Nur Travel World

Nur Travel World অর্থ নয়, শিক্ষাও নয়।
মানুষ চেনা যায় তার মানবতাবোধে 🤝
আমি এখনো মাটির গন্ধে ভেজা মানুষ 🌾
খুব সাধারণ।
ভালোবাসতে শিখেছি ❤️ তাই মানুষ হয়ে উঠেছি।

05/09/2025

অন্যের স্বপ্নে আঘাত মানেই নিজের স্বপ্নকে ধাক্কা দেওয়া।
আজ যে কাজ করছ, কাল সেটাই তোমার দরজায় কড়া নড়বে। 🔁

05/09/2025

Alhamdulilla 6

05/09/2025

আজ একটু থামো… 🕰️
শোক–কষ্টকে একপাশে রাখো, নিজেকে নরমভাবে সময় দাও।
গতকাল আমরা ছিলাম শিশু, আজ বড়, আর কাল হয়তো বৃদ্ধ—
সময়ের এই দৌড়ের মাঝে একটু নিঃশ্বাস নাও। 🌿

পানি খাও, প্রার্থনা করো, যারা আপন—তাদের বলো “ধন্যবাদ”।
সবকিছু শেষে স্মৃতিই হয়ে যায়—তাই আজকেই ভালোবেসে বাঁচো। 💙

ু_থামো #নিজেকে_সময়_দাও #শোক_পেরিয়ে

Big shout out to my new rising fans! Mohammad Forhad Hossain, Md Alauddin Miah, প্লাবন হাসান, Md Alhaz, Shyamal Sutradha...
05/09/2025

Big shout out to my new rising fans! Mohammad Forhad Hossain, Md Alauddin Miah, প্লাবন হাসান, Md Alhaz, Shyamal Sutradhar, Jin Nah Kh An, Runa Akter, Al Sourav Travels, Ira Boti, Abdul Wohab, Ri Tu, Ayat Moni, Ňẫȡiḿ Ħẫšẫň, Shorif Uddin

04/09/2025

এটা কষ্টের কথা—কিন্তু সত্যটা বলি।
আমাদের সমাজে অনেক সময় আমরা অন্যের ভালোটা দেখতে পারি না। কেউ মন থেকে ভালো কিছু করলে, মনে করি “নিশ্চয়ই কোনো স্বার্থ আছে।” গুণী মানুষদের আমরা অবমূল্যায়ন করি, আর সফল হলে বলি—“ভাগ্য ভালো ছিল!”
এই মানসিকতা আমাদেরই ক্ষতি করে। সাফল্য ভাগ দিলে কমে না—বরং সবাই মিলে বড় হয়।

চলুন আজ থেকেই বদলাই—৫টা ছোট অভ্যাস

প্রশংসা করি: কারও কাজ ভালো লাগলে কমেন্টে একটা “শাবাস” লিখি।

নিন্দা নয়, পরামর্শ: ভুল দেখলে পাবলিকে অপমান নয়—ইনবক্সে নরম করে বলি।

Comparison বন্ধ: “ওরটা কেন, আমারটা নয়?”—এই হিসাব বাদ। নিজের পথে ফোকাস।

সাফল্যে আনন্দ: অন্যের জয় মানে আমার হার নয়—আমাদের দেশেরই জয়।

সুযোগ দিই: নতুনরা চেষ্টা করলে টেনে নামাব না—হাত বাড়িয়ে দিই।

আজ কেউ যদি ভালো কিছু করে—তাকে সন্দেহ নয়, সমর্থন দিই।
কারণ, যে প্রতিভাকে আজ অবমূল্যায়ন করছি, কাল সেই মানুষটাই দেশের নাম উঁচু করবে।

👉 ভিডিওটা দেখে যদি একমত হও, একটা শেয়ার দাও—হয়তো তোমার শেয়ারের পরেরই মন্তব্যটা হবে কারও জীবনের প্রথম প্রেরণা।
কমেন্টে লিখে দাও: “আমি আজ থেকে প্রশংসা করতে শিখছি।” 💚

03/09/2025

সমালোচনা করতে যোগ্যতা লাগে না; সমালোচিত হতে লাগে যোগ্যতা।

03/09/2025
03/09/2025

আমি যখন বলি— ‘কথা নয়, কাজ’, তখনই হাতে থাকা কাজগুলো প্রায় শেষ। কবি আজ থেকে নীরব।

 # # **কারো নামে মিথ্যা বলে তার জীবন ধ্বংস করে—আসলেই কী পাও?**একটা ভুয়া স্ট্যাটাস।একটা কাটাছেঁড়া স্ক্রিনশট।একটা কানে-ক...
02/09/2025

