Lokman EBNE-Nurr

Lokman EBNE-Nurr Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lokman EBNE-Nurr, Digital creator, Dhaka.

16/11/2024

রডের পরিমাপ।

10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -8.4 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /533) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন।

19/04/2024

নম্বর প্লেটের বিন্যাস:
গাড়ির নম্বর প্লেট দুটি অংশে বিভক্ত:
প্রথম অংশ:
এটিতে একটি বা দুটি বর্ণ থাকে যা গাড়ির ধরন নির্দেশ করে।

কিছু উদাহরণ:
ক - ৮০০ সিসি প্রাইভেটকার
খ - ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার
গ - ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার
চ - মাইক্রোবাস
ছ - ভাড়ায় চালিত মাইক্রোবাস / লেগুনা।
জ - বাস (মিনি)
হ - ৮০-১২৫ সিসি মোটরবাইক
ল - ১৩৫-২০০ সিসি মোটরবাইক
ঘ – জীপগাড়ি
ন – পিকআপ (ছোট)
থ – সি এন জি (ভাড়ায় চালিত
প - taxi cab
ড - ট্রাক ( মাঝারি)
ম - pickup (delivery)
ট – ট্রাক (বড়)
ঝ - Bus (coaster)
ঠ – ডাবল কেবিন পিকআপ
ই – ট্রাক (ভটভটি)

দ্বিতীয় অংশ:
এটিতে একটি সংখ্যা এবং একটি বর্ণ থাকে যা গাড়ির নির্দিষ্ট সনাক্তকরণ নম্বর।
নম্বর প্লেটের রঙ:

সাদা: ব্যক্তিগত যানবাহন
হলুদ: বাণিজ্যিক যানবাহন
কালো: সরকারি যানবাহন

লাল:
রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী,
স্পীকার,
বিচারপতি এবং
অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।

25/03/2024
"এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার...
25/03/2024

"এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে।
ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল।
কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকু বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায় নি।
কাকু জিজ্ঞেস করলো-- হারটি আনো নি ?
ছেলেটি বললো-- না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকু বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিষকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।

এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো...যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনা।
(Copy)

25/03/2024

জেনে রাখা ভালো।

বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৮টি কিন্তু ক্যাডারগুলো কি কি আমরা অনেকেই জানি না
তাই বিসিএস প্রত্যাশী সবারই জানা উচিৎ; ∎

১. # বিসিএস(প্রশাসন)
২. বিসিএস (খাদ্য)
৩. বিসিএস (কৃষি)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (মৎস্য)
৬. বিসিএস (পশুপালন)
৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
৯. বিসিএস (অর্থনীতি)
১০. বিসিএস (বাণিজ্য)
১১. বিসিএস (পরিসংখ্যান)
১২. বিসিএস (গণপূর্ত)
১৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৪. বিসিএস (সড়ক ও জনপথ)
১৫. বিসিএস (টেলিযোগাযোগ)
১৬. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৭. বিসিএস (শুল্ক ও আবগারী)
১৮. বিসিএস (কর)
১৯. # বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
২০. বিসিএস (স্বাস্থ্য)
২১. বিসিএস (পরিবার পরিকল্পনা)
২২. বিসিএস (তথ্য)
২৩. বিসিএস (ডাক)
২৪. # বিসিএস (পুলিশ)
২৫. বিসিএস (আনসার)
২৬. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৭. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৮. বিসিএস (সমবায়)

25/03/2024

------👇গুরুত্বপূর্ণ পোস্ট👇---

#কিশোরগঞ্জ শহরের কিছু ক্লিনিকের ঠিকানা ও সিরিয়াল নেওয়ার নাম্বারঃ

#ক্লিনিকের_নাম:
ডিজিল্যাব কিশোরগঞ্জ।
স্থান: হালিমা প্লাজা, কালিবাড়ি মোড়, স্টেশন রোড, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01747-988061

#ক্লিনিকের নাম:
মেডিল্যাব হেলথ সেন্টার লিঃ
স্থান: স্টেশন রোড, কিশোরগঞ্জ
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01715-191172
01678-221111

#ক্লিনিকের নাম:
শিখা ডায়াগনস্টিক সেন্টার।
স্থান: হাসপাতাল রোড, বটতলা, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01712-738075
01915-923290

#ক্লিনিকের নাম:
হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল।
স্থান: পরিবহন ভবন, স্টেশন
রোড, আওয়ামীলীগ অফিসের
বিপরীতে, কিশোরগঞ্জ
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01705-014050
01777-595969

#ক্লিনিকের নাম:
বিডি ল্যাব হেলথ সেন্টার।
স্থান: গাইটাল (সার্কিট হাউস ও সিভিল সার্জন অফিস সংলগ্ন) কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01919-624747
01688-624747

#ক্লিনিকের নাম:
পপুলার হাসপাতাল (বিডি) লিঃ
স্থান: ৮৮/১, জামিয়া রশিদ, ঈদগাহ রোড, রেলগেইট সংলগ্ন শোলাকিয়া, কিশোরগঞ্জ।

#ক্লিনিকের নাম:
মর্ডান হেলথ কেয়ার সেন্টার।
স্থান: প্রিয়াঙ্গন ভবন, একরামপুর, কিশোরগঞ্জ
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01765-023255

#ক্লিনিকের নাম:
বৃন্দা ডায়াগনস্টিক সেন্টার।
স্থান: সোহাগ টাওয়ার, পুরানাথানা, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01716-286252
01611-205001

#ক্লিনিকের নাম:
মেডিস্ক্যান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন।
স্থান: ভোটারী ক্লাব ভবন (সদর থানার পেছনে) কাজী নজরুল ইসলাম সড়ক, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01746-611166
01792-795684

#ক্লিনিকের নাম:
মিডটাউন হসপিটাল।
স্থান: আওয়ামী লীগ অফিস সংলগ্ন, স্টেশন রোড, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01787-224525

#ক্লিনিকের নাম:
জীবন দীপ হেলথকেয়ার।
স্থান: আখড়া বাজার ব্রিজ সংলগ্ন, সাবেক মেরিস্টোপস ক্লিনিক, মাস্টার প্লাজা, কিশোরগঞ্জ।

#ক্লিনিকের নাম:
সেন্ট্রাল হসপিটাল।
স্থান: রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে, বি.ও.সি ও করগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন, কিশোরগঞ্জ
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01971-541542
01971-541543

#ক্লিনিকের নাম:
গাউছুল আজম ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক।
স্থান: নগুয়া( কদমতলা) হোসেনপুর রোড, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01786-681119
01799-498744

#ক্লিনিকের নাম:
ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
স্থান: মাঞ্জু ভিলা, ঈদগাহ রোড, পুরান থানা ,কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01715-088299
01615-088299

#ক্লিনিকের নাম:
দি খিদমা জনতা হসপিটাল লিঃ
স্থান: ২৪৫, ধানসিঁড়ি, হয়বতনগর, কিশোরগঞ্জ।
সিরিয়াল দেওয়ার নাম্বার:
01748-755221
01871-984219

ধন্যবাদ♥।

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৪ এ কিশোরগঞ্জের গর্বিত সন্তানগন-অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার...
02/03/2024

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৪ এ
কিশোরগঞ্জের গর্বিত সন্তানগন-
অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন
অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার
এসপি, তানভীর সালেহিন ইমন
অতিরিক্ত এসপি, এনামুল হক সাগর

বিপদের সময় পাশে থাকাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব।
23/02/2024

বিপদের সময় পাশে থাকাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lokman EBNE-Nurr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share