Village of Bangladesh

Village of Bangladesh গ্রামীন জীবনযাত্রা, প্রকৃতি, সংস্কৃত, চরের জীবন, ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক নিদর্শন,ইতিহাস সম্বলিত ঘটনা

12/08/2025

বাংলার কৃষক।।নিজের তৈরী মাতুল মাথায় দিয়ে এই রোদের মধ্যেও কাজ করে যাচ্ছেন ।। তারা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল ফলাই বলেই আমরা খাবার পাই || Farmers of Bengal..They are working in this hot weather wearing their own homemade masks..They grow crops despite the sun, rain and storms, so we get food.

12/08/2025

বিলের গহীনে মাঝির কণ্ঠে অসম্ভব সুন্দর গান || An incredibly beautiful song sung by the fisherman in the depths of the beel.

08/08/2025

হাসাইগাড়ি বিল এখন হয়ে উঠেছে জনপ্রিয় টাঙ্গুয়ার হাওর || Hasaigari Beel has now become a popular Tanguar Haor

06/08/2025

যমুনা নদীর তীরে সুজাতপুর চরের মানুষের জীবনযাত্রা বেশ কঠিন। এখানকার মানুষ প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে। নদী ভাঙন, বন্যা, দারিদ্র্য, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তাদের নিত্যদিনের সঙ্গী। যমুনার ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি বিলীন হয়ে যাওয়ায় অনেকেই উদ্বাস্তু জীবনযাপন করছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
জীবনযাত্রার চিত্র:
নদী ভাঙন:
যমুনা নদীর ভাঙনে প্রতি বছর বহু মানুষ তাদের ঘরবাড়ি ও জমি হারান। ভাঙন আতঙ্কে দিন কাটান চরাঞ্চলের মানুষ।

20/07/2025

বাংলাদেশ ও ভারত সীমান্তে ধরলা নদীর তীরে গুড় তৈরি রহস্য কী???

ধরলা নদীর তীরে আখ থেকে গুড় তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো বিদ্যমান। স্থানীয় কৃষকরা সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আখ থেকে গুড় তৈরি করে থাকে। এই সময়টায় ধরলা নদীর চরের কৃষকরা আখ মাড়াই করে গুড় তৈরি করার কাজে ব্যস্ত থাকেন।
ধরলা নদীর তীরে আখ থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি সাধারণত এইরকম:
১. প্রথমে আখ সংগ্রহ করে তা মাড়াই করে রস বের করা হয়।
২. এরপর, একটি বড় পাত্রে রস নিয়ে তা জ্বাল দেওয়া হয়।
৩. রস গরম করার সময় তা ক্রমাগত নাড়াচাড়া করা হয়, যাতে তলায় লেগে না যায়।
৪. ধীরে ধীরে রস ঘন হতে শুরু করে এবং রং গাঢ় বাদামী হয়ে আসে।
৫. যখন রস একটি নির্দিষ্ট ঘনত্ত্বে পৌঁছায়, তখন তা নামিয়ে ঠান্ডা করা হয়।
৬. ঠান্ডা হওয়ার পর এই ঘন রসই গুড় হিসেবে পরিচিত।
৭. এই গুড় স্থানীয়ভাবে বিক্রি করা হয় অথবা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
এই পদ্ধতিতে তৈরি গুড় স্থানীয়ভাবে "দানাগুড়" নামে পরিচিত এবং এটি বেশ সুস্বাদু হয়ে থাকে।

আর কিছুদিন পর দেখা যাবে পিঠা উৎসব।। কার পছন্দের পিঠা কোনটা।।।😋😋
19/07/2025

আর কিছুদিন পর দেখা যাবে পিঠা উৎসব।। কার পছন্দের পিঠা কোনটা।।।😋😋

10/07/2025

২০২৫ সালে এসএসসি শিক্ষার্থীদের মধ্য ফেইলের সংখ্যা ৬ লাখ ৬৬০ জন।

02/07/2025

বগুড়ার মিনি রাতারগুল খ্যাত ভদ্রাবতী নদী || Bhadrabati River, famous for its mini ratargul in Bogra ||বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী নদীকে মিনি রাতারগুল বলা হয়। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের কারণে অনেকে একে রাতারগুল-এর সাথে তুলনা করেন।
ভদ্রাবতী নদীর নামকরণ নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে। কথিত আছে, সেন বংশের শেষ রাজা অচ্যিন্ত কুমারের কন্যা ভদ্রাবতীর নামানুসারে এই নদীর নামকরণ করা হয়েছে। আগে বর্ষাকালে এই নদী পানিতে ভরে থাকত, তবে এখন আগের মতো ভরা যৌবন না থাকলেও এর সৌন্দর্য মুগ্ধ করার মতো।
বিশেষ করে, মুরাদপুর বাজারের কাছে ভদ্রাবতী নদীর দৃশ্য অনেক পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, নদীর দুপাশের গাছপালা এবং শান্ত পরিবেশ মিনি রাতারগুলের অনুভূতি এনে দেয়। ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নদীর সৌন্দর্য ছড়িয়ে পড়লে অনেকে এখানে ভ্রমণে আসছেন।
বগুড়ায় রাতারগুলের সৌন্দর্য
ভদ্রাবতী নদী বগুড়ার একটি অন্যতম দর্শনীয় স্থান এবং মিনি রাতারগুল নামে পরিচিতি লাভ করেছে।

25/06/2025

এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।

24/06/2025

মানুষের জীবন....

20/06/2025

নওগার রবীন্দ্র কাচারী বাড়ি: যেখানে রবীন্দ্রনাথের ধ্বনি আজও প্রতিধ্বনিত হয় || আত্রাই নওগাঁ |

Address

Majhira, Shajahanpur, Bogura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Village of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village of Bangladesh:

Share

Category