Aakash Vlogs

Aakash Vlogs স্বাগতম আমার পেজে আসার জন্য 🥀
পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ 🥰

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
02/08/2025

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে, উনি কখনো বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃ*ত্যুর পর ক*বরের আ*জাব, হাশরের মাঠ পুলসিরাত, জা*ন্নাত -জা*হা'ন্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘু*ষ, সু*দ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অ'বৈধ প্রেম, ভালোবাসা, প*রকীয়া, শি*রক ও বি*দআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।

লেখা- সংগৃহীত

Copy post

24/06/2025

গাইবান্ধা উত্তর গিদারী প্রদানের বাজার ১নং ওয়ার্ড বারো ডিগ্রি হাজারী পারা নিরর্বাসী মোঃ হায়দার আলীর,মেয়ের বিয়ের প্রোগ্রামে খাওয়ানোর সময়, খাওয়া নিয়ে বর পক্ষের সঙ্গে মেয়ে পক্ষের একটা হট্টগোল সৃষ্টি হয়। সেখানে ঝামেলাটা অনেক বড় ধরনের হয়ে যায়। মেয়ের জেটো ছায়দার আলী বরপক্ষের আঘাতে গুরুতর আহত হয়। ততক্ষণে তাকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। গ্রামবাসী এখন পর্যন্ত কোন, উদ্বোধন প্রশাসন, তৎপরতা দেখল না 😅💔

25/04/2025

বাড়ি আমার দাড়িয়ে পড়ে রে। এক কথায় অসাধারণ একটা গান। দারিয়াপুর সংস্কৃতি অনুষ্ঠান বাৎসরিক।

02/02/2025

মধুর কন্ঠে নাবির শানে গজল। প্রতিবন্ধী আলামিনের কন্ঠে। অসাধারণ। সবাই ভিডিওটা শেয়ার করবেন।

30/01/2025

রাসূল আমার স্বপ্ন শুধু।

হাফেজ আল আমিনের কন্ঠে অসাধারণ একটা নাসিদ।

23/12/2024

11,নং গিদারি ইউনিয়ন, কৃষক দলের মত বিনিময় সভা।
উপস্থিত গাইবান্ধা সদর থানার কৃষক দলের। আহবায়ক মোঃ আবু তাহের সরকার।
1.সদস্য সচিব মোঃ বুলবুল আহমেদ।
2, যুগ্ন আহবায়ক মধু ভাই ও জুলফিকার আলী সাজু ভাই। এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিতো করেন জনাব মোঃ মাসুদ রানা ভাই। সভাপতি। ১১ নং গেদারি ইউনিয়ন। বিএনপি।
আর বক্তব্য রাখেন, জনাব মোঃ আনিসুর রহমান। সম্ভাব্য আব্বায়ক কৃষক দল ১১ নং গিধারী ইউনিয়ন শাখা। আরো বক্তব্য রাখেন।

মোহাম্মদ শামসুজ্জামান ইটুল ভাই। সম্ভাব্য সদস্য সচিব কৃষক দল 11 নং দিদারী ইউনিয়ন শাখা।।

আরো বক্তব্য রাখেন কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দরা।

11/12/2024

কুয়াশা সকাল।

06/12/2024
ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  ...
19/09/2024

ফজলুল হক বাসী,,,,,উনি চোর ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়!
এই অবস্থা আপনি আমি ও পাগল হয়ে যেতাম !
শোকে কষ্ট সে পাগল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! মরণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পোড়া পাগলা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!
পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চোর বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মারলেন!
পাগলের উপর শরীয়ত নাই!
এই নিষ্পাপ পাগল টারে এতো এতো কষ্ট দিয়া মারা হলো!!!! ও আল্লাহ তুমি ও কেমনে সহ্য করলা!!
ভাইটার তাজা প্রান ছিনিয়ে নিলো!
© লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ থেকে কপি করা💝

26/08/2024

ভারত এর মুসলিম রা ভালো নেই🤲😭😭

আল্লাহ্ তাদের কে রক্ষা করুন।🤲

মানলাম তোমাদের দেশে অতি বৃষ্টি হয়েছে। তোমাদের দেশে বন্যা ঠেকাতে ৩০ বছর পর বাঁধ খুলে দিয়েছ। এই টুকু পর্যন্ত আমার কোন আপত্...
23/08/2024

মানলাম তোমাদের দেশে অতি বৃষ্টি হয়েছে। তোমাদের দেশে বন্যা ঠেকাতে ৩০ বছর পর বাঁধ খুলে দিয়েছ। এই টুকু পর্যন্ত আমার কোন আপত্তি নেই। তোমাদের দেশের স্বার্থে এটা তোমরা করতেই পার। আমার দেশে হলে আমিও এটাই করতাম।

কিন্তু তোমরা ত বন্ধু দাবী করা দেশ। তোমরা কি পারতে না বাঁধ খোলার আগে অন্তত একটু সতর্ক করতে?
তাতে অন্তত আমার দেশের মানুষগুলো তাদের শেষ সম্বল টুকু নিয়ে নিরাপদ জায়গায় সড়ে যেতে পারত। রাতের আধারে কেন বাঁধ খুলে দিলে?
কেন আমার দেশের লাখ লাখ ঘুমন্ত মানুষকে বান বাসী করলে?

এই তোমাদের বন্ধুত্ব..!!!ভবিষ্যতে তোমাদের চরম মূল্য দিতে হবে এর প্রতিদান আমরা যাতে বাঙালি এত সহজে ভুলে যাব না

18/08/2024

এতোগুলো তাজা প্রাণ হারানোর চেয়ে "ম্যাডাম" হারানোর শোক যাদের কাছে বেশি তারা মূসা আ: যুগে জন্মালেও ফেরাউনের জন্য শোক করতো।😭🫵🫵

Address

Gaibandha
Dhaka
570

Alerts

Be the first to know and let us send you an email when Aakash Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aakash Vlogs:

Share

Category