28/10/2025
সময় সুযোগ বুঝে মরণ কামড় দেওয়ার জন্য র্যাব, পুলিশ, প্রশাসন, আমলা, গোয়েন্দা সব জায়গাতে খাসীনার বাছাইকৃত বাকশালীরা বসে আছে। অথচ ইউনুস সরকার বেখেয়াল; আর রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের ধান্দায়।
খাসীনাভক্ত এই তুতুরগুলো নির্বাচন, ক্ষমতা - সবকিছু জায়গামতো হান্দায়ে দিবে।