মাকতাবাতুল ইত্তিহাদ

মাকতাবাতুল ইত্তিহাদ কুরআন-সুন্নাহ সমন্বয়ে ইত্তিহাদ গণমান

• কেন এই স্টুডেন্ট অফার? পাঠকদের নিকট ইত্তিহাদ পাবলিকেশনের দুটি সিরিজ সবচেয়ে কাঙ্ক্ষিত ও প্রিয়; একটি হলো মুসলিম উম্মাহর ...
09/06/2025

• কেন এই স্টুডেন্ট অফার?

পাঠকদের নিকট ইত্তিহাদ পাবলিকেশনের দুটি সিরিজ সবচেয়ে কাঙ্ক্ষিত ও প্রিয়; একটি হলো মুসলিম উম্মাহর ইতিহাস, দ্বিতীয়টি সিয়ারুস সাহাবা। কিন্তু কলেবরে বড় হওয়ায় সিরিজ দুটির দামও অনেক পাঠকের জন্য নাগালের বাইরে। যার কারণে স্বাভাবিকভাবে ইচ্ছে বা আগ্রহ থাকলেও শখের সিরিজ দুটি আমাদের প্রিয় পাঠকরা সংগ্রহ করতে পারেন না। বলা বাহুল্য, প্রিয় পাঠকদের এই শ্রেণির অধিকাংশই ছাত্র।

তাই প্রিয় পাঠকরা যাতে ইতিহাস ও সাহাবিদের জীবনকে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পায়, সেই লক্ষ্য সামনে রেখে আমরা কেবল দুটি সিরিজে 'স্টুডেন্ট অফার' নিয়ে হাজির হয়েছি। শুধু তা-ই নয়, এ অফারের সময়সীমাও বেশ দীর্ঘ করা হয়েছে; যাতে পাঠকগণ প্রস্তুতি সম্পন্ন করেও সিরিজ দুটি সংগ্রহ করতে পারেন।

• সিরিজ দুটি সংগ্রহ করা কি খুব জরুরি?

আন্তর্জাতিক রাজনীতি এবং বিদ্যমান বৈশ্বিক সংকটে মুসলমানরা যেন নাচের পুতুল হয়ে দাঁড়িয়েছে। একশ্রেণির নামধারী মুসলিম গোটা উম্মাহকে নিয়ে সওদা করছে কাফেরের সাথে। একইসাথে চলছে সভ্যতা-সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ। এমন সময়ে যদি আমরা আমাদের ইতিহাস এবং সর্বকালের সেরা উম্মাহর জীবন সম্পর্কে সবিস্তারে না জানি, ইতিহাসের আলোকে নিজেদের ভবিষ্যত বিনির্মাণে এগিয়ে না আসি, তাহলে আদর্শ ও চেতনার দিক দিয়ে আমরা যে অ্যাটাকের সম্মুখীন হব—সেটা কোনো অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না।

তাই সকল পাঠক—বিশেষ করে ছাত্রসমাজ যেন সর্বোচ্চ ছাড়ে এ সিরিজ দুটি নিজের টেবিলে রাখতে পারে, তাদের জন্যই আমাদের এ আয়োজন ও পরিকল্পনা। সামনে কখনও এত স্বল্পমূল্যে সিরিজ দুটো পাওয়া যাবে, এর নিশ্চয়তা খুবই ক্ষীণ।

* সুতরাং ৬০% মূল্যছাড়ে মুসলিম উম্মাহর ইতিহাস ও সিয়ারুস সাহাবা সংগ্রহ করুন।
* অফার শুরু হবে আগামী ১০ই জুন।
* অফার চলবে আগামী ৬ই জুলাই পর্যন্ত ইনশাআল্লাহ।
* মাঝখানে ঈদুল আজহার ছুটি থাকায় বই ডেলিভারি শুরু হবে ১৫ই জুন থেকে অর্থাৎ মার্কেট খোলার পর পরই।

অথবা বিস্তারিত জানতে কল করুন,
01979764926
01843984984
(সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত)

৬০% ছাড়ে মুসলিম উম্মাহর ইতিহাসের মূল্য :
দাওয়াহ সংস্করণ : ৩২০০ টাকা
উন্নত সংস্করণ : ৪৩২৪ টাকা

৬০% ছাড়ে সিয়ারুস সাহাবার মূল্য : ৪৪৩৬ টাকা

আর দেরি কেন, প্রস্তুতি নিন, সর্বোচ্চ মূল্যছাড়ে সংগ্রহ করুন প্রিয় সিরিজ দুটি।

আমাদের ঈদ-পরবর্তী কার্যক্রম শুরু হবে ৫ই এপ্রিল, ২০২৫ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সকলের ঈদকে আনন্দমুখর করুন। ঘরে-বাইরে...
29/03/2025

