Pinaki The Legend

Pinaki The Legend ''A political refugee rooted in France, yet my soul lingers in Bangladesh.

Uprooted, but not unbound—I live there still, in memory, in feeling, in every shared joy and sorrow of daily life."

সময় সুযোগ বুঝে মরণ কামড় দেওয়ার জন্য র‍্যাব, পুলিশ, প্রশাসন, আমলা, গোয়েন্দা সব জায়গাতে খাসীনার বাছাইকৃত বাকশালীরা বসে আছে...
28/10/2025

সময় সুযোগ বুঝে মরণ কামড় দেওয়ার জন্য র‍্যাব, পুলিশ, প্রশাসন, আমলা, গোয়েন্দা সব জায়গাতে খাসীনার বাছাইকৃত বাকশালীরা বসে আছে। অথচ ইউনুস সরকার বেখেয়াল; আর রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের ধান্দায়।

খাসীনাভক্ত এই তুতুরগুলো নির্বাচন, ক্ষমতা - সবকিছু জায়গামতো হান্দায়ে দিবে।

গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে গাদ্দারদের রুখে দাঁড়ান।(আমার বক্তব্যের সমর্থনে সাপোর্টিভ ডকুমেন্টগুলো পড়তে চাইলে ক...
28/10/2025

গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে গাদ্দারদের রুখে দাঁড়ান।

(আমার বক্তব্যের সমর্থনে সাপোর্টিভ ডকুমেন্টগুলো পড়তে চাইলে কমেন্টবক্স চেক করুন।)

26/10/2025

ইসকন কেন নিষিদ্ধ হবেনা!

প্রাণপ্রিয় অভিভাবক ছেড়ে আসার পুরস্কার হিসেবে,কোষাধ্যক্ষ পদটা তো দেওয়াই যায়!
26/10/2025

প্রাণপ্রিয় অভিভাবক ছেড়ে আসার পুরস্কার হিসেবে,
কোষাধ্যক্ষ পদটা তো দেওয়াই যায়!

24/10/2025

সবাই এই ভিডিওটা দেখুন। আপনারাই বিচার করুন, ওয়াকারের বিরুদ্ধে আমার অবস্থান ঠিক ছিল কি না। দুর্বৃত্ত জেনারেলদের রক্ষার জন্য ওয়াকার কিভাবে চেষ্টা করেছিল সেটি ব্রিগেডিয়ার আযমীর সাক্ষাৎকারে দেখুন।

ওয়াকারের পক্ষ নিয়ে কয়েকজন আমাদের ওপর আক্রমণ করেছিল। ওয়াকার আর দিল্লির দাস এমনভাবে বিষয়টা দেখাতে চেয়েছিল যে, কিছু খারাপ জেনারেলের বিরুদ্ধে আমাদের অবস্থান নাকি পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে।

তারা আমাদের কথাকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন আমরা সেনাবাহিনী আর সাধারণ মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে চাই।

এখন তো সব ক্লিয়ার!

বাংলাদেশের চার উজ্জ্বল নক্ষত্র, যারা কুটনামীকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।(পুরাতন meme অ্যালবাম থেকে রিপোস্ট  by অ্যাডমিন)
23/10/2025

বাংলাদেশের চার উজ্জ্বল নক্ষত্র, যারা কুটনামীকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।

(পুরাতন meme অ্যালবাম থেকে রিপোস্ট by অ্যাডমিন)

22/10/2025

ডিজিএফআই থাকছে না!

21/10/2025

জুলাই সনদ: কেন একটা ফালতু?

যেই সেনাপ্রধানদের নিয়ে বিএনপি উচ্ছ্বসিত থাকে তারাই বিএনপির সাথে বেঈমানী করে। জেনারেল নাসিম আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্...
21/10/2025

যেই সেনাপ্রধানদের নিয়ে বিএনপি উচ্ছ্বসিত থাকে তারাই বিএনপির সাথে বেঈমানী করে। জেনারেল নাসিম আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে ক্যু করতে গেছিলো। কয়কজনকে টপকায়ে মঈন ইউকে সেনাপ্রধান বানাইছিলো খালেদা জিয়া সেও ক্যু করলো ইয়াজউদ্দিনের বিরুদ্ধে।

জেনারেল নাসিমকে সেনাপ্রধান করার খবরে মিডিয়ায় উচ্ছ্বাস। তারা জানে কী সর্বনাশ ডাকলো বিএনপি।

বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট বাকশাল আমলে বাংলাদেশ ছিল ই/ন্ডি/য়ার কাছে দুধেল গাভীর মতো। ইজিলি টাকা কামানোর একটি মেশিন। বাকশালে...
19/10/2025

বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট বাকশাল আমলে বাংলাদেশ ছিল ই/ন্ডি/য়ার কাছে দুধেল গাভীর মতো। ইজিলি টাকা কামানোর একটি মেশিন। বাকশালের ধই/ঞ্চা নেতারা নিজেরা কষ্ট করে ব্যবসা না করে সব তাদের ভারতমাতার ব্যবসায়ীদের দিয়ে দিয়েছিল। বিনিময়ে মজু গু/ন্ডার পরিবার কমিশন পেত।

২০২৪ সালের ৫ আগস্টের পর সেই দুধেল গাই এখন আগের মতো দুধ দেয় না। এখন যত নাশকতা ও স্যাবোটাজ চলছে সেগুলো বন্ধের একমাত্র ফর্মুলা হলো যতবার নাশকতা হবে ততবার ভারতের সাথে একটা করে অতিরিক্ত চুক্তি বাতিল করতে হবে। দেখবেন ধান্দায় যত আ/ঘা/ত আসবে তত দ্রুত এসব ফাইজলামি অফ হয়ে যাবে।

~এনএসআই এবং ডিজিএফআই ইউনূস সরকারের বিরুদ্ধে সক্রিয়~জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা; গত বৃহস্পতিবার গভীর রাতে ‘জুলাই য...
19/10/2025

~এনএসআই এবং ডিজিএফআই ইউনূস সরকারের বিরুদ্ধে সক্রিয়~

জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা; গত বৃহস্পতিবার গভীর রাতে ‘জুলাই যোদ্ধা’দের জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ এবং শুক্রবার সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান ও পরবর্তীতে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সংঘর্ষ; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের আন্দোলনের আগাম খবর সরকার প্রধানকে এনএসআই, ডিজিএফআই ও এসবি জানাতে পারেনি।

ছাত্রলীগ, যুবলীগ এবং ইন্ডিয়ান এজেন্টে ভরে আছে পুরো এনএসআই। এই প্রতিষ্ঠানটি সার্বক্ষণিকভাবে দেশের সবগুলো দফতরকে ভুল তথ্য দিয়ে, বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা ছড়িয়ে বিভ্রান্ত করছে। পাশাপাশি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী সকল তথ্য সংগ্রহ করে তা ‘র’-এর হাতে তুলে দিচ্ছে। মহাপরিচালক হিসেবে যে জেনারেল এখানে কর্মরত আছেন তিনি সেনাপ্রধানের খুবই বিশ্বস্ত ব্যক্তি ও তার ইচ্ছায় এই পদে নিয়োগপ্রাপ্ত। সেজন্য সেনাপ্রধান ও তার জেনারেল চক্রের কার্যকলাপ সম্পর্কে এই ব্যক্তি কোন একটি ঘটনাতেও অন্তর্বর্তীকালীন সরকারকে আগাম কোন তথ্য দিতে সক্ষম হননি।

গুম, খুন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের সাথে জড়িত জেনারেলরা একে একে যে সবাই ইণ্ডিয়ায় পালিয়ে গেল। গাঢাকা দেয়ার আশঙ্কা বা এই অপরাধীদের কোন সন্ধান কখনোই ডিজিএফআই-এর ওয়াকারপ্রিয় ডিজি সরকারকে দিতে পারেনি।

17/10/2025

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বহু বছর ধরে আমি তার সরকারের চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি লাগাতার প্রতিবাদ করে এসেছি। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ক্যাম্পেইন করে এসেছি দেশে এবং বিদেশের মানুষকে জানাতে কীভাবে হাসিনা তার অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, ভিন্নমতের সমাজকর্মী ও মানুষ, সাংবাদিক সবাইকে গুম-খুন-জুলুমের শিকার করেছে।

আমার কিছু সমালোচক তখন বলতো আমি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাসিনার সরকারের বিরোধীতা করছি এবং ওই সরকারের মানবাধিকারের ঘটনার উপর আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, টুইট বা ক্যাম্পেইন ইত্যাদি ছিলো অতিরঞ্জিত।

হাসিনার ফ্যাসিস্ট সরকারকে আমাদের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে উৎখাত করেছে। তারপর গত একবছরে গুম কমিশন ও ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুন্যাল তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখিয়েছে যে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে হাসিনার আমলে যে সব জুলুমের কথা বলে এসেছিলাম তা সব সত্যি ছিলো।

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমকে দীর্ঘ আট বছর আয়নাঘরে গুম করে রেখে হাসিনার সরকার ও তার ফোর্সের পিশাচ অফিসারেরা কী অমানুষিক নির্যাতন করেছিলো তা এই ডকুমেন্টারী দেখলে জানতে পারবেন। বুঝতে পারবেন হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি কেন আপ্রাণ লড়াইয়ের প্রতিজ্ঞা করেছিলাম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinaki The Legend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share