গণতন্ত্রের কন্ঠ

গণতন্ত্রের কন্ঠ গণতন্ত্রের কন্ঠ

22/11/2024

শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ কৃষকলীগ নেতা রায়হান গ্রেপ্তার

20/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Sohel Khan, Swiss Twos Suwisono, Shahid Shahidshagor, Md Aminul Islam Pintu, Md Akul, Md Ziadul Islam, বাদশা মিয়া, Mo Is, Mahfuz Anam Rayhan, Dxn Kader, Rashed Runu, Nayon Islam, شیراز اسلم, Abul Kalam Azad, Angel Keya, Bodiar Shikder, Md Saiful Alam Monshi, Md Sumon, MD Shahadat Hossain, Osthir Rahad, Rezu Molla, MD Masud Parvez, Md Azim, মো সোহাগ কিং খান, দুইদিনের দুনিয়া, Tuhin Paiker, Md Habib, Alif Nur, Md Rony Ahmed, Md Nur Noby, Nitul Jamdani, জীবন শূন্য, Milita Adhikary, Nurul Islam, Md Mosharof, MD Ripon Ripon, Shah Md Humayun Kabir, Mohammad Rana, Mahbub Rahman, MD Hanif, Shamim Ahmad, Md Mofazzal, Moynul Hasan, Raza Ahmed, ইকবাল হোসেন, Md Milon, মাওঃ মোঃ রেজাউল করিম, মোঃ উজ্জ্বল, MD Rejaul Korim, MD Abdur Rahman

05/11/2024

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

আমরা কম-বেশি সবাই চাই আমাদের পার্সোনাল লাইফ পার্টনার এর সাথে সম্পর্ক সুন্দর ও সুস্থ রাখতে অর্থাৎ ভালো রাখতে। কিন্তু সম্প...
03/11/2024

আমরা কম-বেশি সবাই চাই আমাদের পার্সোনাল লাইফ পার্টনার এর সাথে সম্পর্ক সুন্দর ও সুস্থ রাখতে অর্থাৎ ভালো রাখতে। কিন্তু সম্পর্কের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বিষয় গুলোকে আমরা সেভাবে খুব বেশি গুরুত্ব দেইনা। আমরা সবসময় মনে করি টাকা থাকলে জীবনের সমস্ত স্বর্গ সুখ লাভ করা যায়।কিন্তু এই কথাটি আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। জীবনে অবশ্যই ভালোভাবে বাঁচতে হলে অর্থের প্রয়োজন কিন্তু তা বলে এই অর্থই যে জীবনের সবকিছু তা কিন্তু নয়। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো, বেশিরভাগ অর্থবান, সেলিব্রেটি মানুষদেরই সম্পর্ক গুলো খুব দ্রুত অসুস্থ হয়ে যায় অর্থাৎ ভেঙে যায়। তাই এলিট সম্প্রদায়ের মানুষদের মধ্যে বেশি ডিভোর্স এর সংখ্যা লক্ষণীয়। কিন্তু একজন গরিব মানুষের সেভাবে অর্থ নেই কিন্তু তাদের সম্পর্ক আমরণ সুস্থ ও সুন্দর থাকে এবং এদের মধ্যে ডিভোর্স এর সংখ্যাও কম। তাই জীবনসঙ্গীর সঙ্গে তথা লাইফ পার্টনার এর সঙ্গে সম্পর্ক সুন্দর রাখতে হলে অর্থের পাশাপাশি যে দুটি বিষয় অবশ্যই প্রয়োজন তাহল - কেয়ারিং ও শেয়ারিং এর বন্ধন।কেয়ারিং এর অর্থ হল লাইফ পার্টনারকে সবদিক থেকে খুশি রাখা, তার যত্ন নেওয়া,জীবনের ছোটো ছোটো বিষয় গুলোকে নিয়ে দুজনের মধ্যে প্রেম-অভিমান করা, ছোটো ছোটো জিনিস উপহার দেওয়া- যেমন স্বামীর ক্ষেত্রে হলে অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য একটি গোলাপ নিয়ে যাওয়া, আপনি বিরিয়ানি বন্ধুদের সাথে খেলেন তখন স্ত্রীর জন্যও কিনে নিয়ে আসা, মাঝে মাঝে স্ত্রীর পছন্দের বিউটি মেকআপ নিয়ে আসা, শরীর খারাপের সময় বিশেষ করে পিরিয়ডের সময় পাশে থাকা, পছন্দের চকলেট গিফট করা, স্ত্রীকে নেলপলিশ পরিয়ে দেওয়া, মাঝে মাঝে বাইরে খেতে ও বেড়াতে নিয়ে যাওয়া, স্ত্রীর জন্য একবুক প্রেম নিয়ে প্রিয় কিছু লাইন লিখে তাকে শোনানো প্রভৃতি। যেহেতু মেয়েরা যত্নের পাগল তাই অর্থের থেকে মেয়েরা এই বিষয় গুলোকে বেশি পছন্দ করে। অন্যদিকে, একজন স্বামীর পাশাপাশি একজন স্ত্রীরও উচিৎ তার স্বামীর কেয়ারিং করা। যেমন- শরীর খারাপের সময় যত্ন নেওয়া, স্বামীর পছন্দের খারার রান্না করা, স্বামী অফিস থেকে ফেরার সাথে সাথে তাকে একবুক হাসি মুখে এক গ্লাস জল দেওয়া, মাঝে মাঝে স্বামীকেও ছোটো ছোটো জিনিস গিফট করা, রিলাক্স করানোর জন্য প্রেম নিবেদন করা প্রভৃতি। আবার সম্পর্কের সুস্থতায় এই কেয়ারিং এর পাশাপাশি চাই দু-জনের মধ্যে শেয়ারিং এর বিষয়ও। শেয়ারিং মানে দু-জন দু-জনকে সময় দেওয়া, দু-জনের মনের কথা শোনা যেমন-স্বামীর উচিৎ স্ত্রী যদি মন খারাপ করে রাখে বা মুড অফ থাকে তার সাথে কথা বলা,কেন সে মন খারাপ করে রেখেছে তা জানা, তার শরীর কেমন আছে সে বিষয়ে খোঁজ নেওয়া প্রভৃতি। আর একজন স্ত্রীর উচিৎ স্বামীকে অনেক সময় দেওয়া, স্বামী কাজ থেকে ফিরলে তাকে বলতে হবে তুমি সঠিক সময়ে খেয়েছো কিনা, তোমার শরীর ঠিক আছে তো, স্বামীর মন খারাপ থাকলে তার সঙ্গে কথা বলা,তার মনকে ফ্রেশ করানোর চেষ্টা করা প্রভৃতি।অর্থাৎ উভয় উভয়ের মনের কথা শুনতে হবে, সুখে-দুঃখে পাশে থাকতে হবে ও যত্ন নিয়ে হবে। তাই বলতে চাই কেবল অর্থ নয় লাইফ পার্টনারের সাথে সম্পর্ক সুস্থ ও সুন্দর রাখতে হলে উভয়ের মধ্যে চাই কেয়ারিং ও শেয়ারিং এর বন্ধন।

01/11/2024

জাতীয় সমবায় দিবস’ উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when গণতন্ত্রের কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গণতন্ত্রের কন্ঠ:

Share