দৈনিক দেশ প্রতিদিন

দৈনিক দেশ প্রতিদিন DDP multimedia Company Limited. Daily Desh Pratidin publishes authentic news & videos. https://studio.youtube.com/channel/UCeYi3-Fldv0pinNv-JilMEQ

সর্বাধিক প্রচারিত আজকের দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা প্রিন্ট ভার্সন সারা বাংলাদেশের প্রতিনিধি নিয়োগ চলছে সরাসরি যোগাযোগ 0...
19/02/2024

সর্বাধিক প্রচারিত আজকের দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা প্রিন্ট ভার্সন সারা বাংলাদেশের প্রতিনিধি নিয়োগ চলছে সরাসরি যোগাযোগ 01810535157 মাননীয় সিইও স্যার।

19/02/2024

মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, আর,আই,বি রোড,পূর্ব ডেন্ডাবর ,আশুলিয়া সাভার,ঢাকা হাজী কিয়াম উদ্দিন জামে মসজিদ এর শ....

19/02/2024

জলাশ পাহান ,স্টাফ রিপোর্টার, নওগাঁ পোরশায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান মহোদয়ের যোগদান উপলক্ষে সংব...

18/02/2024

একুশে ফেব্রুয়ারি থেকে বিশেষ কলবরে আসছে দৈনিক দেশ প্রতিদিন দোয়া রাখবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ...........

দৈনিক দেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্ৰী, শিক্ষা মন্ত্র...
17/02/2024

দৈনিক দেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্ৰী, শিক্ষা মন্ত্রণালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন পরিবার সহ মানিকগঞ্জ নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী জনাব মোঃ রমজান আলী, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা ও চেয়ারম্যান দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন ঢাকা। আমাদের সর্বাধিক প্রচারিত দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা তুলে দিচ্ছেন মন্ত্রী মহোদয় কে।

""ঘণ কুয়াসায় খেজুর রস সংগ্রহে চাষি মুখে হাসি""স্টাফ রিপোটার বায়জিদ বোস্তামী ঠাকুরগাঁও সদর :-শীত পেরিয়ে বসন্তের আগমন কিন্...
13/02/2024

""ঘণ কুয়াসায় খেজুর রস সংগ্রহে চাষি মুখে হাসি""

স্টাফ রিপোটার বায়জিদ বোস্তামী ঠাকুরগাঁও সদর :-শীত পেরিয়ে বসন্তের আগমন কিন্তু গ্রাম বাংলায় খেজুর রস এর চাহিদা কিনচিৎ কমেনাই। ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নের খেজুর বাগানের দিকে তাকালে দেখা যায় কৃষকের মুখে হাসি। এই বছর গ্রাম বাংলায় মানুষের কাছে খেজুরের রস এর এত চাহিদা এত বেশি যে কৃষক বসন্তেও রস সংগ্রহ এর কাজে নিয়োজিত।এখনো আসে পাসের জেলার মানুষের উপচে পড়া ভিড় এই খেজুর রস সংগ্রহে৷

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযান। নাজমুল হাসান স্টাফ রিপোর্টার :-যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সম...
13/02/2024

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযান।

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার :-যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সম্মানিত ওসি সাহেব এর তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সম্মানিত ওসি সুমন ভক্ত, বেনাপোলপোর্ট থানার অফিসিয়াল ফেসবুক পোস্টে বর্ণনা দেন।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে ইং-১৩/০২/২০২৪ তারিখ বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা।
সম্মানিত ওসি সাহেব বেনাপোল পোর্ট থানায় নিযুক্ত হওয়ার পর থেকে, বেনাপোল পোর্ট থানা এবং উক্ত থানার আওতাধীন সর্বস্তরের সর্বত্র এলাকায়,মাদকের বিরুদ্ধে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে রয়েছে জিরো টলারেন্স, সম্মানিত ওসি সাহেবের সামাজিক সকল প্রকার কর্মকাণ্ডে বিশেষভাবে অবদান রয়েছে।
সম্মানিত ওসি সাহেবের মাদকবিরোধী এমন কর্মকান্ডে, বেনাপোল পোর্ট থানা আওতাধীন, বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক সম্মানিত ব্যক্তিগণ সম্মাননা জানিয়েছেন,এবং বেনাপোল পৌর এলাকায় শান্তি সম্পন্ন ভাবে বসবাসকারী এলাকাবাসী ওসি সাহেবের প্রশংসা করেছেন।

বিশেষ বিবেচনা সাপেক্ষে ঢাকা অফিসে এসে চট্টগ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত জানানোর পর নতুন করে আব্দুল মানিক কে চট্টগ্...
13/02/2024

