Afroja Azam Sweety

Afroja Azam Sweety ভালোবাসা যতোটা না আবেগের তারচেয়ে বেশী শ্রদ্ধার।মানুষে মানুষে ভালোবাসা বাড়ুক আপনত্বে গড়ুক এ বিশ্বসংসার

আমি সবসময় চেষ্টা করি নতুন দিনের শুরুটা সুন্দর,  হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত করে তুলতে। সারাদিন সবার ভালো কামনায় শুরু করি পথ ...
05/11/2025

আমি সবসময় চেষ্টা করি নতুন দিনের শুরুটা সুন্দর, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত করে তুলতে। সারাদিন সবার ভালো কামনায় শুরু করি পথ চলা। আলহামদুলিল্লাহ এই বেশ ভালো আছি 🌿
আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️
কেমন আছেন সবাই?

জীবন নাটকের চেয়ে নাটকীয়,  রাগ কইরেন না আমি আছি তো
04/11/2025

জীবন নাটকের চেয়ে নাটকীয়, রাগ কইরেন না আমি আছি তো

আগামীর কথা ভেবে আমরা অধিকাংশ সময় সুন্দর বর্তমানকে হাতছাড়া করি। তারপর একটা সময় দেখা যায় সেই আগামী অভিশাপ আর আফসোস ছাড়া কি...
04/11/2025

আগামীর কথা ভেবে আমরা অধিকাংশ সময় সুন্দর বর্তমানকে হাতছাড়া করি। তারপর একটা সময় দেখা যায় সেই আগামী অভিশাপ আর আফসোস ছাড়া কিছুই না।
আসুন, বর্তমান সময়কে গুরুত্ব দেই। 🌿
আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️

নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করেও ভাইরাল হওয়া যায়। কিছু কিছু মেয়ের ছবি, ভিডিও দেখলে নিজেই লজ্জায় পড়ে যাই, কষ্ট হয়। আহা রে...
03/11/2025

নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করেও ভাইরাল হওয়া যায়। কিছু কিছু মেয়ের ছবি, ভিডিও দেখলে নিজেই লজ্জায় পড়ে যাই, কষ্ট হয়। আহা রে এভাবে না করলেও পারতো। শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী এটার উপর ভর করে বেশি দিন তো চলতে পারবেন না, আপা। দরকার কি?
কোয়ান্টিটি( সংখ্যা) নয়, কোয়ালিটির(গুণগত মান) প্রতি নজর দিন। আর আমরা যারা লাইক কমেন্টস করে এদের ভাইরাল করি তাদেরও রুচির পরিবর্তন আনা প্রয়োজন।
সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আছে মনে করে
আসুন,ভালো কাজ, ভালো কথা, ভালো চিন্তার সাথে থাকি তাহলেই দেখবেন ভাইরাস ছড়াবে না। আমরা সবাই ভালো থাকবো, ইনশাআল্লাহ।

যোগ বিয়োগের ফলাফল যাই হোক মেনে নেওয়ার নামই সুখী জীবন 🌿💐
03/11/2025

যোগ বিয়োগের ফলাফল যাই হোক মেনে নেওয়ার নামই সুখী জীবন 🌿💐

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️কেমন আছেন সবাই?  (ছবি - যখন আমি গরিব রিক্সাওয়ালার বৌ)
03/11/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️
কেমন আছেন সবাই?

(ছবি - যখন আমি গরিব রিক্সাওয়ালার বৌ)

কি চমৎকার কৌতুহলী দৃষ্টিতে অপলক চেয়ে থাকা নাম না জানা দুজন ভালোবাসার শিশু।❤️🙏তারা আমাদের নাটক দেখে নিয়মিত, তারা আমাদের ভ...
02/11/2025

কি চমৎকার কৌতুহলী দৃষ্টিতে অপলক চেয়ে থাকা নাম না জানা দুজন ভালোবাসার শিশু।❤️🙏
তারা আমাদের নাটক দেখে নিয়মিত, তারা আমাদের ভালোবাসে। আমাদের নাটক অনেক মানুষই দেখে এখন, অনেকের সাথেই রাস্তায়, বাজারে, বাসে, দোকানে বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে দেখা হয়, কথা হয়, নাটকের ভালোলাগা শেয়ার হয়, ছবি তোলা হয়। অনেকে জোর করে চা খাইয়ে তৃপ্ত হন। 🙏
কিন্তু ছবিতে যে দু'জন ক্ষুদে ভক্তকে দেখা যাচ্ছে তারা আমার কাছে এখন পর্যন্ত স্পেশাল। ❤️
আমরা দুজন এক সংক্ষিপ্ত সফরে গত শুক্রবার (৩১/১০/২০২৫) গ্রামের বাড়ি যাচ্ছিলাম। কল্যানপুর ন্যাশনাল কাউন্টারে বসে বাসের অপেক্ষায় ছিলাম কিছুক্ষণ। স্বাধীন শাহ্ কিছুটা সময়ের জন্য কাউন্টারের বাহিরে গিয়েছিলো চিপস, কোক এইসব কিনার জন্য। এতেই দুই ক্ষুদে ভক্ত তার পিছু নেয়। কাউন্টারের দরজার বাহির দাঁড়িয়ে কখনো উঁকি দিয়ে আমাদের দেখছে, আবার পানি খাওয়ার ছলে এসে কিছুটা কাছ থেকে দেখার চেষ্টা করেছে, অন্যান্যদের বলছে উনারা নাটক করে আর সে কি অসাধারণ মিষ্টি হাসি ঠোঁটের কোনায়!!!
তারপর আমরা যখন ছোট বাসে করে কল্যানপুর পাম্পে অপেক্ষারত ন্যাশনাল গাড়িতে উঠতে যাচ্ছি তখন তারা শেষবারের মতো দেখাটা দেখে যাচ্ছে আপ্রাণ চেষ্টায়।
কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল নাটক প্রিয় মানুষের প্রতি। আপনাদের ভালোবাসা সত্যিই জন্মকে সার্থক করে দেয় বারবার। 🙏🙏
আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️

01/11/2025

টাটকা লাউ শাক কে কে খাবেন বলেন 🥰

31/10/2025

কোন কথা হবে না শুধু চলে যাওয়া

31/10/2025

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক ❤️

30/10/2025

থিয়েটার আর্ট ইউনিট এর ৩৪ বছর পদার্পন উপলক্ষে প্রদর্শিত নাটক- বলয়

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️বলুন তো এখানের কোন হাসিটা নাটকে ব্যবহার করবো? 🥰😍
30/10/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️
বলুন তো এখানের কোন হাসিটা নাটকে ব্যবহার করবো?
🥰😍

Address

Kazi Nujrul Islam Road, Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroja Azam Sweety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afroja Azam Sweety:

Share