বকবকানি

বকবকানি মনের অব্যক্ত কথামালা নিয়েই আমাদের "বকবকানি"

😊
21/10/2025

😊

অলির ও কথা শুনে বকুল হাসে;কই তাহার মত তুমি আমার কথা শুনেহাসো না তো!ধরার ও ধুলিতে যে ফাগুন আসে;কই তাহার মত তুমি আমার কাছে...
18/10/2025

অলির ও কথা শুনে বকুল হাসে;
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো!
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে;
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।

বিবাহ শুধু একটি মৌখিক বন্ধন নয়। বিবাহ হলো একজনের সাথে অন্যজনের রক্তের ন্যায় দৃঢ় বন্ধন।~মিনহাজ উদ্দিন
12/10/2025

বিবাহ শুধু একটি মৌখিক বন্ধন নয়। বিবাহ হলো একজনের সাথে অন্যজনের রক্তের ন্যায় দৃঢ় বন্ধন।

~মিনহাজ উদ্দিন

10/09/2025

সব সময় মনে রাখবেন, Happy Wife=Happy Life😜
Wife কে খুশী রাখেন জীবন সুখময় হবে।
😁

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ। পুরুষ শিক্ষক মেয়েদের শা...
22/07/2025

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

পুরুষ শিক্ষক মেয়েদের শাড়ি ব্লাউজ পরে নাচছে। নারী শিক্ষক তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভট নাচানাচি করছে৷
স্বামী-স্ত্রী শোবার ঘরে রাতের পোশাক পরে দুজন আহ্লাদী সংলাপ দিয়ে মানুষের মনোযোগ নেয়ার চেষ্টা করছেন।

এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানেরা ম্যাচিং করে পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন, পোশাকটা অনেকের কাছে আনস্মার্ট বা হাস্যকর লেগেছে আর ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেই পোস্ট ভাইরাল। কার পোস্টে কার সম্মান ভূলুন্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই।

প্র‍্যাঙ্ক ভিডিওর নামে আচমকা মানুষকে বিব্রত করছে অনেকে৷ সেই বিব্রতকর নিষ্পাপ চেহারা নিয়ে অনেকে হা হা রিয়্যাক্টে বন্যা বইয়ে দিচ্ছে।
কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ভালো কথা। কিছু অর্থ বাড়তি উপার্জন হলে তো সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আপনি যেটাতে বিশেষ পারদর্শী, সেটা যদি রুচির মধ্যে থেকে ঝড় তুলে ফেলেন, সেটাই তো সার্থকতা।

আমাদের অনুভূতির সীমা-পরিসীমা সম্পর্কে আমাদের যথাযথ ধারণা খুব জরুরি, খুব।

লেখা Lutfor Hasan

সাধারণত পোড়া রোগীর রক্ত লাগে ২৪ঘন্টা পর থেকে। কালকে যখন রক্ত কালেকশন হচ্ছিলো সেটা ১০০% ঠিক ছিলো কারন যেকোনো ট্রাজেডিতে প...
22/07/2025

সাধারণত পোড়া রোগীর রক্ত লাগে ২৪ঘন্টা পর থেকে। কালকে যখন রক্ত কালেকশন হচ্ছিলো সেটা ১০০% ঠিক ছিলো কারন যেকোনো ট্রাজেডিতে প্রথম যে রেসপন্স পাওয়া যায় পরে কিছুটা কমে যায়।
বার্ন ইউনিটে আপাতত পর্যাপ্ত রক্ত আছে। কালকে কালেকশন করে রাখা হইছে। তবে এই সপ্তাহে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকবে হয়তো।
হাত পা শরীর কাজ করছেনা ,কেমন যে লাগছে বোঝানো যাবেনা। আহা জুলাই গত জুলাইয়েও এমনই লাগছিলো। বুকটা হাহাকার করছে। মনে হচ্ছে আমার ওজন ১০০ /২০০ কেজি। আমি উঠতে পারছিনা ,কথা বলতে পারছিনা। ওদের মায়েদের কেমন লাগছে? আল্লাহ রহম করো তুমি।
আহারে কলিজার টুকরোগুলো ছাড়া এই বাবা মা কিভাবে বাঁচবে। আহারে জীবন। আমার মাথা এমন করছে ,চারপাশ অন্ধকার লাগছে। মনে হয় আমিও এখন মরে যাবো। আহারে বাচ্চারা, আমার সোনামনিরা। আমাদের মাফ করো আল্লাহ।

ডাঃ মাহমুদা মিতু

আমি গোলামি করতে আসি নাই। ~হাসনাত আব্দুল্লাহ
08/07/2025

আমি গোলামি করতে আসি নাই। ~হাসনাত আব্দুল্লাহ

🙃
28/06/2025

🙃

21/06/2025
কয়টি মুরগী আছে?
21/06/2025

কয়টি মুরগী আছে?

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801757805166

Alerts

Be the first to know and let us send you an email when বকবকানি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বকবকানি:

Share