বিশেষ বিবেচনা সাপেক্ষে ঢাকা অফিসে এসে চট্টগ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত জানানোর পর নতুন করে আব্দুল মানিক কে চট্টগ্রাম ব্যুরো প্রধান ওর সহকারি প্রধান নাইমুল হাকিম এবং স্টাফ রিপোর্টার আনোয়ারা ওমর ফারুক কে নিয়োগপত্রসহ আইডি কার্ড প্রদান করছেন মাননীয় সিইও স্যার এবং তাদের আগামী পথ চলা মঙ্গল ও সাফল্য কামনায় চট্টগ্রামের সকল জেলা এবং উপজেলায় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে ১৭ তারিখ চট্টগ্রাম অফিস উদ্বোধনের ঘোষণা করা হয়।

13/02/2024

স্টাফ রিপোর্টার, কৌশিক হোসেন (পাবনা সদর) শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি শবে-বরাত পালিত হবে বলে জ.....

যশোরে সাইবার সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত"নাজমুল হাসান স্টাফ রিপোর্টার যশোর। অদ্য ১১/০২/২০২৪খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় ...
12/02/2024

যশোরে সাইবার সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত"

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার যশোর। অদ্য ১১/০২/২০২৪খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় বাঘারপাড়া মহিলা কলেজ সম্মেলন কক্ষে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বাজারপাড়া থানা পুলিশের যৌথ আয়োজনে সাইবার বুলিং সহ নানাবিধ সাইবার অপরাধ প্রতিরোধে "সাইবার সচেতনতা শীর্ষক সেমিনার" অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন জনাব মোঃ জাহিদুল ইসলাম সোহাগ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার"খ" সার্কেল, যশোর ও ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর।
এসময় তিনি বলেন, দেশ ডিজিটালের সাথে সাথে সাইবার অপরাধও বৃদ্ধি পেয়েছে এব্যাপারে আমাদের প্রত্যেকেরই আরো বেশি সচেতন হতে হবে। এছাড়াও তিনি বলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা ইদানিং বিভিন্ন ধরনের সাইবার বুলিং এর শিকার হচ্ছে যার ফলে ঝড়ে যাচ্ছে তাদের সুন্দর জীবন ও আগামীর উজ্জ্বল সম্ভাবনা। এর থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের সোস্যাল মিডিয়া ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন এবং একই সাথে যদি কেউ এই ধরনের বুলিং এর শিকার হন তবে দ্রুত নিকটতম থানা অথবা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কে অবহিত করতে বলেন।
এছাড়াও তিনি বিকাশ প্রতারণা, ফেসবুক, ইমো, whatsapp সহ অন্যান্য মাধ্যমে প্রতারণা কিংবা হ্যাকিং এর শিকার হলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কে জানাতে বলেন এবং একই সাথে এই সকল মাধ্যমকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সঠিক নিয়ম কানুন মেনে ব্যবহার করার পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ বাঘারপাড়া, প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

শীতের ক্লান্তি লগ্নে,আগমনী বার্তা ঋতু রানী বসন্তের। সীতাকুণ্ড প্রতিনিধিমো: রমিজ আলী প্রকৃতিতে শীতের ক্লান্তি লগ্ন, আসতে ...
12/02/2024