আমাদের ঈদ-পরবর্তী কার্যক্রম শুরু হবে ৫ই এপ্রিল, ২০২৫ থেকে ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা সকলের ঈদকে আনন্দমুখর করুন। ঘরে-বাইরে সকলকে নিরাপদে রাখুন।

আলহামদুলিল্লাহ জাওয়াহিরুল ফাতাওয়া ১-৫ খণ্ড নতুন মুদ্রন এসেছে। মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.-এর প্রায় ৫০ বছরের প্রদত্...
15/07/2024

আলহামদুলিল্লাহ
জাওয়াহিরুল ফাতাওয়া ১-৫ খণ্ড নতুন মুদ্রন এসেছে।

মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.-এর প্রায় ৫০ বছরের প্রদত্ত ফাতাওয়া থেকে সুনির্বাচিত সংকলন জাওয়াহিরুল ফাতাওয়া। ৫ খণ্ডের এই সংকলন ফিকহ ও ফাতাওয়ার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অনন্য পাথেয় হতে পারে।

বিক্রয় মূল্য: ২২০০৳

বিস্তারিত জানতে বইটি পড়ুন।
12/07/2024

বিস্তারিত জানতে বইটি পড়ুন।

বাৎসরিক ৬০% অফারে ইতিমধ্যে বেস্টসেলার সিরিজ খেতাব পেয়েছে—মুসলিম উম্মাহর ইতিহাস। নতুন করে যারা ইতিহাস অর্ডার করতে চাচ্ছেন...
07/02/2024

বাৎসরিক ৬০% অফারে ইতিমধ্যে বেস্টসেলার সিরিজ খেতাব পেয়েছে—মুসলিম উম্মাহর ইতিহাস। নতুন করে যারা ইতিহাস অর্ডার করতে চাচ্ছেন, নতুন মুদ্রণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বই যখনই পান, ৬০% অফারটি কনফার্ম করুন দ্রুত। অফার চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজনৈতিক ব্যবস্থাপনা হচ্ছে ইসলামের অন্যতম উত্তরাধিকার। একে অতীত ইতিহাস বা প্রাচীন-সমাজনীতি মনে করার অবকাশ নেই; বরং ইসলাম...
12/01/2024

রাজনৈতিক ব্যবস্থাপনা হচ্ছে ইসলামের অন্যতম উত্তরাধিকার। একে অতীত ইতিহাস বা প্রাচীন-সমাজনীতি মনে করার অবকাশ নেই; বরং ইসলামের একটি রেখে যাওয়া আমানত হিসেবে দেখতে হবে। এর ওপর আমল করা জরুরি। এর মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার। যাতে উম্মাহ তার সম্মান ও মর্যাদার আসন ফিরে পায়। খুঁজে পায় হারানো শক্তি। জাগিয়ে তুলতে পারে সমাজকে। যেমনটি বলেছেন সাইয়্যেদ কুতুব শহিদ রহ.,

'বর্তমান অবস্থার উপশম এর মধ্যে নয় যে, দীনকে শুধু ইবাদতখানায় সীমাবদ্ধ রেখে ফরাসিদের নীতি অনুসরণ করে চলব। তাদের সভ্যতা থেকে আইন-কানুন গ্রহণ করব। অথবা পশ্চিমা রাজনৈতিক দর্শন থেকে সমাজ-জীবনের প্রশাসনিক ব্যবস্থাপনার শিক্ষা নেব।'

অথবা যেমনটি বলেছেন আরেক ইসলামি চিন্তাবিদ,

'আজ ইসলাম মুসলমানদের কাছে বিশেষ করে আলেমসমাজের কাছে চায়-তারা নির্ভীকচিত্তে সুস্পষ্টভাবে ইসলামি বিধি-বিধান বর্ণনায় পূর্ণ সচেষ্ট হবেন। এর দাওয়াতের বোঝা নিজেদের কাঁধে বহন করবেন। তারা মনে করবেন, তাদের অস্তিত্ব ইসলামের ভিত্তির ওপর প্রোথিত।'

এই লক্ষ্য সামনে রেখেই বিচক্ষণ আলেমে দীন, মহান মুজাহিদ, শায়খুল হাদিস, প্রধান বিচারপতি, শায়খ আবদুল হাকিম হক্কানি বক্ষ্যমাণ গ্রন্থটি রচনা করেছেন।

ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূলনীতি
আবদুর রশীদ তারাপাশী-অনূদিত
মুদ্রিত মূল্য : ৫৭০৳
প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন

পাঠক যেন একটু বাড়তি সুযোগে দুটি সিরিজ সংগ্রহ করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই দীর্ঘমেয়াদি অফার ছিল। আগামী ২৫শে ডিসেম্বর অফ...
24/12/2023

