10/07/2023
আসসালমু'আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা মডফ্লিক্স-এর সবাই ভালো আছি। আসলে এই পোস্টে ২ টা বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথম, আপনাদের প্রিয় "প্রজেক্ট বাংলাদেশ"
আসলে এইটা অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্ট এর প্লেনটা কিন্তু আমাদের মাথা থেকে সরে যায় নাই। আর একা হাতে কাজ টা করাও কারোর পক্ষে সম্ভব হয় না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্টুডেন্ট, আর এইজন্যে এই প্রজেক্ট এর কাজটা বন্ধ আছে। তবে ইনশাল্লাহ এই প্রজেক্ট বাংলাদেশ এই বছর না আসলেও আসবে। আমরা এই প্রজেক্টে দেরি করার জন্যে আন্তরিক ভাবে দুঃখিত।
দ্বিতীয়, হোমল্যান্ড মেপ। এই প্রজেক্টটা আপনারা অনেক আগেই পেয়ে যেতেন। কাজ টা ধরেছিলো মুনতাসির অয়ন(আমি)। সে এই প্রজেক্ট টা শেষ করার পর পর কোনো একটা ভুলের কারণে ফাইল টা ডিলিট হয়ে যায়, কিন্তু এই প্রজেক্ট এর ৩০% কাজ করা একটা বেকাপ ফাইল ছিলো। যা আমি কিছুদিন আগে খুঁজে পেয়েছি, আর কাজ টা আবারও শুরু করেছি। তবে পড়ালেখা, ব্যাক্তিগতকাজ সব মিলিয়ে আমি বাসা থেকে দূরে থাকি। আমার পক্ষে গেমিং লাইফে থাকা খুব একটা সম্ভব হয় না। তবে এই ঈদ এ আপনাদের কথা চিন্তা করে আবারও এই প্রজেক্ট এর কাজ অনেক টা এগিয়ে ফেলেছি। ইনশাল্লাহ এই বছর এর শেষে এই মেপ এর ভার্সন ১ রিলিজ হবে, চেষ্টা করবো দেওয়ার। মেপ টা ছোট, ব্যাক্তিগত জীবনে চাপ না থাকলে কিছুদিনের মধ্যেই পেয়ে যেতেন। এখানে কিছু পিক দিলাম, আসা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে আবারও হোমল্যান্ড এর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালমু'আলাইকুম।