Dawahシ︎

Dawahシ︎ ইসলামের বার্তা প্রচারের ক্ষুদ্র প্রয়াস।

25/05/2023
23/05/2023
10/05/2023
03/05/2023
01/05/2023
10/10/2022

যদি আপনি নিয়মিত ইস্তিগফার করেন, তবে সর্বশক্তিমান রব আপনার উদ্বেগ-উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবেন।

- ইস্তিগফার: মুমিন জীবনের পাথেয়

10/10/2022

কবরে গেলে একটা সেজদার জন্য যেই পুরষ্কার পাবেন, সেটা পাওয়ার জন্য দুনিয়ার সব দিতেও তখন রাজী হয়ে যাবেন।

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.)

10/10/2022

আল্লাহর যিকির হলো জীবনের রূহ, রূহের জীবন, নফসের শীতলতা আর হৃদয়ের প্রশান্তি।
.
"নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি পায়।"
(সূরাহ আর রাদ ১৩:২৮)

📗বই: সবুজ পাতার বন, পৃষ্ঠাঃ ৭০

10/10/2022

“সেই রবের ব্যাপারে গাফেল হওয়া থেকে সতর্ক থাকো যিঁনি তোমাকে জীবিকা দান করেছেন, তোমার নিশ্বাস নেওয়ার অনুমতি দিচ্ছেন আর তোমার যা প্রয়োজন তা চাওয়ার আগেই দিয়ে দিচ্ছেন।”

—ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ্
[আল-ফাওয়াঈদ,১৫৮]

10/10/2022

কেউ তাওবাহ করলে তার জন্য মানুষের ওপর ৪টি জিনিস আবশ্যক হয়:
১) তার প্রতি ভালোবাসা পোষণ করা। তার ব্যাপারে মন থেকে বিদ্বেষ বের করে দেয়া।
২) তার জন্য তাওবার ওপর অটল থাকার দুআ করা।
৩) পূর্বে কৃত গুনাহের জন্য তাকে লজ্জা না দেয়া।
৪) নেক কাজে তাকে সহযোগিতা করা।
[ শাইখ যুলফিকার আহমাদ নকশবন্দী, এখন যৌবন যার, পৃ: ৩৫৬; উমেদ প্রকাশ]

07/09/2022

হে মানুষ কিসে তোমাকে তোমার রাব, সম্পর্কে ধোকা দিয়েছে?

~ সূরা আল-ইনফিতর : ৬

07/09/2022

তিনি চোখের গোপন চাহনি ও হৃদয়ের অপ্রকাশিত বিষয় সম্পর্কে সাম্যক অবগত।

• সূরা গাফির-১৯।

02/09/2022

তিন ব্যাক্তির জন্য মহান আল্লাহ তা'আলা জান্নাত হারাম করেছেন-
১. যে মদ তৈরি করে।
২. যে পিতা-মাতার নাফরমানি করে।
৩. ওই চরিত্রহীন ব্যক্তি (দাইয়ূস) যে নিজ স্ত্রীকে অশ্লীলতা ও ব্যাভিচার করতে সুযোগ দেয়।

[আহমাদ: ৫৮৩৯]

24/08/2022

ইমাম ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ বলেন,'সালাতের মধ্যে ছয়টি বৈশিষ্ট্য মুনাফিকির লক্ষণঃ

১) সালাতে দাঁড়িয়ে অলসতা করা।

২) লোকজনকে দেখানোর জন্য সালাত দাঁড়ানো।

৩) সঠিক সময়ে সালাত আদায় না করে, দেরিতে সালাত আদায় করা।

৪) অতি দ্রুত সালাত আদায় করা অর্থাৎ সালাতের আহকাম-আরকান গুলো যথাযথ ভাবে আদায় না করা।

৫) সালাতে অল্প পরিমাণই আল্লাহকে স্মরণ করা।

৬) অমনোযোগী হয়ে অর্থাৎ খুশু-খুযু বিহীন সালাত আদায় করা।'

29/07/2022

সুবহানাল্লাহ♥️🥀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawahシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share