20/10/2025
সোশ্যাল মিডিয়ার রং চকচকে ছবি দেখে সবাই খুব সহজেই একটা মানুষকে বিচার করে ফেলে, কিন্তু আমার কাছে মনে হয় এ জায়গাটা হচ্ছে একটা বিনোদনের জায়গা এই জায়গার সব ভিডিও ছবি এগুলো দেখে মানুষ কেন যে সিরিয়াস হয়ে যায় সেগুলো নিয়ে যা খুশি তাই মন্তব্য করে আবার একটা মানুষের জীবন নিয়ে বিচার বিশ্লেষণ শুরু করে দেয় কেনো ,আমি বুঝিনা ভাই। বাইরে দেখে কি কারো ভেতরটা নির্ণয় করা যায় এই সহজ কথাটা সহজ ভাবে কেউ বুঝতেও চায় না মানতেও চায় না , ফেসবুকে যেটা দেখানো যায় ততটুকুই দেখায় যেটা দেখানো যায় না সেটা কেউ দেখায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ এই কথাটা সহজে মানতে চাই না, আর কেউ যদি কোন কিছু দেখাই ও সেটা ততটুকুই দেখায় যাতে তার কোন বেনিফিট থাকে বুঝতে হবে ভাই এই সহজ কথা, ধরুন আমি কোন একটা জরুরী কাজে কোন দর্শনীয় স্থানে গেলাম দুই একটা ছবিও তুললাম এবং ফেসবুকে পোস্ট করলাম এটা দেখে একদল এসে বলবে ইস আইছে ভাত খাইতে পায়না কোথায় কোথায় ঘুইরা ঘুইরা টাকা পয়সা নষ্ট করে আর ছবি পোস্ট করে ফুটানি কত এখন আমি কি জনে জনে বলে বেড়াবো আমি ওইখানে কেন গিয়েছি,কিন্তু ভাই এই কথাটা তো তোমরা বুঝতে পারো নাই যে আমি ভাত খাইতে পাই না বিধায় ওই জায়গাটা গেছি যাতে করে দুইটা ভাত খাওয়ার ব্যবস্থা করা যায় এমন কোন একটা কাজের জন্য, এখন বলতে পারে দর্শনীয় স্থানে আবার কি কাজ পাওয়া যায় কাজের জন্য যে কোন জায়গায় যে কোন ব্যবস্থা করা যায় এবং ব্যবস্থাপত্র আল্লাহ তৈরি করে দেয় কার কখন কোথায় কোন ভাবে রিজিক তৈরি হবে কেউ কি বলতে পারে, তো মানুষ তো যে কোন উপায়ে কাজের ব্যবস্থা করবে আর এই কাজের জন্য সুদূর বিদেশ বিভূঁইয়ে তো মানুষ চলে যায় যায়, মোটকথা বাইরে দেখে কখনোই ভেতরটা বিচার করা যায় না এটা আমার কাছে মনে হয় যারা আমার এই পুরো লেখাটা পড়বেন নিশ্চয়ই সবার সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন যার কাছে যেটা বিচার্য মনে হয় ধন্যবাদ সবাইকে।