17/07/2024
একটা সময় আসবে যখন দেশের এই পরিস্থিতি শান্ত হবে,
হয়তো সকল ছাত্রদের দাবিও মেনে নেওয়া হবে।
সব কিছু আবার চলবে স্বাভাবিক নিয়মেই।
কিন্তু এর মাঝখানের সময়টুকুতে আমরা আমাদের কত ভাই বোনদের হারাচ্ছি!
কত মায়ের বুক খালি হচ্ছে..
কত তাজা প্রান ঝরে যাচ্ছে.. তা কি আমরা ভেবে দেখেছি?
যারা সরকারের এই ব্যাপারগুলোর ডিসিশন নিবেন তাদের প্রতি আমার আকূল অনুরোধ।
একটু তারাতাড়ি কিছু একটা ডিকলারেশন দিন প্লিজ।
আমরা চাইনা আমাদের আর কোনো মায়ের কোল খালি হোক।
আমরা শান্তি চাই।