04/11/2025
আজ পড়লাম এই লাইনটা —
“জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি।”
এই লাইনটা পড়েই মনে হলো — কুরআনের সুরা নিসা যেন এই কথাটাই বাস্তবের রূপ দিয়ে বলে।
সুরা নিসা শুরু হয়েছে এক গভীর স্মরণ করিয়ে দিয়ে —
“হে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের এক নফস থেকে সৃষ্টি করেছেন এবং সেই নফস থেকে তার জোড়াকে সৃষ্টি করেছেন। আর তাদের দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।” (৪:১)
এই আয়াত যেন বলে — জীবনের ভিত্তি শুধু ভালোবাসা নয়, বরং একে অপরকে ভালো রাখা। কারণ ভালোবাসা কখনো মায়া দিয়ে আসে, আবার হারিয়েও যায়। কিন্তু একজন মানুষ যদি অন্যকে আল্লাহর হুকুম মেনে ভালো রাখে, তবে সেটাই আসল দায়িত্ব।
জীবনে ভালোবাসার নামে অনেক কষ্ট দেখেছে। সম্পর্কের ভাঙন, মানুষের ভুল বোঝা, প্রতারণা — সবকিছু আঘাত করেছে। কিন্তু শেষে শিখেছি একটাই শিক্ষা —
“শুধু ভালোবাসার মানুষ থাকলেই হয় না, জীবনে দরকার এমন মানুষ যারা সত্যিই ভালো রাখে।”
যেমন সুরা নিসা আমাদের শিখায় — নারীর অধিকার রক্ষা করা, তাদের মর্যাদা দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া — এগুলোই আসল দায়িত্ব। ভালোবাসা প্রকাশ না করলেও, দায়িত্ব আর করুণা দিয়ে যাকে ভালো রাখা যায় — সেখানেই থাকে আসল বরকত।
ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু ভালো রাখা চিরস্থায়ী।
ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, কিন্তু যে মানুষ সত্যিই ভালো রাখে — সে আল্লাহর কাছে দোয়া করে চিরদিনের জন্য।