Qur'an The Way to Jannah

Qur'an The Way to Jannah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qur'an The Way to Jannah, Video Creator, Fulbaria.

06/09/2025

আমি বলি:“আমি ব্যর্থ।”
আল্লাহ বলেন: হে আমার বান্দা! যারা ঈমান এনেছে, তারাই তো আসল সফল মানুষ।
📖 (সূরা মুমিনুন, আয়াত: ১)

আমি বলি:“আমার সঙ্গে কেউ নেই।”
আল্লাহ বলেন: ভয় কোরো না, আমি তো আছি তোমার সাথে। আমি তোমার কথা শুনি, আমি তোমার অবস্থা দেখি।
📖 (সূরা ত্বহা, আয়াত: ৪৬)

আমি বলি:“আমি সবসময় অসুস্থ।”
আল্লাহ বলেন: আমি এই কোরআন নাযিল করেছি, যা মুমিনদের জন্য আরোগ্য আর রহমত।
📖 (সূরা বনী ইসরাইল, আয়াত: ৮২)

আমি বলি:“আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।”
আল্লাহ বলেন: চিন্তা কোরো না, আমি-ই সেরা পরিকল্পনাকারী।
📖 (সূরা আলে ইমরান, আয়াত: ৫৪)

আমি বলি:“আমার জীবনে অনেক কষ্ট।”
আল্লাহ বলেন: হে বান্দা! কষ্টের সাথেই তো আছে স্বস্তি।
📖 (সূরা আল-ইনশিরাহ, আয়াত: ৬)

আমি বলি:“আমার পাপ অনেক বেশি।”
আল্লাহ বলেন: আমি তওবাকারীদের ভালোবাসি। ফিরে এসো, আমি ক্ষমা করব।
📖 (সূরা বাকারা, আয়াত: ২২২)

আমি বলি:“আমার কিছুই ভালো লাগছে না।”
আল্লাহ বলেন: তোমার আগামী দিন, আগের দিনের চেয়ে অনেক ভালো হবে।
📖 (সূরা আদ-দোহা, আয়াত: ৪)

আমি বলি:“আমার তো কেউ নেই।”
আল্লাহ বলেন: আমার উপর ভরসা করো, আমি-ই তোমার জন্য যথেষ্ট।
📖 (সূরা আত-তালাক, আয়াত: ৩)

04/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম🌱✨

রাসূলুল্লাহ ﷺ-এর উপর দরূদ পাঠ করা ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কুরআন ও হাদীসে এর অনেক ফজিলত ও উপকারিতা বর্ণিত হয়...
04/09/2025

রাসূলুল্লাহ ﷺ-এর উপর দরূদ পাঠ করা ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কুরআন ও হাদীসে এর অনেক ফজিলত ও উপকারিতা বর্ণিত হয়েছে। নিচে কিছু প্রধান ফজিলত উল্লেখ করা হলো—

1. আল্লাহ ও ফেরেশতারা দরূদ পাঠ করেন:
আল্লাহ তায়ালা বলেন—

> “নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর উপর দরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর উপর দরূদ পাঠ করো ও সালাম দাও।”
(সূরা আহযাব 33:56)

2. দশগুণ রহমত পাওয়া যায়:
রাসূল ﷺ বলেছেন—

> “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন।”
(সহীহ মুসলিম)

3. গুনাহ মাফ হয় ও মর্যাদা বাড়ে:

দরূদ পাঠ করলে গুনাহ মাফ হয়।

আল্লাহ তায়ালা পাঠকের মর্যাদা দশগুণ উঁচু করেন।
(নাসাঈ, মুসনাদ আহমদ)

4. দোয়ায় কবুলের মাধ্যম:

দোয়া করার সময় দরূদ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

সাহাবীগণ বলেছেন, দরূদ ছাড়া দোয়া আসমানে উঠে না।

5. দরূদ পাঠে দুশ্চিন্তা দূর হয়:

