Trendy Potatoo

Trendy Potatoo সবাই সব কিছু পারে না আর এইটা মেনে নিতে পারা টা শান্তির 🙂

08/06/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো।❤️

Hi everyone 😎
25/05/2025

Hi everyone 😎

28/04/2025

শুভ সকাল বন্ধুগন! ঘুম থেকে উঠুন, ভ'ন্ডামি করার সময় হয়ে গেছে।

04/04/2025

পৃথিবীতে মানুষ হওয়ার মত অসহায়ত্ব আর কিছুতেই নেই । আপনার সামাজিক স্ট্যাটাস আর প্রতিপত্তি , ঠুন্ক আভিজাত্য এগুলো আপনাকে কয়েদ করে রাখবে । আপনি চাইলেও আপনাকে আপনার ইচেছে মত বাঁচতে দিবে না এ পৃথিবী । যদি নিয়ম ভাঙ্গেন তবে আপনি সমাজ চ্যুত আঙ্গুল তুলে বলবে আপনি বড্ড অমানুষ ।

অথচ দেখবেন দিনশেষে সেক্রিফাইজের বদলে আপনার ঝুড়িতে রাখা , একাকীত্ব , যন্ত্রনা , কষ্ট । আপনি জানেন আপনি ভাল ভাবে আপনার জীবনের সুখ গুলোকে চাইলেই নিতে পারেন । কিন্তু আপনি কখনই আপনার সুখ আপনার জন্য পিক করতে পারবেন না । বাঁচবেন অন্যের জন্য , নিজেকে মুখোশে ঢাকবেন সমাজের জন্য । আর কষ্ট গুলো থাকবে শুধু একা আপনার জন্য । এ চেইন ভাঙ্গার ক্ষমতা যেনো আমাদের নেই । কান্নাগুলো কি সহজে ঢেকে আমাদের হাসতে হয় আশ্চর্য তাই না ? এ মিথ্যা মুখোশ কেবল মানুষই পরতে পারে অন্য কোন প্রানী পারে না । এই মানসিক যন্ত্রনা কেবল মানুষের জন্যই বানানো হইছে অন্য কোন প্রানীর জন্য বানানো হয়নি ।

তাই এ জন্মে মানুষ হয়ে জন্মালে ও অন্য জন্মে আমি মানুষ হতে চাইনা ।এ অসম মায়ার মুখোশে ঢাকতে ঢাকতে আমি ভিষন ক্লান্ত ।

27/03/2025

কাবার চত্বরে রোদের মাঝে দাঁড়িয়ে এক বান্দা একটানা আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছেন। তার একেবারে কাছাকাছি ছিলাম— দু'আর শব্দ স্পষ্টভাবে কানে পৌঁছাচ্ছিল।

দুই হাত আকাশের দিকে তুলে রেখেছেন, চোখ ভেজা আর তাঁর মুখে বারবার উচ্চারিত হচ্ছে একটিই বাক্য—“আল্লাহু আকবার"।

ভাবতে লাগলাম— কেবল একটি বাক্য দিয়েই কি সব কিছু বলে দেয়া যায়?

“আল্লাহু আকবার”—এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়।

আল্লাহ! আপনি আমার কল্পনার চেয়েও বড়।
আপনি আমার দুঃখ-কষ্টের চেয়েও বড়।
আপনি আমার সমস্ত সমস্যা, চিন্তা, পেরেশানির চেয়েও বড়।
আপনি আমার অসুস্থতা, দুর্বলতা, হতাশা—সব কিছুর ঊর্ধ্বে।

এই সবকিছু আপনার কাছে তুচ্ছ।
আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়।
আপনার একটি “কুন” (হয়ে যাও) বলাতেই খুলে যেতে পারে সব বন্ধ দরজা, বদলে যেতে পারে ভাগ্যের প্রতিটি হিসাব।

আল্লাহু আকবার! ও আল্লাহ! তুমি সবচেয়ে বড়।

06/03/2025

দিন শেষে প্রচন্ড ঠকে মানুষ স্বার্থপর হতে শিখে যায় । কাউকে বিন্দু পরিমান সেক্রিফাইজ করা তার আর ধাঁচে থাকে না । কে কি মনে করলো কে কি ভাবলো তা নিয়ে মাথা ব্যাথা থাকে না । নিজের জগৎটাকে এত সিমীত করে ফেলে তখন আর কাউকে সে অধিকার দেয় না তার সাথে জুড়ে দেওয়া সম্পর্ক গুলো নিয়ে মজা করার ।

