26/05/2023
ঘূর্ণি ঝড় মোখার কিছুদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম , ভিন্নধর্মী একটা ট্যুর প্লান করে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল অফসিজনে কক্সবাজার কেমন লাগে ঘুরে দেখতে। এছাড়া বেশ কিছু স্পট আছে যেগুলোতে কখনো যাওয়া হয়নি। অনেকগুলো জায়গায় ঘুরেছি অনেক বড় ভিডিও হবে তাই পার্ট পার্ট করে দিলাম। এটা ছিল প্রথম পর্ব ।😉