হাদীসে এসেছে, যিনি বেশি বেশি দরূদ পাঠ করেন, আল্লাহ তাঁর দুশ্চিন্তা দূর করে দেন এবং প্রয়োজন পূর্ণ করে দেন।
(তিরমিযী)

6. রাসূল ﷺ এর সুপারিশ (শাফায়াত) লাভ:

বেশি দরূদ পাঠকারী কিয়ামতের দিন রাসূল ﷺ-এর শাফায়াতের যোগ্য হবেন।


7. মাজলিসে বরকত আসে:

যেখানে দরূদ পড়া হয় না, সে আসর বরকতহীন হয়ে যায়।
(আবু দাউদ)

✨সংক্ষেপে:
দরূদ শরীফ হলো বান্দার জন্য রহমত, গুনাহ মাফ, দোয়া কবুল ও জান্নাতের চাবি। তাই মুসলমানের উচিত বেশি বেশি দরূদ পাঠ করা, বিশেষ করে জুমার দিনে ও নামাজ শেষে।

04/09/2025

মুমিন মুহসিনীনদের ভালোবাসা ঈমানের অংশ!

কারো কলব যদি রড-সিমেন্ট দিয়ে গড়া না হয়, তাহলে মুহসিনীন সাহাবীদের পরশে তাঁর কলব নরম হবেই, হৃদয়ের অনুভূতি দু চোখ দিয়ে উৎসারিত হবেই! ইন শা আল্লাহ!

আল্লাহর ইবাদায় যদি অন্তর নরম করতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের দিকে তাকান! আল্লাহর মুহসিন বান্দাদের আদর্শ সামনে রাখুন! তাহলে মন মুহসিনীনদের মনের মত নরম এবং পবিত্র হয়ে উঠবে ইন শা আল্লাহ!

কিন্তু যাদের অন্তর খুব শক্ত, তারা আল্লাহর নূর থেকে বঞ্চিত, তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।

মহান আল্লাহ বলেন,
اَفَمَنۡ شَرَحَ اللّٰہُ صَدۡرَہٗ لِلۡاِسۡلَامِ فَہُوَ عَلٰی نُوۡرٍ مِّنۡ رَّبِّہٖ ؕ فَوَیۡلٌ لِّلۡقٰسِیَۃِ قُلُوۡبُہُمۡ مِّنۡ ذِکۡرِ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۲﴾
আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে, (সে কি তার সমান, যে এরূপ নয়?) অতএব ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে। তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।
সূরা যুমার/২২.

আসুন আমরা আমাদের অন্তর গুলোর জন্য আল্লাহর কাছে দুয়া করি:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَقَلْبٍ لاَ يَخْشَعُ، وَنَفْسٍ لاَ تَشْبَعُ، وَدَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا».

হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারহীন জ্ঞান, নির্ভয় অন্তর, অতৃপ্ত আত্মা এবং কবুল হয় না এমন দো'আ হতে আশ্রয় চাই।

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالذِّلَةِ وَالْمَسْكَنَةِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفُسُوقِ وَالشِّقَاقِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ.وَأَعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ، وَالْبُكْمِ، وَالْجُـذَامِ، وَسَيِّءِ اْلأَسْقَامِ».

হে আল্লাহ! আমি অন্তরের পাষন্ডতা, গাফলতী, অবমাননা ও অভাব-অভিযোগ হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি কুফুরী, ফাসেকী, সত্যের বিরুদ্ধাচরণ এবং লোক শোনানো ও দেখানো হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আরো আশ্রয় প্রার্থনা করছি বধিরতা, বাকশক্তি-হীনতা, কুষ্ঠ ও অন্যান্য দুরারোগ্য ব্যাধি হতে।

«اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَترْكَ الْمُنكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِيْنِ، وَأنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمْنِيْ، وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً، فَتَوَفَّنِيْ إِلَيْكَ غَيْرَ مَفْتُوْنٍ، اللَّهُمَّ إنِّيْ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ كُلِّ عَمَلٍ يُقَرِّبُنِيْ إِلَى حُبِّكَ».

