গুড বাংলাদেশ

গুড বাংলাদেশ নিজেকে সবসময় পজিটিভ এবং মন প্রফুল্ল রাখতে "গুড বাংলাদেশ" - এর সাথেই থাকুন।

তবে তাই হোক তবে তাই হোক - ফুলে ফুলে সাজানো নতুন এক বাংলাদেশ!তবে তাই হোক.........🇧🇩
08/08/2024

তবে তাই হোক
তবে তাই হোক - ফুলে ফুলে সাজানো নতুন এক বাংলাদেশ!
তবে তাই হোক.........🇧🇩

বিরল ও অসম্ভব সুন্দর এ নতুন বাংলাদেশ। কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছে বারিধারা মাদরাসার শিক্ষার্থীরা ও জেন...
08/08/2024

বিরল ও অসম্ভব সুন্দর এ নতুন বাংলাদেশ।
কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছে বারিধারা মাদরাসার শিক্ষার্থীরা ও জেনারেল স্টুডেন্টরা।

সকল স্তরের মানুষের কাছে অনুরোধ করছি - যে যার যার জায়গা থেকে তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা।

ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, সংসদ ভবন সহ পুরো দেশ পরিস্কারের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা, দেশের প্রতিটি মন্দির দেখার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা....!
ভাই তোরা এত জোশ কেমনে হইলি!
স্যালুট তোমাদের!!

তোমরাই আগামীর নতুন বাংলাদেশ 🇧🇩 - তোমরাই বাংলার বাঘ 🐅!

  🇧🇩🎓
17/07/2024

🇧🇩🎓

সাকিব আল হাসান প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১০০ টি আন্তর্জাতিক ৫০ এর স্কোর করার ইতিহাস তৈরি করেছেন, তিনি ১৯ তম খেলোয...
17/06/2024

সাকিব আল হাসান প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১০০ টি আন্তর্জাতিক ৫০ এর স্কোর করার ইতিহাস তৈরি করেছেন, তিনি ১৯ তম খেলোয়াড় হিসাবে এই মাইলফলক অর্জনের জন্য একটি আন্তর্জাতিক এলিট গ্রুপের অংশ হয়েছেন।

#গুডবাংলাদেশ

টাইগাররা ঈদে দারুন একটি উপহার দিলো বাংলাদেশের মানুষদের। নেপালের বিপক্ষে ২১ রানের দুর্দান্ত জয়ে বাংলাদেশ এখন সুপার ৮ এ! ...
17/06/2024

টাইগাররা ঈদে দারুন একটি উপহার দিলো বাংলাদেশের মানুষদের। নেপালের বিপক্ষে ২১ রানের দুর্দান্ত জয়ে বাংলাদেশ এখন সুপার ৮ এ! প্লেয়ার অব দ্যা ম্যাচ - Tanzim Hasan Sakib(BAN)।
#গুডবাংলাদেশ

       #গুডবাংলাদেশ
13/06/2024

#গুডবাংলাদেশ

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা চারব...
05/06/2024

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল। চারবারই বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন।
২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সব ক’টি শিরোপাই নিজেদের কাছে রাখল লাল-সবুজের দল।
১২ দল নিয়ে মাঠে গড়ানো এই আসরে গ্রুপপর্বে বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দলকে। গ্রুপ পর্বের দাপট ফাইনালেও ধরে রা১২ দল নিয়ে মাঠে গড়ানো এই আসরে গ্রুপপর্বে বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দলকে। গ্রুপ পর্বের দাপট ফাইনালেও ধরে রাখে বাংলাদেশ দল।

#গুডবাংলাদেশ #খেলারখবর

আশিক চৌধুরী শুভ্র, পেশায় একজন ব্যাংকার ‌হলেও তিনি নিজেকে স্পোর্টসম্যান কিংবা স্কাইডাইভার হিসেবেই পরিচয় দিতে বেশি সাচ্ছ...
27/05/2024

আশিক চৌধুরী শুভ্র, পেশায় একজন ব্যাংকার ‌হলেও তিনি নিজেকে স্পোর্টসম্যান কিংবা স্কাইডাইভার হিসেবেই পরিচয় দিতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন।

বিবাহিত, দুটি সন্তান সহ বয়স প্রায় চল্লিশের কোঠায় পৌঁছালেও তার মনের বয়স যেন আঁটকে গেছে সেই শৈশবের দুরন্তপনায়! আকাশে আকাশে পাখির মতো উড়ে বেড়ানোতেই তার যেন আনন্দ, মনের খোরাকের পূর্ণতা!

