
13/04/2025
🌺 পহেলা বৈশাখ ১৪৩২ 🌺
নতুন বছরের নতুন শুরু — থাকুক শুধু ভালোবাসা ও শুভকামনা!
পুরনো যত ক্লান্তি, ভুলে যাই সব,
নতুন আশায় গড়ি আবার স্বপ্নের আবেশে রঙিন সব দিন।
দুঃখ ভুলে হাসি ছড়াই,
বন্ধনগুলো আরও জোরদার করি।
📜 বৈশাখ মানে ঢাকের বাজনা,
আলপনা, পান্তা-ইলিশ আর প্রাণের টান।
রাঙিয়ে দিক জীবন বৈশাখী রঙে,
মন ভরে উঠুক ভালোবাসার সুরে।
💫 আসুক বাঙালিয়ানা প্রাণে প্রাণে,
উৎসব হোক সবার সমানে সমানে।
💛 সবাইকে জানাই প্রাণভরা শুভেচ্ছা —
শুভ নববর্ষ ১৪৩২! 🎉