Shuchi’s Vlog

Shuchi’s Vlog Assalamu Alaikum everyone. It’s my page Shuchi’s Vlogs .me glad to share my daily life .pray for me❣️
(2)

31/01/2025

সবাই কেমন আছেন ??

31/01/2025

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারাক
সবাইকে🌸💞

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউনআল্লাহ তাকে জান্নাতবাসি করুন।আল্লাহ আপনি Sanvee's by Tonyপরিবারকে এই শোক সইবার শক্ত...
15/01/2025

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন
আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।
আল্লাহ আপনি Sanvee's by Tony
পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন…আমীন🤲

16/10/2024

আসসালামু আলাইকুম শুভদুপূর সবাইকে☀️

16/10/2024

I gained 10 followers, created 1 post and received 4 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

09/06/2024

আসসালামু আলাইকুম
শুভসকাল সবাইকে

মেলা নিয়ে একটু বিজি তাই পেইজে সময় দিতে পারছিনা ।আমার কথা কি আমার প্রিয় ভাইবোনেরা মনে রেখেছে না ভূলে  গেছে ?যদিও ভার্চুয়া...
08/06/2024

মেলা নিয়ে একটু বিজি তাই পেইজে সময় দিতে পারছিনা ।
আমার কথা কি আমার প্রিয় ভাইবোনেরা মনে রেখেছে না ভূলে গেছে ?
যদিও ভার্চুয়াল জগৎটাই এমন আমি বিশ্বাস করি ।
আমার এক্টিভিটি থাকলেই সবাই আমাকে মনে রাখবে নয়তো আমি হারিয়ে যাবো এটা স্বাভাবিক।
তারপরও কে কে মনে রেখেছেন আমাকে খুব জানতে ইচ্ছে করলো 😊💝




আমার এক বন্ধু বিরাট বড় কোকের পাগল, সে কোকের পিছনে এই দুই বছর যত টাকা ঢালছে তাতে মনে হয় গাজীপুর সিটি কর্পোরেশনে এক দুই খা...
08/06/2024

আমার এক বন্ধু বিরাট বড় কোকের পাগল, সে কোকের পিছনে এই দুই বছর যত টাকা ঢালছে তাতে মনে হয় গাজীপুর সিটি কর্পোরেশনে এক দুই খান বাড়ি বানানো যেতো।
ইদানীং সে কোক খাওয়া ছেড়ে দিয়েছে।
এর আগেও ওজন কমানোর তাগিদে সে একশ চল্লিশ বারের বেশি কোক ছাড়ার ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়ার পরপরই তার কোকের জন্য গলা শুকিয়ে গেছে, সে ঝপাৎ করে কোক কিনে খাওয়া শুরু করেছে। এইবারও আমরা তাই ভেবেছি, দুদিন পরই কপকপ করে কোক খাবে।
কিন্তু সে খেলোই না। শুধু কোক না, পেপসি টু যত ই*স*রা*ইলের পন্য বাদ দেওয়া সম্ভব সবই বাদ দিয়ে ঝিম মেরে বসে রইলো। অন্যসব বাদ দেওয়া তার জন্য দূরহ নাও হতে পারে, কিন্তু চার মাস সে কোক পুরো ছেড়ে বসে আছে এই তথ্য তার নিজের আম্মা জানার পরও বিশ্বাস করেনি,
আমরা তো দূরের কেইস।
কারণটা খুব সাধারণ, তার একার কোক খাওয়া না খাওয়াতে হয়তো তেমন কিছু আসবে যাবে না, কিন্তু এটা তার জন্য মনের শান্তি।
দুনিয়ার এক প্রান্তে নির্বিচারে গনহত্যা চলছে, আর সেই গনহত্যার মূলনায়কের একটা প্রডাক্ট বর্জন করে যতটা সম্ভব প্রতিবাদ করছে।

আর দশটা মানুষের প্রতিবাদ হয়তো এই লেভেলেই থেমে যেতো, কিন্তু সে আরেকটা কাণ্ড ঘটিয়ে ফেলল, টার্ম ফাইনালের প্রেজেন্টেশনের পিপিটি ফাইলের শেষ স্লাইডকে আমরা বলি থ্যাংক ইউ স্লাইড। এই স্লাইড অন্য সবাই ফুল পাতা লতা দিয়ে সাজিয়ে একসার করে। সে পুরো উলটো কাহিনি করে বসলো।
থ্যাংক ইউ স্লাইডের বদলায় গাজার ধ্বংসস্তপের ছবি সাথে হ্যাশট্যাগ স্টপ গাজা জেনোসাইড দিয়ে প্রেজেন্টেশন শেষ করলো। পুরো রুমে পিন পতন নিরবতা। দুই কোর্স ইন্সট্রাকটর কটকট করে তার দিকে তাকিয়ে আছে।