তাই এবার নিজের মাতৃভূমির পতাকা-ই সঙ্গী করে ৪২ হাজার ফিট ওপর থেকে দিয়েছেন সেই দুঃসাহসিক ঝাঁপ।
যার স্পীড ছিল ৩২০ কিমি/ঘন্টা! যা আকাশে‌ এই প্রথম কোন বাংলাদেশীর দুঃসাহসিক অভিযান। সাথে গড়েছেন বিশ্ব রেকর্ডও। বাংলাদেশের গর্ব, প্রিয় আশিক চৌধুরী, অভিনন্দন জানাই আপনাকে - বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে, বাংলাদেশকে এমন উচ্চতা নিয়ে যাওয়ার জন্য!

🎥 ভিডিও লিংক কমেন্টে

ধন্যবাদ | গুড বাংলাদেশ 🇧🇩
#গুডবাংলাদেশ

"ক্যানসার" চিকিৎসায় কেমোথেরাপির দুর্দান্ত সফলতায় বাংলাদেশ! 🇧🇩ক্যান্সারের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি একটি বহুল...
23/05/2024

"ক্যানসার" চিকিৎসায় কেমোথেরাপির দুর্দান্ত সফলতায় বাংলাদেশ! 🇧🇩

ক্যান্সারের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি একটি বহুল ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি। কেমোথেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি - যেটি শরীরের ক্ষতিকারক ক্যান্সার কোষগুলোকে যতটা সম্ভব খুঁজে বের করে ধ্বংস করে এবং ভালো কোষগুলোকে যতটা সম্ভব কম ধ্বংস করে। কেমোথেরাপি তখনই দেয়া হয়, যখন ডাক্তাররা মনে করেন যে, ক্যান্সারের সেল শরীরের একাধিক জায়গায় আছে।

#ক্যানসার #কেমোথেরাপি #চিকিৎসা #বাংলাদেশ #গুডবাংলাদেশ

"পঞ্চব্রীহি" ধান - এক অনন্য উদ্ভাবনের নাম! 🇧🇩সম্প্রতি এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের-ই বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আ...
08/05/2024

"পঞ্চব্রীহি" ধান - এক অনন্য উদ্ভাবনের নাম! 🇧🇩
সম্প্রতি এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের-ই বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’!

যে ধান একবার রোপণে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। এই পাঁচ প্রকার ধান হলো বোরো একবার, আউশ দুবার ও আমন দুবার। অর্থাৎ তিন মৌসুমে বা বছরজুড়েই ধান দেবে এই গাছ। তিনি উদ্ভাবিত এই ধানগাছের নাম দিয়েছেন ‘পঞ্চব্রীহি’।

পঞ্চ মানে ‘পাঁচ’ আর ব্রীহি মানে ‘ধান’।
বিশিষ্ট জিনবিজ্ঞানী ‘আবেদ চৌধুরী’ - কে শুভ কামনা!!!

এনারাই আমাদের রত্ন, আমাদের প্রকৃত গর্ব! ❤️

(তথ্যসূত্র: জাতীয় দৈনিক পত্রিকাগুলো)
#পঞ্চব্রীহি #ধান #বাংলাদেশ #উদ্ভাবন #গুডবাংলাদেশ

Address

Mediagoli, 21 Eskaton Road Dhaka, Dhaka Division
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when গুড বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুড বাংলাদেশ:

Share