06/08/2023
পুরুষোত্তম মাস মাহাত্ম্য
পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে– "এই পুরুষোত্তম মাসে কেউ যদি একবার গঙ্গায় স্নান করে তাহলে তিনি একনাগাড়ে ১২ বছর গঙ্গায় স্নান করার ফল পাবে। অর্থাৎ ৪ হাজার ২৭২ বার গঙ্গায় স্নান করার ফল পাবে।" চিন্তা করুন পুরুষোত্তম মাসে কেবলমাত্র একবার গঙ্গায় স্নান করলে এই ফল পাওয়া যায়। তাহলে ভগবানের দিব্য নাম কেউ যদি ঐকান্তিকতার সহিত গ্রহণ করে, কেউ যদি বৈষ্ণব সেবা করে, ভগবানের সামনে আসে ভগবানকে আরতি করে, ভগবানকে দর্শন করে, চারণামৃত গ্রহণ করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কোন কিছু ত্যাগ করে, ধাম দর্শন করে, গঙ্গায় স্নান করে। সে যে কি ফল পাবে, কি যে অজ্ঞাত সুকৃতি পাবে ভগবানের যে বিশেষ কৃপা পাবে, তার হিসাব আমাদের মানবের পক্ষে করা সম্ভব নয়।
তাহলে আমরা কেন করব না? এই পুরুষোত্তম মাসে যদি বিশেষভাবে ভগবদ্ভক্তিতে আমরা নিয়োজিত হওয়ার মাধ্যমে যদি ভগবদ্ভক্তিতে বেশি করে অগ্রগতি লাভ করতে পারি তাহলে কেন গ্রহণ করবো না? আমরা এই জীবনে যদি সেই রকম আচরণ করি ভগবানের নির্দেশ মত এই জীবনে কিন্তু আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি সেটা নির্ভর করছে আমাদের উপর। জীবনে পরিবর্তন আনুন অনুকূল পরিবর্তন, ভালো পরিবর্তন, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করি।
আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি এই মানব জীবন পেয়েছেন ভগবানের দিব্য নাম কে ত্যাগ করবেন না হরিনামকে গ্রহণ করুন আদরে গ্রহণ করুন। না হলে কিন্তু আফসোস করার সময় থাকবে না আফসোস করার সুযোগ পাবেন না। যখন হরিনাম গ্রহণ করার সুযোগ আমরা পাচ্ছি কেন গ্রহণ করবো না? বিশেষ করে এটা হচ্ছে পুরুষোত্তম মাস। একমালা হরিনাম জপ করতে ৮ থেকে ১০ মিনিটের বেশি সময় লাগে না, দিনে ২৪ ঘন্টা তো ২৪ ঘন্টার মধ্যে ভগবানকে ১০ মিনিট দিতে পারি না আমরা? এত ব্যস্ত ?
শ্রদ্ধার সহিত হরিনামকে গ্রহণ করুক নাচতে নাচতে ভবসমুদ্র পার হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
~শ্রীপাদ নাড়ু-গোপাল দাস প্রভু
গৌর-কথা ইসকন আসানসোল ২৯ সে জুলাই
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
শ্রীশ্রী রাধামাধব কি জয়
শ্রীল প্রভুপাদ কি জয়
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি জয়
শ্রীপাদ নাড়ুগোপাল দাস প্রভু কি জয়
হরে কৃষ্ণ 🌷🌷🌷🙏🙏🙏🥰🥰🥰