15/10/2025
বাংলাদেশের কৈশোরের সঙ্গী, তুমুল জনপ্রিয় কিশোর সিরিজ 'তিন গোয়েন্দা'-এর স্রষ্টা, প্রখ্যাত লেখক ও অনুবাদক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও পাঠক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড—এই তিনটি নাম বাংলাদেশের কয়েক প্রজন্মের কিশোর-কিশোরীদের কাছে এক স্বপ্নের নাম। আশির দশক থেকে শুরু করে প্রায় তিন দশক ধরে রকিব হাসানের লেখনীতে জীবন্ত হয়ে উঠেছিল এই তিন কিশোর গোয়েন্দা। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত এই সিরিজটি শিশু-কিশোরদের বই পড়ার জগতে এক বিপ্লব এনে দিয়েছিল। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা হলেও, রকিব হাসান তার অনবদ্য অনুবাদ ও লেখনীর জাদুতে সিরিজটিকে এ দেশের কিশোর-কিশোরীদের উপযোগী করে তুলেছিলেন। রকি বিচ, ক্যালিফোর্নিয়া শহরকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যা এ দেশের পাঠকদের কাছেও আপন হয়ে উঠেছিল।
রকিব হাসানের হাত ধরেই বাংলাদেশের কিশোররা প্রথম গোয়েন্দা কাহিনীর স্বাদ পায়। তার ঝরঝরে ও সাবলীল গদ্য অগণিত পাঠককে বইমুখী করতে সাহায্য করেছে। 'তিন গোয়েন্দা' ছাড়াও তিনি সেবা প্রকাশনীর জন্য আরও বেশ কিছু জনপ্রিয় সিরিজ ও বই অনুবাদ করেছেন।
আগামীকাল বাদ জোহর তার জানাজা শেষে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।