# # **কারো নামে মিথ্যা বলে তার জীবন ধ্বংস করে—আসলেই কী পাও?**

একটা ভুয়া স্ট্যাটাস।
একটা কাটাছেঁড়া স্ক্রিনশট।
একটা কানে-কানে ছড়ানো গুজব…

হয়তো তোমার ৩০ সেকেন্ডের “মজা”—কিন্তু কারো পরিবারের সারাজীবনের কান্না।
মনে রাখো, **কথা বুমেরাং**—আজ যা ছুঁড়ছো, কাল তা ফিরে এসে তোমাকেই আঘাত করবে।

**মিথ্যার আগুন** প্রথমে অন্যকে পোড়ায়, পরে তোমার ভেতরের মানুষটাকেই ছাই করে দেয়।
কারো সুনাম ভেঙে তোমার “ফলোয়ার” বাড়তে পারে, কিন্তু **মানবতা কমতে থাকে**।
কারো রুটি-রুজি থেমে যায়, বাচ্চার স্কুল ফি বাকি পড়ে, মায়ের ওষুধ বন্ধ হয়ে যায়—আর তুমি ভাবো, “আমি তো শুধু শেয়ার করেছি”!

# # # # কেন এমন করি আমরা?

* ঈর্ষা?—অন্যের উন্নতি চোখে লাগে।
* রাগ?—ব্যক্তিগত ক্ষোভে বিচারক সাজার নেশা।
* ভাইরাল লোভ?—সত্যতা না দেখে “সেনসেশন” শেয়ার।
কিন্তু **সত্যের পরীক্ষা ছাড়া** শেয়ার করা মানে নিজের হাতেই **অন্যায়ে স্বাক্ষর** দেওয়া।

# # # # একটু থামো, তিনটা প্রশ্ন করো

1. **প্রমাণ আছে?**—ডকুমেন্ট/অফিশিয়াল রেফারেন্স ছাড়া কিছুই সত্য নয়।
2. **দ্বিতীয় পক্ষের কথা শুনেছো?**—একতরফা গল্প হতেই পারে বাকা।
3. **আমি কি এই পোস্ট ছাড়া বাঁচতে পারি?**—পারলে চুপ থাকাই শ্রেয়।

# # # # দায়িত্বশীল হই—আজ থেকেই এই ৭টা প্রতিজ্ঞা ✍️

* ✅ **প্রমাণ ছাড়া** কারো বিরুদ্ধে কিছু পোস্ট/শেয়ার করবো না।
* ✅ **ইনবক্সে জিজ্ঞেস** করবো—পাবলিক লজ্জা নয়, সমাধান চাই।
* ✅ **কাটাছেঁড়া স্ক্রিনশট** বিশ্বাস করবো না; সোর্স চেক করবো।
* ✅ **রিপোর্ট** করবো গুজববাজ পেইজ/আইডি—শেয়ার নয়।
* ✅ **ভেরিফাইড তথ্য** হলে শান্ত ভাষায় লিখবো; ব্যক্তিগত আক্রমণ নয়।
* ✅ **আইনি পথে** হাঁটবো—ফেসবুক আদালত নয়, দেশে আইন আছে।
* ✅ **ভুল হলে ক্ষমা চাইবো**—ক্ষমাই শান্তির প্রথম দরজা।

# # # # মনে রাখো

* **চরিত্রহত্যা = সামাজিক খুন**। এটা বিনা রক্তে, কিন্তু রক্তের থেকেও গভীর ক্ষত।
* **শান্তি ধ্বংসে নয়, রক্ষণে**—কাউকে তুলে ধরা, ভুল বুঝলে ঠিক করে দেওয়া, প্রয়োজনে পাশে দাঁড়ানো।

আজই নিজেকে জিজ্ঞেস করো:
**“আমি কি ন্যায়ের পাশে, নাকি ভিউসের পাশে?”**
যদি ন্যায়ের পাশে থাকো—তবে সত্য যাচাই করো, প্রমাণ দাও, ভাষায় সৌজন্য রাখো।
আর যদি প্রমাণ না থাকে—**চুপ থাকাই শ্রেষ্ঠ মানবতা**।

**ধ্বংস নয়—নির্মাণ শিখো।**
কারো স্বপ্ন বাঁচাও, কান্না মুছাও, সমাজকে একটু নিরাপদ করো।
তবেই শান্তি পাবে—নিজের ভেতরও, বাইরে-ও।

\ #সত্যের\_পাশে #মানুষ\_হও

02/09/2025

Serbia যাদের ভিসা + ম্যানপাওয়ার ডান: টাকা ক্লিয়ার করে ফ্লাইট ধরুন।
যাদের প্রসেসিং অনগোয়িং: পাসপোর্ট আজই অফিসে দিয়ে যান (ইমিডিয়েট)।

Alhamdulillah — ভালোবাসা আর স্বপ্নপূরণ চলবে!   #ভালোবাসা  #স্বপ্নপূরণ
02/09/2025

Alhamdulillah — ভালোবাসা আর স্বপ্নপূরণ চলবে!
#ভালোবাসা #স্বপ্নপূরণ

Address

Dhaka

Telephone

+4748672335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Travel World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Travel World:

Share