শীতের ক্লান্তি লগ্নে,আগমনী বার্তা ঋতু রানী বসন্তের।

সীতাকুণ্ড প্রতিনিধি
মো: রমিজ আলী

প্রকৃতিতে শীতের ক্লান্তি লগ্ন, আসতে শুরু করেছে বসন্তের আগমনী বার্তা।
শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সাজতে ব্যস্ত প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের। ফাল্গুনের আগমনী বার্তায় পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনের খেলা,উকি দিচ্ছে কলি, মধুর বসন্তের সাজ রব সর্বত্র। পুরো প্রকৃতিতে চলছে বসন্তের আগমনের ধ্বনি ।
শিমুল যদি হইতাম আমি শিমুলের’ই ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে’। প্রকৃতিতে ফুটে থাকা শিমুল ফুল নিয়ে এমন কালজয়ী অনেক গান রচিত হয়েছে। শুধু কি গান আর কবিতা? বাংলা সাহিত্যের পাতায়ও স্থান পেয়েছে শিমুলের রক্তরাঙ্গা ফুলের অপরূপ সৌন্দর্য। মাঘের তীব্র শীত পেরিয়ে কয়েকদিন পরেই প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটবে। আর সেই আগমনী বার্তা ছড়াচ্ছে শহর আর গ্রামের পথে প্রান্তরে। যেন উদাসী মনে আকাশ পানে চেয়ে ফুটতে শুরু করেছে সদ্য ফোটা শিমুলের দল। রক্তিম মনোলোভা শিমুল ফুলগুলো কয়েক দিনের মাঝেই পূর্ণতা পাবে।বসন্ত আসার আগেই গাছে গাছে সীমিত আকারে শিমুল ফুল ফুটতে শুরু করেছে।
মাঘের শেষ হতে এখনো কয়েক দিন বাকি, আর এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে।
বসন্তের আগমনী বার্তা পেয়ে শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্তের রঙ্গ ও রূপে নিজেকে সাজাতে প্রকৃতি এখন মেতে উঠেছে। প্রকৃতি ধারণ করতে শুরু করেছে রূপ লাবণ্যে ভরা মনোহরী ভাব।
ফাল্গুনের আগুনে শীতের তীব্র রুক্ষতা কেটে পাতাঝরা বৃক্ষ গুলির মাথায় দেখা দিয়েছে সবুজ পাতা, কলি ও ফুল। প্রকৃতিতে বসন্তের সাজ-সাজ রব। শহর থেকে গ্রামের প্রতিটি সড়কে যেতে যেতে দেখা যায়, নতুন কুঁড়ি ও ফুলে আবার শিমুল গাছ রঙিন হয়ে উঠতে শুরু করেছে, রাস্তার ধারে শিমুল গাছে প্রকৃতির আদরমাখা স্পর্শ যেন জেগে উঠেছে। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি ফিরে পেতে চলছে ফুল, ফল ও সবুজের এক অপরূপ সমারোহ, যা আগমনী বার্তা ছড়াচ্ছে বসন্তের। শিমুলের প্রস্ফুটিত হাসিতে শিমুল বনে যেন লেগেছে লেলিহান লাল রঙ্গের আগুনের ঘনঘটা। নানা প্রজাতির পাখিরা তার মিষ্টি কুহুতানে মাতাল করতে আসা শুরু ঋতুরাজ বসন্ত সবুজ-শ্যামল বাংলায়।
প্রকৃতির নিয়ম অনুযায়ী ঋতু বদলায় তার রূপ, রং আর সৌন্দর্য নিয়ে। আগের প্রকৃতি আর বর্তমান প্রকৃতির মধ্যে অনেক পার্থক্য। প্রকৃতি নিয়ে বয়োজ্যেষ্ঠদের মুখ থেকে শোনা যায় এক ঋতুর আবহাওয়া আরেক ঋতুর ১০ দিন আগেই বিস্তার লাভ করে। তাই তো মাঘ মাস শেষ হতে না হতেই প্রকৃতিতে বইতে শরু করেছে ফাল্গুনের হাওয়া। সেই হাওয়ায় শিমুল গাছে ফুটতে শুরু করেছে ফুল। বসন্তের বার্তা নিয়ে শিমুল গাছের কলি খাওয়ায় মেতে উঠেছে পাখির দল। সেই সাথে আম, লিচু, জাম ও বেল গাছে মুকুলে ভরে উঠছে।
বাংলার প্রতিটি গ্রামে সড়কের দুই ধারের শিমুল গাছগুলি নতুন কুঁড়ি ও লাল ফুলে প্রকৃতি যেন অনাবিল আনন্দ ও নৈসর্গিক সৌন্দর্যের লীলা ভূমির মহা উৎসব। ইট-কাঠের এই যান্ত্রিক যুগে বসন্তে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিবে।
বিশিষ্টজনদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর চারিত্রিক পরিবর্তন হচ্ছে। আর এর প্রভাব পড়ছে পরিবেশ ও প্রকৃতিতে। আবহাওয়া গবেষকরা বলছেন, বসন্ত ঋতু আসার আগে শিমুল ফুল ফোঁটার পেছনেও আবহাওয়ার পরিবর্তণের প্রভাব পড়েছে। ফুল দেখলে সবার মন অব্যক্ত এক ভালোলাগায় ভরে যায়। আর শিমুল ফুল তো আবেদনময়ী এক ফুল।
এই বসন্ত বাতাসে ভেসে আসুক আনন্দ, উৎসব, সুখের বার্তা বাংলার প্রতিটি গ্রামে। বসন্তের নতুন কলি ও ফুলের মত সুন্দর হোক পৃথিবীর সকল মানুষের অন্তরে। ঋতু পরিবর্তনের শিক্ষা থেকে পরিবর্তন হোক পৃথিবীর সকল রাজনৈতিক অস্থিরতা এটাই সকলের কাম্য। পরিশেষে আমাদের দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা পরিবারে পক্ষ থেকে সকলের জন্য বসন্তে আগমনীতে শিমুলের রক্তরাঙ্গা ফুলের শুভেচ্ছা।

Address

.Dhaka Office :-Kazi Para Mirpur 10. Editorial&newscommercial Office/78/4 Romjan Ali Sorok. Habebey Nur Moszid. Manikgonj
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দেশ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক দেশ প্রতিদিন:

Share