World Barta

World Barta Reed world news in Bengali.
বাংলায় পড়ুন বিশ্বের খবর। Organization by AmraSobai

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর আওয়ামী লীগের হামলার তীব্র ন...
24/09/2025

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র ...

20/09/2025

এশিয়া কাপ
শ্রীলঙ্কাকে ৪ উইকেট এ হারালো বাংলাদেশ

আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান #বিশ্বসংবাদ  #পাকিস্তান  #যুদ্ধ  #সেনাবাহিনী  #সৌদিআরব
18/09/2025

আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
#বিশ্বসংবাদ #পাকিস্তান #যুদ্ধ #সেনাবাহিনী #সৌদিআরব

কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন...

জুলাই সনদ ৪ পদ্ধতি বাস্তবায়নে মত দিলেন বিশেষজ্ঞরা #নির্বাচন  #জুলাইবিপ্লব  #নির্বাচন  #বাংলাদেশ  #বিএনপি
17/09/2025

জুলাই সনদ ৪ পদ্ধতি বাস্তবায়নে মত দিলেন বিশেষজ্ঞরা
#নির্বাচন #জুলাইবিপ্লব #নির্বাচন #বাংলাদেশ #বিএনপি

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বিষয়গুলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্.....

তিস্তা প্রকল্প আগ্রহী চীন #অন্যান্যখবর  #চীন  #বাংলাদেশ
16/09/2025

তিস্তা প্রকল্প আগ্রহী চীন
#অন্যান্যখবর #চীন #বাংলাদেশ

তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন। এ লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাবে দেশটি। চীনে...

12/09/2025

চার্লি কার্কে মৃ ত্যু তে তারেকের শোক, বিপ্লবী পরিষরদের নিন্দা
বিস্তারীত কমেন্টএ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়ে...
10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।
#ক্যাম্পাস #ক্যাম্পাস #ডাকসুনির্বাচন #ঢাকাবিশ্ববিদ্যালয় #নির্বাচন #বাংলাদেশ #শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সা.....

09/09/2025

#পূর্বে_পূরণ_করা_ব্যালট_দেওয়ার_প্রসঙ্গে

ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ প্রচারিত হয়েছে তা হচ্ছে একজন ভোটারকে পূর্বে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছে।

এই ভুলটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভোট মোট ২৮ টি। এর জন্য ৫ টি ব্যালট পেপার রয়েছে। কিন্তু ওই ভোটার ভুলক্রমে ৬ ব্যালট পেয়েছিল ভোট দেওয়ার জন্য। পরবর্তীতে সে বুঝতে পেরে সেটা বুথে ফেরত দেয়। এরপর ওই দায়িত্বরত কর্মকর্তা পূরণ করা ব্যালটি আরেকজন কে দিলে এটা জানাননি হয় এবং তৎক্ষনাৎ সমাধান করা হয়।
পরে এই ব্যালটটি কার্জন হল কেন্দ্রের প্রধান রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়। ফাইনালি ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ভিডিওতে কথা বলছেন কার্জন হল কেন্দ্রের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন।

ভিডিও ক্রেডিট: ইসমে আজম, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ডাকসু নির্বাচন :  ভোট শুরু, বিস্তারিত কমেন্ট এ 👇 #ক্যাম্পাস  #ক্যাম্পাস  #ঢাকাবিশ্ববিদ্যালয়  #নির্বাচন  #বাংলাদেশ  #শিক...
09/09/2025

ডাকসু নির্বাচন : ভোট শুরু, বিস্তারিত কমেন্ট এ 👇
#ক্যাম্পাস #ক্যাম্পাস #ঢাকাবিশ্ববিদ্যালয় #নির্বাচন #বাংলাদেশ #শিক্ষা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে  আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূ...
08/09/2025

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

#নির্বাচন #আওয়ামীলীগ #নির্বাচন #বাংলাদেশ #বিশ্ববার্তা #শেখহাসিনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্...

