02/11/2025
কি চমৎকার কৌতুহলী দৃষ্টিতে অপলক চেয়ে থাকা নাম না জানা দুজন ভালোবাসার শিশু।❤️🙏
তারা আমাদের নাটক দেখে নিয়মিত, তারা আমাদের ভালোবাসে। আমাদের নাটক অনেক মানুষই দেখে এখন, অনেকের সাথেই রাস্তায়, বাজারে, বাসে, দোকানে বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে দেখা হয়, কথা হয়, নাটকের ভালোলাগা শেয়ার হয়, ছবি তোলা হয়। অনেকে জোর করে চা খাইয়ে তৃপ্ত হন। 🙏
কিন্তু ছবিতে যে দু'জন ক্ষুদে ভক্তকে দেখা যাচ্ছে তারা আমার কাছে এখন পর্যন্ত স্পেশাল। ❤️
আমরা দুজন এক সংক্ষিপ্ত সফরে গত শুক্রবার (৩১/১০/২০২৫) গ্রামের বাড়ি যাচ্ছিলাম। কল্যানপুর ন্যাশনাল কাউন্টারে বসে বাসের অপেক্ষায় ছিলাম কিছুক্ষণ। স্বাধীন শাহ্ কিছুটা সময়ের জন্য কাউন্টারের বাহিরে গিয়েছিলো চিপস, কোক এইসব কিনার জন্য। এতেই দুই ক্ষুদে ভক্ত তার পিছু নেয়। কাউন্টারের দরজার বাহির দাঁড়িয়ে কখনো উঁকি দিয়ে আমাদের দেখছে, আবার পানি খাওয়ার ছলে এসে কিছুটা কাছ থেকে দেখার চেষ্টা করেছে, অন্যান্যদের বলছে উনারা নাটক করে আর সে কি অসাধারণ মিষ্টি হাসি ঠোঁটের কোনায়!!!
তারপর আমরা যখন ছোট বাসে করে কল্যানপুর পাম্পে অপেক্ষারত ন্যাশনাল গাড়িতে উঠতে যাচ্ছি তখন তারা শেষবারের মতো দেখাটা দেখে যাচ্ছে আপ্রাণ চেষ্টায়।
কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল নাটক প্রিয় মানুষের প্রতি। আপনাদের ভালোবাসা সত্যিই জন্মকে সার্থক করে দেয় বারবার। 🙏🙏
আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️