18/07/2025
চরএলাহীতে মাদক ব্যবসায়ী এরশাদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী
মৎস্য খামার থেকে ১০–১৫ লাখ টাকার মাছ চুরি, ধরা পড়লে অস্ত্র ঠেকিয়ে পালিয়ে যায়
ইলিয়াছ আহমেদ
(কোম্পানীগঞ্জ), নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কলমি এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ (পিতা: নুরুলহক সরদার) দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। ইয়াবা ব্যবসা, খামারে চুরি এবং অস্ত্রের ভয়ভীতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, এরশাদের কাছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। সে রাতের আঁধারে সঙ্গীদের নিয়ে খামারে ঢুকে মাছ ধরে নিয়ে যায় এবং প্রতিবাদ করলেই অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়।
সর্বশেষ গতকাল রাত ২টার দিকে শহীদ মৎস্য খামার থেকে মাছ চুরির সময় হাতেনাতে ধরা পড়লে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় এরশাদ। খামারের পার্টনার আলাউদ্দিন মাহাদি জানান, “আমি নিজে প্রজেক্টে ছিলাম। তাকে মাছ ধরতে দেখে বাধা দিই, তখন সে সঙ্গে থাকা অস্ত্র তাক করে আমাকে ভয় দেখিয়ে পালিয়ে যায়।”
মালিক পক্ষের দাবি, ইতোমধ্যে প্রজেক্ট থেকে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার মাছ এরশাদ ও তার সহযোগীরা ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী বলছেন, এরশাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে।
তাদের জোর দাবি—এরশাদকে দ্রুত গ্রেফতার করে মাদক, অস্ত্র ও চুরির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।