"রিসার্চ ওয়ার্কে রাজনীতি ঢুকানোর কারণে তোমাকে আমি জিরো দিতে পারি এই তথ্য জানো?" এক স্যার খড়খড়ে গলায় বলল।
আমার বন্ধু শান্ত গলায় বললো, "এটা রাজনীতি না স্যার, এটা জেনোসাইড। এখানে নির্বিচারে মানুষ মারা হচ্ছে। রিসার্চ করে কি লাভ যদি মানুষই না বাচে? সাইন্স ইজ ফর পিপল।"

আরেক কোর্স ইন্সট্রাকটর কড়া গলায় বলল, এতে কি লাভ হলো? তোমার এই প্রেজেন্টেশন তো ই*জ*রা*&ইল দেখে নাই যে তারা তোমার প্রতিবাদের ঝড়ে উড়ে যুদ্ধ থামাবে।"
"এই রুমের ত্রিশজনের মত মানুষ আছে, স্যার। এই ত্রিশজন মানুষ এই প্রেজেন্টেশন দেখবে। তারা আজকে একবার হলেও এই গণহত্যার কথা ভাববে। ত্রিশজনের মধ্যে পনেরজন বাসায় গিয়ে এটা নিয়ে সার্চ দেবে, শেয়ার দেবে। এই পনেরজনের মধ্যে একজন হয়ত ভবিষ্যতে বড় কোনো পজিশনে যাবে। আমাদের পক্ষ থেকে সে তখন বলতে পারবে। ইট'স লাইক এ চেইন রিয়েকশন।"
আমার বন্ধুর উত্তরটা ছিলো এইরকম।

ক্লাশের পিনপতন নিরবতা ভেঙে তালির শব্দে সে দিন ডিন অফিস থেকে লোক পর্যন্ত ছুটে এসেছিলো।

গল্প এখানেই শেষ। তবে একটা ছোট তথ্য শেয়ার করার লোভ সামলাতে পারছি না। সেই প্রেজেন্টেশন আমার বন্ধু পেয়েছিল ২০ মার্ক। পুরো প্রেজেন্টেশনে মার্ক ছিলো ১৫, এক্সটা ৫ নাম্বার সে পেয়েছে খুব সহজ একটা কারনে, কারণ সে তার শেষের স্লাইড দিয়ে প্রুভ করতে পেরেছে "রিসার্চ ইজ ফর পিপল।"
এবং একটা ছাত্র ছাত্রীও, আমাদের মিনমিনা... টপারগুলো পর্যন্ত বিন্দুমাত্র কথা বলেনি তার মার্কিং নিয়ে।

আমার এই কাহিনি শেয়ারের উদ্দেশ্য খুব সাধারণ। রা*ফায় যে গনহত্যা চলছে, তা নিয়ে যারা শেয়ার করছে বা লেখালিখি করছেন তারা প্রায়শই হয়ত শুনে যাচ্ছে, "তুমি একলা কি করবা? তারা কি তোমার কথায় যুদ্ধ বন্ধ করবে?"

উত্তরটা হচ্ছে একা একা না। আপনার আমার শেয়ার করা এই লেখা বা ভিডিও আর দশটা মানুষের কাছে যাবে, তারাও দেখবে আর জানবে পৃথিবীর অন্যপ্রান্তে আপনার আমার মতোই মানুষগুলো কি ভয়ংকর বিভীষিকাময় দিন কাটাচ্ছে...

কেউ শুনুক, আর নাই বা শুনুক।



[সংগ্রহীত]


কপি করে ছড়িয়ে দিতে পারেন।
゚ ゚

🎉 Facebook recognized me as a top rising creator this week!
27/05/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

https://youtu.be/99INPIItX2Y?si=SjcakuKoXNMNuJsR৩০০ফুটের নিউ ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলটা ঘুরে ভিডিওটি দেখে আসবেন প্র...
27/05/2024

https://youtu.be/99INPIItX2Y?si=SjcakuKoXNMNuJsR
৩০০ফুটের নিউ ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলটা ঘুরে ভিডিওটি দেখে আসবেন প্রিয়া ভাইবোনেরা আমার🙏❤️‍🩹




Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shuchi’s Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuchi’s Vlog:

Share

Category