পাঠক যেন একটু বাড়তি সুযোগে দুটি সিরিজ সংগ্রহ করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই দীর্ঘমেয়াদি অফার ছিল। আগামী ২৫শে ডিসেম্বর অফারটি ক্লোজ হবে।

_______আছে মাত্র আর দুদিন_______

ইতিহাসের লক্ষ্য-উদ্দেশ্যপ্রতিটি শাস্ত্রেরই কিছু উপকারিতা রয়েছে। তবে তার উপকারিতার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো তার লক্ষ্...
15/11/2023

ইতিহাসের লক্ষ্য-উদ্দেশ্য

প্রতিটি শাস্ত্রেরই কিছু উপকারিতা রয়েছে। তবে তার উপকারিতার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো তার লক্ষ্য-উদ্দেশ্য। একে সামনে রেখেই মানুষ কোনো শাস্ত্রকে তার মস্তিষ্কে ধারণ করতে পারে। তদ্রূপ ইতিহাসপাঠ ও পাঠদানের দুটি মৌলিক উদ্দেশ্য রয়েছে।

১. মানুষ ও জমানা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা।
২. জাতির ঘটনা, গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা এবং তাকে স্থায়ী রাখা।
এই দুটি উদ্দেশ্য এতই গুরুত্বপূর্ণ যে, কোনো মুসলমান এটি জানার পর তার ইতিহাসের ব্যাপারে গাফেল থাকা শোভন মনে হবে না। বিশেষ করে দ্বিতীয় উদ্দেশ্যটি চোখের সামনে রাখলে ইতিহাসের গুরুত্ব অপরিসীম মনে হবে।

(মুসলিম উম্মাহর ইতিহাস : ১/৬৫)
বিশেষ অফারে দাওয়া ও উন্নত সংস্করণ সংগ্রহ করুন।
অর্ডার করতে আমাদের পেইজের ইনবক্স বা নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অথবা আপনার পরিচিত ও বিশ্বস্ত যেকোনো অনলাইন বুকশপ থেকে অর্ডার করুন।
01979764926
01843984984

আব্বাসি খিলাফাহ—মুসলিম উম্মাহর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খিলাফাতে রাশেদার পর একশো বছরের মতো টিকে ছিল প্রবল ক্ষমতা...
08/11/2023

