
09/06/2025
• কেন এই স্টুডেন্ট অফার?
পাঠকদের নিকট ইত্তিহাদ পাবলিকেশনের দুটি সিরিজ সবচেয়ে কাঙ্ক্ষিত ও প্রিয়; একটি হলো মুসলিম উম্মাহর ইতিহাস, দ্বিতীয়টি সিয়ারুস সাহাবা। কিন্তু কলেবরে বড় হওয়ায় সিরিজ দুটির দামও অনেক পাঠকের জন্য নাগালের বাইরে। যার কারণে স্বাভাবিকভাবে ইচ্ছে বা আগ্রহ থাকলেও শখের সিরিজ দুটি আমাদের প্রিয় পাঠকরা সংগ্রহ করতে পারেন না। বলা বাহুল্য, প্রিয় পাঠকদের এই শ্রেণির অধিকাংশই ছাত্র।
তাই প্রিয় পাঠকরা যাতে ইতিহাস ও সাহাবিদের জীবনকে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পায়, সেই লক্ষ্য সামনে রেখে আমরা কেবল দুটি সিরিজে 'স্টুডেন্ট অফার' নিয়ে হাজির হয়েছি। শুধু তা-ই নয়, এ অফারের সময়সীমাও বেশ দীর্ঘ করা হয়েছে; যাতে পাঠকগণ প্রস্তুতি সম্পন্ন করেও সিরিজ দুটি সংগ্রহ করতে পারেন।
• সিরিজ দুটি সংগ্রহ করা কি খুব জরুরি?
আন্তর্জাতিক রাজনীতি এবং বিদ্যমান বৈশ্বিক সংকটে মুসলমানরা যেন নাচের পুতুল হয়ে দাঁড়িয়েছে। একশ্রেণির নামধারী মুসলিম গোটা উম্মাহকে নিয়ে সওদা করছে কাফেরের সাথে। একইসাথে চলছে সভ্যতা-সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ। এমন সময়ে যদি আমরা আমাদের ইতিহাস এবং সর্বকালের সেরা উম্মাহর জীবন সম্পর্কে সবিস্তারে না জানি, ইতিহাসের আলোকে নিজেদের ভবিষ্যত বিনির্মাণে এগিয়ে না আসি, তাহলে আদর্শ ও চেতনার দিক দিয়ে আমরা যে অ্যাটাকের সম্মুখীন হব—সেটা কোনো অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না।
তাই সকল পাঠক—বিশেষ করে ছাত্রসমাজ যেন সর্বোচ্চ ছাড়ে এ সিরিজ দুটি নিজের টেবিলে রাখতে পারে, তাদের জন্যই আমাদের এ আয়োজন ও পরিকল্পনা। সামনে কখনও এত স্বল্পমূল্যে সিরিজ দুটো পাওয়া যাবে, এর নিশ্চয়তা খুবই ক্ষীণ।
* সুতরাং ৬০% মূল্যছাড়ে মুসলিম উম্মাহর ইতিহাস ও সিয়ারুস সাহাবা সংগ্রহ করুন।
* অফার শুরু হবে আগামী ১০ই জুন।
* অফার চলবে আগামী ৬ই জুলাই পর্যন্ত ইনশাআল্লাহ।
* মাঝখানে ঈদুল আজহার ছুটি থাকায় বই ডেলিভারি শুরু হবে ১৫ই জুন থেকে অর্থাৎ মার্কেট খোলার পর পরই।
অথবা বিস্তারিত জানতে কল করুন,
01979764926
01843984984
(সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত)
৬০% ছাড়ে মুসলিম উম্মাহর ইতিহাসের মূল্য :
দাওয়াহ সংস্করণ : ৩২০০ টাকা
উন্নত সংস্করণ : ৪৩২৪ টাকা
৬০% ছাড়ে সিয়ারুস সাহাবার মূল্য : ৪৪৩৬ টাকা
আর দেরি কেন, প্রস্তুতি নিন, সর্বোচ্চ মূল্যছাড়ে সংগ্রহ করুন প্রিয় সিরিজ দুটি।