গাংচিল ɴᴇᴡꜱ

গাংচিল ɴᴇᴡꜱ সত্য প্রকাশে নির্ভীক
মো ইলিয়াছ আহমেদ বার্তা সম্পাদক
01826979429 soccer

18/07/2025

চরএলাহীতে মাদক ব্যবসায়ী এরশাদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী
মৎস্য খামার থেকে ১০–১৫ লাখ টাকার মাছ চুরি, ধরা পড়লে অস্ত্র ঠেকিয়ে পালিয়ে যায়

ইলিয়াছ আহমেদ
(কোম্পানীগঞ্জ), নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কলমি এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ (পিতা: নুরুলহক সরদার) দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। ইয়াবা ব্যবসা, খামারে চুরি এবং অস্ত্রের ভয়ভীতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।

স্থানীয়দের অভিযোগ, এরশাদের কাছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। সে রাতের আঁধারে সঙ্গীদের নিয়ে খামারে ঢুকে মাছ ধরে নিয়ে যায় এবং প্রতিবাদ করলেই অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়।

সর্বশেষ গতকাল রাত ২টার দিকে শহীদ মৎস্য খামার থেকে মাছ চুরির সময় হাতেনাতে ধরা পড়লে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় এরশাদ। খামারের পার্টনার আলাউদ্দিন মাহাদি জানান, “আমি নিজে প্রজেক্টে ছিলাম। তাকে মাছ ধরতে দেখে বাধা দিই, তখন সে সঙ্গে থাকা অস্ত্র তাক করে আমাকে ভয় দেখিয়ে পালিয়ে যায়।”

মালিক পক্ষের দাবি, ইতোমধ্যে প্রজেক্ট থেকে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার মাছ এরশাদ ও তার সহযোগীরা ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী বলছেন, এরশাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে।

তাদের জোর দাবি—এরশাদকে দ্রুত গ্রেফতার করে মাদক, অস্ত্র ও চুরির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

18/07/2025

⚠️ ১০-১৫ লাখ টাকার মাছ চুরি, অস্ত্র দেখিয়ে পালাল এরশাদ!
📍নোয়াখালী কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়ন চর কলমী চান্দু মার্কেট এলাকায়।

17/07/2025

জাতীয় সমাবেশের প্রস্তুতি: চরএলাহীতে জামায়াতের গণসংযোগ ও দাওয়াত কার্যক্রম

ইলিয়াছ আহমেদ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে এমপি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের নির্দেশনায় আগামী ১৯ জুলাই ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে পুরোদমে চলছে প্রচারণা ও দাওয়াত কার্যক্রম।

চরএলাহী ইউনিয়নের গাংচিল কিল্লার বাজার ইউনিটে নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে সমাবেশের আমন্ত্রণ পৌঁছে দিচ্ছেন। বাজারে এবং বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে তারা সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরছেন এবং বেশি করে জনগণকে ঢাকায় যোগদানের আহ্বান জানাচ্ছেন।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “জাতীয় সমাবেশ হচ্ছে গণমানুষের অধিকার আদায়ের মঞ্চ। সকলকে অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করতে হবে।”

12/07/2025

ডেন স্থাপনে রেনু পোনা চাষীর ৭ লক্ষ ও তিন মাছচাষির ৩ লক্ষ টাকার ক্ষতি!

ইলিয়াছ আহমেদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল কিল্লার বাজারের পূর্ব পাশে রেনু পোনা চাষী হান্নানের পুকুরের উপর দিয়ে জোরপূর্বক ডেন স্থাপন করেন স্থানীয় কয়েকজন প্রতিবেশী। এতে হান্নানের রেনু পোনা চাষে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়। একইসাথে আশপাশের তিনজন মাছচাষির পুকুরও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।

হান্নান ও অন্যান্য ভুক্তভোগী জানান, ডেন স্থাপনের ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়, পুকুরের পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং রেনু-পোনাসহ বিভিন্ন মাছ মারা যায়। দীর্ঘ সময় ধরে পুকুরে চাষাবাদ করে আসলেও এমন হঠাৎ আগ্রাসী ও বেআইনি ডেন স্থাপনায় তারা চরম বিপাকে পড়েছেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে এ ধরনের কাজ করে আসছেন। ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