প্রচন্ড ভালো মানসিকতার মানুষ গুলোকে ঠকিয়ে একদিন তার কাছের মানুষ গুলোই তাকে বিবর্তন করে , তারা আর চিনতে পারে না ঠকিয়ে যাওয়া মানুষটাকে । যখন মানুষ বুঝতে পারে তার সাথে কি ঘটে ছিলো তখন সে ভুল শুধরানোর চেষ্টা করে , নিজেকে পরিবর্তন করে আর সে পরিবর্তন আর নিতে পারে না তার কাছের মানুষ গুলো।অথচ মানুষ জানে প্রতিটা আঘাত প্রতিটা মানুষকে একটা নতুন শেইপ দেয় ।আর দেয় ঘুরে দাঁড়ানোর শক্তি ।

01/02/2025

যে পুরুষ তোমার মত অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো ।তোমার এক সমুদ্র প্রেম পাওয়ার পরও তোমাকে প্রেম করতে পারেনি তাকে স্কীপ করো ।তোমার ভালোবাসার পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা স্বত্তেও তোমাকে যে পুরুষ আঁকড়ে ধরেনি তাকে ও আঁকড়ে ধরে তোমার জীবনে লালন করো না।

ভালোবাসা মৌখিক কোন ভাইবা না, যেটা মুখে বল্লেই তুমি উত্তীর্ন হয় যাবে।ভালোবাসা হলো কাজে ও কর্মে ফুটিয়ে তোলার বিষয়।পুরুষটি তোমাকে ভালোবাসে তুমি মুখে শুনলে প্রামানিত হবে না, কারন মৌখিক গল্পে আমরা অনেক কথাই বলতে পারি।ভালোবাসা হলো অনুভব তোমার বিপদে আপদে, তোমার প্রতিটা ভালো লাগায়, মন্দ লাগায় নীরব অংশীদারীত্ব যে পুরুষ নিজ থেকেই পালন করে সে তোমাকে ভালোবাসে ।তোমার মুখের সামন্য হাসির জন্য যে পুরুষ তাকে উৎসর্গ করতে পারে সে তোমাকে ভালোবাসে।❤️‍🩹

21/01/2025

আমি পারলে নিজেকে নিজে কোলে নিয়ে বসে থাকতাম. মাথায় হাত বুলিয়ে আয় আয় চাঁদ মামা গেয়ে শুনাতাম. আমার নিজের জন্য নিজের এত মায়া হয়, আহারে আমিটা, আহারে আমার আমি❤️❤️❤️

পৃথিবী এই সময়........১/ লস এঞ্জেলস দাবানলে ছাড়খার।২/ মক্কা মদীনা জেদ্দায় আকস্মিক বন্যায় রেড এলার্ট জারি।৪/ যুদ্ধবিদ্ধস্ত...
11/01/2025

পৃথিবী এই সময়........

১/ লস এঞ্জেলস দাবানলে ছাড়খার।

২/ মক্কা মদীনা জেদ্দায় আকস্মিক বন্যায় রেড এলার্ট জারি।

৪/ যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনে বন্যা আর তুষারপাতে মানবেতর পরিস্থিতি।

৩/ বাংলাদেশের আশেপাশে গত ৯০ দিনে ছোট বড় ৫০+ ভূমিকম্প।

প্রকৃতি বিরূপ। কিন্তু আমাদের ঘৃণা ছড়ানো বন্ধ হয়নি। যুদ্ধবাজদের উন্মত্ত নৃত্য থামেনি। আমরাও মানুষ হইনি। এই সমস্ত পরিস্থিতিতে কোন যুদ্ধবাজ নেতার ক্ষতি হয়নি, হয়েছে এবং হচ্ছে সাধারণ মানুষের। মহান সৃষ্টিকর্তা আমাদের ওপর দয়া করুন। সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দিন।

ব্যাথা প্রকাশ করার পরেও তুমি ব্যাথা দিলে, এই কথা আমি বলবো কাকে...💔😅
20/12/2024

ব্যাথা প্রকাশ করার পরেও তুমি ব্যাথা দিলে, এই কথা আমি বলবো কাকে...💔😅

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trendy Potatoo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trendy Potatoo:

Share