আব্বাসি খিলাফাহ—মুসলিম উম্মাহর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খিলাফাতে রাশেদার পর একশো বছরের মতো টিকে ছিল প্রবল ক্ষমতাধর উমাইয়া খিলাফাহ। সমগ্র পৃথিবীতে রাজত্ব করে একশো বছরের মধ্যে উমাইয়া খিলাফাহ এগিয়ে যায় পতনের দিকে। হিশাম বিন আব্দুল মালিকের সময় থেকেই শুরু হয় আব্বাসি আন্দোলন। যা পরিণতি পায় ১৩২ হিজরির জিলহজ মাসে। উমাইয়া খলিফা মারওয়ান বিন মুহাম্মদকে হত্যা করার মধ্য দিয়ে উমাইয়া-শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সূচনা হয় আব্বাসি-শাসনের।
১৩২ হিজরিতে আবু মুসলিম খোরাসানির তরবারির জোরে আবুল আব্বাস সাফফাহ খিলাফাহর মসনদে আরোহনের মধ্য দিয়ে যে আব্বাসি শাসনের সূচনা, তার পতন ঘটে ৬৫৬ হিজরিতে, হালাকু খানের হাতে। ভোগ-বিলাসে মত্ত মুসতাসিম বিল্লাহর তখন করার কিছুই ছিল না।
এই ৫০০ বছরের শাসনামলে আব্বাসি খলিফাদেরকে দুটি ভাগে ভাগ করা যায়। শক্তিশালী আব্বাসি খলিফা এবং দুর্বল ও পুতুল খলিফা। এই সুদীর্ঘ শাসনামলে আব্বাসিরা ইলমচর্চা, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য-সংস্কৃতির বিপুল উন্নতি সাধন করেছে। উমাইয়া খলিফারা খিলাফাহর সীমানা বৃদ্ধি করেছে, আর আব্বাসি খলিফারা স্থিতিশীল সেই সাম্রাজ্যে বসে ইলমচর্চা এবং সাহিত্য-সংস্কৃতির সয়লাব ঘটিয়েছে। বাইতুল হিকমাহ প্রতিষ্ঠা করে বিভিন্ন ভাষা থেকে সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও অন্যান্য ধর্মশাস্ত্র আরবিতে অনুবাদ করিয়েছে। এককথায় বলতে গেলে—আব্বাসিদের যা-কিছু কর্ম ও কৃতিত্ব, তার সবটাই জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থাকেন্দ্রিক।
এই ৫০০ বছরের শাসনামলে কেমন ছিল আব্বাসি খিলাফাহর রূপরেখা? কারা-কারা শাসন করেছিলেন এই সুদীর্ঘ সময়? কেমন ছিল তাদের শাসনকাল? কী ছিল তাদের উন্নতি কিংবা অবনতি? শরয়ি রূপরেখা কতটা মেনেছেন তারা? প্রত্যেকের শাসনামলে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো কী? এই সুদীর্ঘ সময়ে খিলাফাহ ও খলিফাদের সাথে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা? কী ছিল তাদের ভূমিকা? আলিমদেরইবা কী ভূমিকা ছিল?
“আব্বাসি খিলাফাহ” বইয়ের বড় একটা অংশজুড়ে ইতিহাসবিদ ইমরান রাইহান এই প্রশ্নগুলোর উত্তর তুলে ধরেছেন। প্রতিজন শাসকের সংক্ষিপ্ত জীবনী এবং তাদের শাসনকাল তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ ঘটনাবলির বিশ্লেষণ করে ইতিহাসের প্রয়োজনীয় শিক্ষা বের করে এনেছেন। এরপর আব্বাসিদের পতনকালের বিবরণ এনে একটি অনুসন্ধানী বিশ্লেষণ যুক্ত করেছেন।
কোন শাসক কতটুকু দোষী ছিলেন? ইতিহাসের এই সুদীর্ঘ সময়ে কারা আব্বাসি খিলাফাহর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন? লেখক ওরিয়েন্টালিস্টদের বিভ্রান্তিকর বিবরণ এড়িয়ে গিয়ে ইতিহাসের গোড়ার তথ্যপঞ্জি ঘেঁটে এগুলোর নির্মোহ বিশ্লেষণ উপস্থাপন করেছেন।
আব্বাসি খিলাফাহর উন্নতির জায়গা ছিল ইলমচর্চা, শিক্ষা-দীক্ষা এবং সাহিত্য-সংস্কৃতি। রাজনৈতিক ইতিহাসের বিবরণ শেষ করে বাকি অংশজুড়ে লেখক এসব বিবরণ তুলে এনেছেন। আব্বাসি যুগের যুদ্ধ-বিগ্রহ, সমাজব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, পাঠাগার সংস্কৃতি রাষ্ট্রব্যবস্থা, চারুকলা, স্থাপত্যবিদ্যা ও লিপিকলা—কোনোকিছু বাদ রাখেননি। আব্বাসি শাসনামলে জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি সমকালীন অন্যান্য সাম্রাজ্যের সাথে সম্পর্কের প্রতিও আলোকপাত করেছেন।
এককথায় বললে—আব্বাসি খিলাফাহর রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের সমগ্র হলো বক্ষ্যমাণ “আব্বাসি খিলাফাহ” বইটি।
বই : আব্বাসি খিলাফাহ
ধরন : ইতিহাস
লেখক : ইমরান রাইহান
প্রকাশক : ইত্তিহাদ
পৃষ্ঠা : ৪৫৬
মুদ্রিত মূল্য : ৮০০/-
বিক্রয় মূল্য : ৪০০/-

প্রকাশিত হয়েছে মুসলিম উম্মাহর ইতিহাসের নতুন আরও তিন খণ্ড। তারিখে উম্মাতে মুসলিমাহর পঞ্চম খণ্ডের অনুবাদ যুক্ত হবার পর জনপ...
05/11/2023

প্রকাশিত হয়েছে মুসলিম উম্মাহর ইতিহাসের নতুন আরও তিন খণ্ড। তারিখে উম্মাতে মুসলিমাহর পঞ্চম খণ্ডের অনুবাদ যুক্ত হবার পর জনপ্রিয় এই সিরিজটি দাঁড়িয়েছে ১৭ খণ্ডে।
নতুন এই তিন খণ্ডে লিপিবদ্ধ হয়েছে উসমানি সাম্রাজ্যের ইতিহাস, হারানো আন্দালুসের বিজয়গাঁথা ও পরাজয়ের ইতিহাস। আরও আছে ভারত উপমহাদেশে মুসলিম বিজয়ের ধারাবাহিক ইতিহাস।
নতুন তিন খণ্ড আলাদাভাবে বিশেষ অফারে অর্ডার করতে আমাদের পেইজের ইনবক্সে নক করুন অথবা এই নম্বরে কল করুন : 01979-764926
মুসলিম উম্মাহর ইতিহাস ১৫-১৭
দাওয়াহ সংস্করণ
মুদ্রিত মূল্য : ১৭০০/-
বিশেষ অফারমূল্য : ৭৬৫/-

মুসলিম উম্মাহর ইতিহাস ১৫-১৭
উন্নত সংস্করণ
মুদ্রিত মূল্য : ২১০০/-
বিশেষ অফারমূল্য : ৯৪৫/-

Address

Islami Tower, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল ইত্তিহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাকতাবাতুল ইত্তিহাদ:

Share

Category