12/07/2025

নামার বাজার সংলগ্ন আজ একটি সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিল গাংচিল ɴᴇᴡꜱ এর সাংবাদিক Elias Ahmed পেশাগত দায়িত্ব থেকে, কারো পক্ষ নিইনি তবুও তৃতীয় পক্ষ সাংবাদিকের ভিডিও করতে বাধা সহ হেনস্ত হামলায় শিকার হয় । তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,নিচে ভিডিও সহকারে দেওয়া হলো কোম্পানীগঞ্জ প্রেসক্লাব এর মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে

08/07/2025

সারা দেশে টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে রাস্তা ঘাট সহ ব্যাপক ক্ষয়ক্ষতি নোয়াখালী কোম্পানীগঞ্জ চরএলাহী ইউনিয়নে গাংচিল কিল্লার বাজার টু নদীর পাড়ে রাস্তা ভেঙে সংযোগ বিচ্ছিন্ন সেখান থেকে সরাসরি....

গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি
08/07/2025

গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

08/07/2025

মাইজদী হলি লাইফ হসপিটালে অপারেশনের রোগীর জন্য এক ব্যাগ
O+ পজেটিভ রক্ত প্রয়োজন
রক্ত দিয়ে সাহায্য করুন
018686-82644

গতকাল গাংচিল news যে শিশুটির পরিবারের খোঁজে একটি লাইভ করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আজ তার পরিবারের খোঁজ পাওয়া গেছে। ছেলেটি...
07/07/2025

গতকাল গাংচিল news যে শিশুটির পরিবারের খোঁজে একটি লাইভ করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আজ তার পরিবারের খোঁজ পাওয়া গেছে। ছেলেটির বাডি নোয়াখালী কোম্পানীগঞ্জ উড়ির চর। কিছুক্ষণ পরে ছেলেটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হবে।

🙏 যারা শেয়ার করেছেন, খোঁজ নিয়েছেন — সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

মানবিকতার পাশে থাকুন, গাংচিল নিউজের সাথেই থাকুন।
#মানবিকতা #সুখবর

চরএলাহীর ইসলামপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণনিজস্ব অর্থায়নে উদ্যোগ নিলেন দুই যুবদল নেতাইলিয়াছ আহমেদ কোম্পানীগঞ্জ প...
06/07/2025

চরএলাহীর ইসলামপুরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ
নিজস্ব অর্থায়নে উদ্যোগ নিলেন দুই যুবদল নেতা

ইলিয়াছ আহমেদ
কোম্পানীগঞ্জ প্রতিনিধ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিল্লার বাজারের পূর্ব পাশে ইসলামপুর সমাজে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। বর্ষা মৌসুমে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ত।

এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় দুই যুবনেতা—চরএলাহী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ছেরাজুল হক বাবুল এবং চরএলাহী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক প্রার্থী মহিন উদ্দীন — নিজস্ব অর্থায়নে প্রায় ১০০ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণ এবং পাইপ (ফাইভ) স্থাপনের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের উপস্থিতিতে দুই নেতাই সরেজমিনে থেকে পুরো কাজের তদারকি করেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি কার্যকর সমাধান হলো এই ড্রেনটি। এতে করে ইসলামপুর সমাজের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, কোন প্রকার সরকারি বরাদ্দ ছাড়াই সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে এই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজসেবায় নিজেদের দায়বদ্ধতা থেকে এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হয়েছেন বলে জানান দুই যুবনেতা।

স্থানীয় বাসিন্দারা তাদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এরকম জনকল্যাণমুখী কাজের প্রত্যাশা করছেন।

06/07/2025

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরএলাহীর জনদুর্ভোগ লাঘবে দুই যুবদল নেতাদের উন্নয়ন কাজ।

06/07/2025

মৌসুম দ্বার অনা বৃষ্টি হচ্ছে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গাংচিল ɴᴇᴡꜱ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাংচিল ɴᴇᴡꜱ:

Share