায়গার নাম যোগ করুন (Abwa, সৌদি আরব)
✅ ব্যাকগ্রাউন্ডে স্লো মিউজিক দিন (emotional piano/oud)
✅ আবেগী কণ্ঠে এই লেখাটা পড়ে ভিডিও করুন
✅ হ্যাশট্যাগ দিন:

\ #নবীজিরমা #আহংকার\_ভুলে\_যাও

01/07/2025

Alhamdulilla another 45

প্রাণের নবীজিকে (সা.) দেখার সৌভাগ্য হয়নি,কিন্তু আজ তাঁর পবিত্র জুতা মোবারক দেখার সৌভাগ্য হলো।**আলহামদুলিল্লাহ।হে আল্লাহ...
01/07/2025

প্রাণের নবীজিকে (সা.) দেখার সৌভাগ্য হয়নি,
কিন্তু আজ তাঁর পবিত্র জুতা মোবারক দেখার সৌভাগ্য হলো।**
আলহামদুলিল্লাহ।

হে আল্লাহ!
**আমার জীবনে যদি নবীজিকে (সা.) দেখা না জোটে,
তাহলে এমন মৃত্যু দিও না যাতে তাঁর রওজার সামনে না গিয়েই চলে যেতে হয়।**
আমাকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো
যারা অন্তত একবার হলেও
**তাঁর রওজা মোবারকে গিয়ে কাঁদতে পারে, সালাম দিতে পারে, ভালবাসা জানাতে পারে।**

হে আল্লাহ!
**নবীজির (সা.) জুতা মোবারক দেখার তাওফিক দিয়েছো,
তাঁর ভালোবাসায় মৃত্যু দিও।
আমার অন্তিম নিঃশ্বাস হোক “ইয়া রাসূলাল্লাহ” বলে।**

**আমিন, ইয়া রাব্বাল আলামিন।**

-

আলহামদুলিল্লাহ **"স্বপ্নপূরণ এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা!"**তুই পেছনে বসে শুধু আগুনে জ্বলবি,আর তোর মতো কিছু মানুষ আম...
01/07/2025

আলহামদুলিল্লাহ

**"স্বপ্নপূরণ এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা!"**
তুই পেছনে বসে শুধু আগুনে জ্বলবি,
আর তোর মতো কিছু মানুষ আমার সময় নষ্ট করতে চাইলেও —
**আমি শুধু কাজ করব, সামনে এগোব।**

**কারণ আমি বিশ্বাস করি — সততা আর নিষ্ঠা ঠিক থাকলে,
আল্লাহ তায়ালা একদিন না একদিন ফল দেন।**

আমি কারো দেখানো নাটক নই, আমি আমার নিজের বানানো গল্প!
এখন যারা অবহেলা করছো, কালকে তারাই বলবে —
**"ভাই, একটা সুযোগ পাইলে..."**

তাই বলি — **সময় নষ্ট না করে, নিজের স্বপ্নকে সময় দাও।**
**আগুন জ্বালাও — কিন্তু নিজের ভিতরে, অন্যের বিরুদ্ধে না।**

**আলহামদুলিল্লাহ, আরও কিছু স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে।
এটাই আমার উত্তর — কাজই আমার পরিচয়.

আলহামদুলিল্লাহ!আস্তে আস্তে করে আরও কিছু স্বপ্ন পূরণ হলো।যেখানে ছিল শুধু কল্পনা, আজ তা বাস্তবের ছোঁয়া পেয়েছে।আল্লাহর অস...
30/06/2025

আলহামদুলিল্লাহ!
আস্তে আস্তে করে আরও কিছু স্বপ্ন পূরণ হলো।
যেখানে ছিল শুধু কল্পনা, আজ তা বাস্তবের ছোঁয়া পেয়েছে।
আল্লাহর অসীম রহমতে একের পর এক স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি।
জীবনের প্রতিটি ধাপেই শুকরিয়া, কারণ সব সম্ভব শুধু তাঁর ইচ্ছাতেই।

আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকের আমি কিছুই না।
আরও অনেক দূর যেতে চাই, ইনশাআল্লাহ —
আরও কিছু স্বপ্ন পূরণের অপেক্ষায়

30/06/2025

আমি আগেই সাবধান করেছিলাম..."
"বলেছিলাম—সব স্বপ্ন পূরণ মানেই সুখ না।"
"কিছু স্বপ্ন পূরণ হোক দেরিতে, কিন্তু যেন জীবনটা থেকেই যায়!"

*৭৫ লাখ টাকার গাড়ি কিনলো...****স্বপ্ন পূরণ হলো।**কিন্তু সেই **স্বপ্নই নিয়ে নিল জীবন!**শুধু দামি গাড়ি নয়, সাথে হারিয়...
29/06/2025

*৭৫ লাখ টাকার গাড়ি কিনলো...**
**স্বপ্ন পূরণ হলো।**
কিন্তু সেই **স্বপ্নই নিয়ে নিল জীবন!**

শুধু দামি গাড়ি নয়, সাথে হারিয়ে গেলো সবচেয়ে **মূল্যবান জিনিস—জীবন**।

মাঝে মাঝে কিছু **স্বপ্ন পূরণ না হওয়াই ভালো**,
কারণ কিছু স্বপ্ন **স্বপ্নই থাকুক**, বাস্তবে এলে তা হয়ে উঠতে পারে **দুঃস্বপ্ন**।

💔 ৭৫ লাখ টাকার গাড়ি থাকলো, কিন্তু
আর সে নেই এই পৃথিবীতে...

**জীবনের চেয়ে দামি কিছু নেই।**
চাকচিক্যের পেছনে ছুটতে গিয়ে জীবন হারাবেন না।

**আল্লাহ আমাদের হিফাজত করুন। 🤲**

---

** #জীবনেরমূল্য #স্বপ্ন\_বিচার #জীবন\_সচেতনতা**

**আলহামদুলিল্লাহ!**কথা সবাই বলতে পারে, কিন্তু আমরা কাজেই বিশ্বাসী।অহংকারই মানুষের পতনের মূল।চুপচাপ কাজ করে যাও, সফলতা আস...
29/06/2025

**আলহামদুলিল্লাহ!**
কথা সবাই বলতে পারে, কিন্তু আমরা কাজেই বিশ্বাসী।
অহংকারই মানুষের পতনের মূল।
চুপচাপ কাজ করে যাও, সফলতা আসবেই।
হয়তো একটু দেরি হবে, কিন্তু ফল আসবেই ইনশাআল্লাহ।
স্রষ্টার প্রতি ভরসা রাখুন,
আপনার পরিশ্রমের ফল কখনো বৃথা যাবে না।
ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন,
বিজয় একদিন আপনারই হবে! 🌿💚

\ #কাজ #সফলতা #ধৈর্য #আলহামদুলিল্লাহ

28/06/2025

Ai নাকি Real?

28/06/2025

Address

Dhaka

Telephone

+4748672335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Travel World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Travel World:

Share