হে আল্লাহ! আমি তোমার নিকট ভালো কাজ সম্পাদন, মন্দ কাজ পরিহার এবং গরবীদেরকে ভালোবাসার তাওফীক কামনা করছি। তুমি আমাকে ক্ষমা কর। আমার প্রতি রহমত বর্ষণ কর। তোমার বান্দাদেরকে কোনো পরীক্ষায় নিপতিত করতে ইচ্ছা করলে আমাকে ফেতনামুক্ত অবস্থায় উঠিয়ে নিও। হে আল্লাহ! আমি তোমার ভালোবাসা প্রার্থনা করি, আর ঐ ব্যক্তির ভালোবাসা যে তোমাকে ভালো বাসে এবং এমন কাজের ভালোবাসা যা আমাকে তোমার ভালোবাসার নিকটবর্তী করে দেয়।

🌸শায়খ আব্দুল্লাহ আল বাকী হাফিযাহুল্লাহ

03/09/2025

রবিউল আউয়াল✨🌱

02/09/2025

🔹রাসূল ﷺ বলেছেনঃ
“মু’মিনের ক্ষতি করার জন্য যে গর্ত খোঁড়ে, আল্লাহ তাকে সেই গর্তেই ফেলে দেন।”
(সুনান আত-তিরমিযি, হাদিস: 2039)

নারীদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। তাদের হাতেই প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু সেটা কোন শিক্ষা? সেই শিক্ষা হতে হবে উপকারী শিক্ষ...
31/08/2025

নারীদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। তাদের হাতেই প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু সেটা কোন শিক্ষা? সেই শিক্ষা হতে হবে উপকারী শিক্ষা। ইলমুন নাফি। যেই শিক্ষার মাধ্যমে তারা তাদের বিরুদ্ধে রচিত পশ্চিমা এজেন্ডাকে নস্যাৎ করতে পারবে। যে শিক্ষার মাধ্যমে তারা আগত প্রজন্মকে সকল প্রকার ফিতনা থেকে বাঁচিয়ে মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবে। যেই শিক্ষার মাধ্যমে তারা দ্বীনের খেদমত করতে পারবে শরীয়তের নির্দেশনা মেনে।

~ ইফতেখার সিফাত

◽উত্তম নসীহা (পর্ব-৯)
Fatayat al-Huda - হিদায়াতের কন্যারা

31/08/2025

মেয়েদেরকে আল্লাহ রুজী-রোজগারের জন্য সৃষ্টি করেননি..এইটা পশ্চিমা সংস্কৃতির প্রভাব😥
আল্লাহ কুরআনে বলেছেন:
"পুরুষরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদেরকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের ধন-সম্পদ থেকে ব্যয় করে।"
(সূরা আন-নিসা: ৩৪)

কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় নাবরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও ...
28/08/2025

কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না
বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়।

ইমাম ইবনু রজব (রহিমাহুল্লাহ)
[রাসায়েলু ইবন রজব, ১/১৬৩]

28/08/2025

যখন জীবন কঠিন হয়ে পড়ে,
তার মানে আল্লাহ আপনাকে বড় কিছু শেখাতে চান।
আপনার কল্পনা থেকে উত্তম কিছু অপেক্ষা করছে।

আপনি শুধু ধৈর্য ধরুন—
কারণ তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

আমাদের রব্বের ওয়াদা-

"إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ"

নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথেই আছেন।

Learn to trust Allah 🤍 It hurts, Allah knows. You are crying silently. Some days, you just stare blankly and give up fro...
26/08/2025

Learn to trust Allah 🤍

It hurts, Allah knows. You are crying silently. Some days, you just stare blankly and give up from everything. Allah knows, you are feeling devastated. Some days, you don’t cry but leave everything in Allah's hand. Allah knows. So, It's fine. Everything will work out the way Allah wants. He knows what's best for you. He knows.

He knows 💌

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Qur'an The Way to Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category