01/09/2025

ডাকসুর বিরুদ্ধে রিটের নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র'

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট করার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র'র সম্পৃক্ততার কথা জানা গেছে।

বাংলাদেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চিফ রাজিব কুমার অগ্নিহোত্রীর উদ্যোগে এ রিট করা হয়। রিটের সঙ্গে জড়িত বাদী, আইনজীবী ও বিচারপতিরা সবাই র’র নেটওয়ার্কে জড়িত।

রিট আবেদনকারী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ছাত্রী বিএম ফাহমিদা আলম। তিনি 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' নামে তিন বাম ছাত্রসংগঠনের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয় সম্পাদক।

তার ব্যাপারে গোয়েন্দা সংস্থা জানতে পারে, 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের প্রার্থী হলেও ফাহমিদা আলমের চব্বিশের জুন থেকে আগস্ট পর্যন্ত কোটা আন্দোলনের বিরোধিতা করেন। তার ফেসবুকে কোটা আন্দোলন বিরোধী ও গণহত্যার পক্ষে পোস্ট ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ এর জুলাই থেকে আগস্টের ৭ তারিখ পর্যন্ত নিজ ফেসবুক টাইম লাইনের সব পোস্ট গোপন করে ফেলেন।

গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ফাহমিদা আলম তার জুলাই বিরোধী পোস্ট গোপন করলেও তার বিরোধী মনোভাব পুরোপুরি স্পষ্ট। কারণ গত এক বছরেও তিনি জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট দেননি। এমনকি কোন শহীদ কিংবা আহতকে নিয়ে তিনি কিছু লেখেননি।

ফাহমিদা আলমের তৎপরতা সম্পরকে গোয়েন্দা তথ্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে শিবিরের জুলাই প্রদর্শনীতে হাঙ্গামায় তিনি জড়িত ছিলেন। এরপর একজন পথচারী হাঙ্গামাকারীদের যৌনাক্ত ভঙ্গিতে ছবি তোলেন বলে প্রচারটিও তিনি করেন। চারুকলা অনুষদে শিবিরের ফেস্টুন ভেঙে ফেলার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার মিশনে ফাহমিদা আলম ভূমিকা রাখছে বলে তার তৎপরতায় প্রতীয়মান হয়েছে।

এদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্যের বিশ্লেষক গৌতম দাস দাবি করেছেন, র’ এর স্টেশন চিফ রাজিব কুমার অগ্নিহোত্রী ঢাকায় বসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেঞ্জাম লাগানর চেষ্টা করছেন। এর অংশ হিসেবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একযোগে হামলা ও নির্বাচন বিরোধী রিট করা হয়েছে। এর মাধ্যমে র’ শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানো ও ফের ক্ষমতায় বসাতে চায় বলে গৌতম দাসের পর্যবেক্ষণ।

রিট আবেদন নিয়ে র’র সম্পৃক্ততার বিষয়টি আরও স্পষ্ট হয় আবেদনকারীর পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার শাহবাগী পরিচয় ও লীগের বিচারপতি হাবিবুল গনি ও বিএনপির বিচারপতি শেখ তাহসিন আলীর বিষয়ে আগে থেকে প্রাপ্ত ভারত কানেকশনের কারণে।

জানা গেছে, ফাহমিদার 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। এ তিনটি সংগঠন সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন। সংগঠনগুলো ২০১৩ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে পরিচালিত শাহবাগ এমবি সন্ত্রাসে সক্রিয় ছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেকায়দায় পড়া র’কে পুনর্গঠনে এ সংগঠনগুলো ভূমিকা পালন করছে।

এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চিফ রাজিব কুমার অগ্নিহোত্রী ঢাকায় তৎপরতা চালাতে ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের পরিচয় ব্যবহার করেন। তবে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন মনে করে রাজিব কুমার অগ্নিহোত্রী তার পরিচয় নিজেই উন্মোচন করেছিলেন।

Khomenee Ehsan ফেসবুক থেকে সংগৃহীত.

01/09/2025

হাই কোর্ট না ডাকসু!
উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

World Barta, House # 97, Road # 11/A, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when World Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Barta:

Share

Category