Purni's Fashion

Purni's Fashion তুমিও মানুষ আমিও মানুষ
পার্থক্য শুধু শীরদাঁড়ায়

শুভ সন্ধ্যা
03/08/2025

শুভ সন্ধ্যা

সারাদিন যা কিছুই করিনা কেনো সব কিছু শেষ এ নামাজ এর মধ্যেই আছে মন ভরা প্রশান্তি আলহামদুলিল্লাহ 🤲❤️🥰‎ ゚         ゚         ...
17/06/2025

সারাদিন যা কিছুই করিনা কেনো সব কিছু শেষ এ নামাজ এর মধ্যেই আছে মন ভরা প্রশান্তি আলহামদুলিল্লাহ 🤲❤️🥰



゚ ゚
゚viral2025

"ভবিষ্যৎ গড়ার সবচেয়ে ভালো উপায় হলো—তাকে নিজে তৈরি করা।"আজকের সিদ্ধান্তগুলোই আমাদের আগামীকাল নির্ধারণ করে। একজন শিক্ষার্থ...
23/04/2025

"ভবিষ্যৎ গড়ার সবচেয়ে ভালো উপায় হলো—তাকে নিজে তৈরি করা।"

আজকের সিদ্ধান্তগুলোই আমাদের আগামীকাল নির্ধারণ করে। একজন শিক্ষার্থী যখন সময়ের সঠিক ব্যবহার শেখে, পরিশ্রমকে সঙ্গী করে, তখন তার ভবিষ্যৎ কেবল উজ্জ্বলই নয়, অন্যদের জন্য অনুপ্রেরণাও হয়।

ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, পরিকল্পনা করা শিখি।
ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, প্রস্তুতি নেওয়া শুরু করি।
জেনে রাখো—প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তৈরি করে তোমার আগামী দিনের পরিচয়।

তাই এখনই সময়—শেখার, নিজেকে গড়ার, এবং এক সুনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।

#ভবিষ্যৎ #শিক্ষা #প্রেরণা
‎ ゚ ゚
゚viral2025

মানুষের সামান্য মুখের কথায় মাথাব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো , যেনো তোমার ভালো থাকা দেখে সবার মাথা ব্যথা শুর...
18/04/2025

মানুষের সামান্য মুখের কথায় মাথাব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো , যেনো তোমার ভালো থাকা দেখে সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়🌻🌷😊

゚ ゚
゚viral

আমি কারো চরকায় তেল দেই না। তেল এর দাম এমনিতেই বেশি। সবসময় স্বাধীন ভাবে চলি। তাই আমাকে নিয়ে না জ্বলে নিজের চরকায় তেল ...
13/04/2025

আমি কারো চরকায় তেল দেই না। তেল এর দাম এমনিতেই বেশি। সবসময় স্বাধীন ভাবে চলি। তাই আমাকে নিয়ে না জ্বলে নিজের চরকায় তেল দিন

বেলা শেষে এক কাপ চা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়🌷🌻 ゚          ゚
12/04/2025

বেলা শেষে এক কাপ চা মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়🌷🌻

゚ ゚

প্রবল ইচ্ছে শক্তি মানুষকে অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করে🎀🌻🌷     ゚
12/04/2025

প্রবল ইচ্ছে শক্তি মানুষকে অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করে🎀🌻🌷

জুম্মা মুবারাক✨🤲🕋
11/04/2025

জুম্মা মুবারাক✨🤲🕋

এস ই ও (SEO) মানে কি ? এর কাজ কিSEO যাকে বড় ভাবে বলা হয় “Search engine optimization” এর মানে অনেকটাই সোজা। দেখেন, আমি আপ...
28/01/2023

এস ই ও (SEO) মানে কি ? এর কাজ কি
SEO যাকে বড় ভাবে বলা হয় “Search engine optimization” এর মানে অনেকটাই সোজা। দেখেন, আমি আপনাদের ওপরেই বলেছি যে, নিজের ব্লগ বা ওয়েবসাইটে ফ্রি ভাবে অসংখক ভিসিটর বা ট্রাফিক পাওয়ার একটাই উপায় আছে।

আর, সেটা হলো “Search engine” থেকে। এবং, এই সার্চ ইঞ্জিন গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “Google” এবং “Yahoo বা bing” .

এখন, SEO (এস ই ও) হলো এমন একটি কৌশল, নিয়ম বা প্রক্রিয়া যার দ্বারা আমরা নিজের ব্লগ বা ওয়েবসাইটের content বা আর্টিকেল গুলি Google এবং bing এর মতো search engine গুলিতে সবচে প্রথম সার্চ পেজের প্রথম ১০ টি ওয়েবসাইটের লিস্ট (list) এ দেখাতে পারি।

এবং, এর ফলে যখন নাকি লোকেরা এই সার্চ ইঞ্জিন গুলি ব্যবহার করে আমাদের ব্লগ এবং ওয়েবসাইটের সাথে জড়িত (related) কিছু বিষয়ে সার্চ করবেন তখন আমাদের ব্লগের আর্টিকেল বা কনটেন্ট সার্চ ইঞ্জিন গুলি প্রথম পেজের ১০ টি ফলাফলের (result) এর মধ্যে দেখাবে।

এতে, যিহেতু সেই বিষয়ে (keyword) আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানো হবে তাই আপনি যথেষ্ট পরিমানে ফ্রি ভিসিটর বা ট্রাফিক এই সার্চ ইঞ্জিন গুলি থেকে পেতে থাকবেন।

আর মনে রাখবেন, এটাই এক মাত্র এমন উপায় যার দ্বারা আজ লক্ষ লক্ষ লোকেরা নিজেদের ব্লগে হাজার হাজার ভিসিটর/ট্রাফিক পাচ্ছেন এবং তার থেকে টাকা আয় করছেন।

তাই, সোজা ভাবে বলতে গেলে SEO (এস ই ও) হলো এমন একটি কৌশল বা নিয়ম যার ব্যবহার করে জেকেও নিজের ব্লগ বা ব্লগে লেখা আর্টিকেল যেকোনো Keyword বা বিষয়ে search engine এর প্রথম result পেজে rank করতে পারবেন।

কিন্তু মনে রাখবেন, এর জন্য আপনার সঠিক জ্ঞান থাকতে হবে SEO (এস ই ও) র ব্যাপারে।

যদি আপনি নিজের ব্লগে ভুল ভাবে বা কোনো জ্ঞান না রেখে Search engine optimization এর ব্যবহার করবেন, তাহলে এতে আপনার ব্লগ এবং ব্লগে লেখা আর্টিকেলে ক্ষতি হতে পারে। ফলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বা ভিসিটর পাবেননা।

09/01/2023

🤲Allah ami tomake chai🤲

Address

Dhaka

Telephone

+8801840703523

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purni's Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purni's Fashion:

Share

Category