Pinaki The Legend

Pinaki The Legend ''A political refugee rooted in France, yet my soul lingers in Bangladesh.

Uprooted, but not unbound—I live there still, in memory, in feeling, in every shared joy and sorrow of daily life."

শেখ রুমিনুর রহমান তো জুলাই বিপ্লবের পরে আজান দিয়া দখল শুরু করিছে। উর নাকি জমিজমা নাই, ফ্যাট থুক্কু, ফ্লাট, প্লট কিছুই না...
29/08/2025

শেখ রুমিনুর রহমান তো জুলাই বিপ্লবের পরে আজান দিয়া দখল শুরু করিছে। উর নাকি জমিজমা নাই, ফ্যাট থুক্কু, ফ্লাট, প্লট কিছুই নাই। এখন মোকদ্দমা তো খুব চলতেছে। কেইসটা কী?

মামলার তারিখ দেখেন, চৌঠা সেপ্টেম্বর ২০২৪। যখন রুমিন গত্তো থিকা বাইর হইছে।

পাশে শেখ রুমিনুর এর দখল বাহিনী। এর মধ্যে কেউ কেউ নির্বাচন কমিশনের গুন্ডাবাজিতেও ছিলো।

নোয়াখালী কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ছিল এক সময় নদীভাঙন ঠেকানোর একমাত্র রক্ষাকবচ। কিন্তু অবাধ বালু উত্তোলনের কারণে নদ...
27/08/2025

নোয়াখালী কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ছিল এক সময় নদীভাঙন ঠেকানোর একমাত্র রক্ষাকবচ। কিন্তু অবাধ বালু উত্তোলনের কারণে নদীর তীব্র স্রোতে সেটি ভেঙে যায়।

প্রতিদিন নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও রাস্তাঘাট। দিশেহারা হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলের নিরীহ পরিবারগুলো। ধীরে ধীরে ছোট হয়ে আসছে কোম্পানীগঞ্জের মানচিত্র।

এই অবৈধ বালু উত্তোলনের শুরু কাডাল রানীর আমলে কাউয়া কাদেরের ছোট ভাই মির্জা কাদে্রের স/ন্ত্রা/সী বাহিনীর ছত্রছায়ায়। পট পরিবর্তনের পর একই চক্রের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়ে নতুন অভিভাবক হয়ে উঠেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ আজ ধ্বংসের মুখে। এখনই প্রতিরোধ গড়ে না তুললে কাল হয়তো পুরো উপকূলই হারিয়ে যাবে নদীর গর্ভে।

গত বছরের ৫ আগস্টের পর সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘাট দখল, বালু ব্যবসা, ঠিকাদারি বানিজ্য, এমনকি মসজিদ কমিটি জোর করে দখলের অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ।

এত কিছু পরেও নোয়াখালীর শীর্ষ বিএনপি নেতারা এই নুরুল আলম শিকদারকে নতুন করে একই কমিটির আহ্বায়ক করার চেষ্টা করছেন।

02/08/2025
ইন্টেরিম গেসে পাগল হইয়া। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা চেয়েছিল। পোলাপাইনের দো*নে পোস্ট ডিলেট দিয়েছে। কাল পরীক্ষা পে...
22/07/2025

ইন্টেরিম গেসে পাগল হইয়া। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা চেয়েছিল। পোলাপাইনের দো*নে পোস্ট ডিলেট দিয়েছে। কাল পরীক্ষা পেছনের এক সিদ্ধান্ত নিতেই এরা রাত পার করে ব্লান্ডার করেছে। অথচ ফ্রিতেই এই পরামর্শ দিয়েছিলাম বিকেল ৩টায়। আবার আজ সকালে ত্রাণ এর পোস্ট দিয়ে দ্বিতীয় বাম্বু খেল। এটার পেছনে সমস্যা হচ্ছে মানুষ কি চায় সেটাকে সব সময় পপুলিজম হিসেবে নেগেটিভলি রিড করা। আর বয়স্ক উপদেষ্টাদের কথা কি বলব এদের আমরা ফ্রি সার্ভিস দিতে দিতে আকাশে তুলেছি। স্বাস্থ্য উপদেষ্টা নিজেই মুরব্বী ও অসুস্থ একজন মানুষ। এরা রাষ্ট্রটা হাতে পাইয়াও কিছুই করতে পারতেছে না। সচিবালয়ে ঢুকে পড়তে যাচ্ছে ছাত্ররা। একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে।

শিক্ষা সচিবের পদত্যাগের সিদ্ধান্ত কি সকাল ১০ টায় দিয়ে দেওয়া যেত না? আমি শিক্ষা, স্বাস্থ্য উপদেষ্টা এবং বিমানবাহিনীর প্রধানের পদত্যাগ দাবি করছি। এদের সবাই চূড়ান্তভাবে ফেইল করেছে।

22/07/2025

এত বড় ঘটনা ঘটল দেশে। এয়ার চীফ কোথায়? গত ১৫ বছরে সামরিক ও বিমান বাহিনীর বাজেট কোথায় ব্যয় করা হয়েছে ? বাকশালিরা কী করল এই খাতে? কে কে ধান্দা করেছে? এসবের শ্বেতপত্র চাই।

আমাদের আকাশ প্রতিরক্ষা কতটা প্রস্তুত সেটি নিয়ে জাতিকে ব্রিফ করুন। আগামী দিনে কী কী দরকার নিরাপত্তার জন্য, সেটাও জানান। ভারতীয় আধিপত্যবাদ কিংবা নিরাপত্তার ব্যাপারে আমরা কতটা প্রস্তুত সেটিও মানুষ জানতে চায়।

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষ...
22/07/2025

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
- পিনাকী ভট্টাচার্য

বিএনপিকে আওয়ামী লীগ বানানোর কাদের সিদ্দিকীর প্রচেষ্টা কি সফল হইছে?
13/07/2025

বিএনপিকে আওয়ামী লীগ বানানোর কাদের সিদ্দিকীর প্রচেষ্টা কি সফল হইছে?

বাংলাদেশের রাজনীতির সেরা জুটির জন্য আপনারা সবাই দোয়া করবেন।
24/05/2025

বাংলাদেশের রাজনীতির সেরা জুটির জন্য আপনারা সবাই দোয়া করবেন।

ডেনমার্কের সমাবেশে
15/05/2025

ডেনমার্কের সমাবেশে

13/05/2025

জামাতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনা আছে। আপনি সেইটা করতেই পারেন। সেই অধিকার সবার আছে। কিন্তু লীগ যেই ভাষায় করে, যেই বয়ানে করে সেই ভাষায় সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছেন।

বিএনপি সেই ভুল করছে, এনসিপিও সেই একই ভুল করতেছে। ভাইডি তুমি র এর খপ্পড়ে পড়িছো।

24/03/2025

ঢাকা শহরকে গুজবের শহরে পরিনত করছে আওয়ামি লিগ আর ইন্ডিয়া মিলে। এইটা চলবে প্রফেসর ইউনুসের চিন সফরের আগে পর্যন্ত। সকল নাগরিককে উদ্বিগ্ন আর উত্তেজিত করে রাখবে, সুস্থির হতে দিবেনা। এই মনস্তাত্ত্বিক চাপ পুরো জাতিকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। দেশে গেঞ্জাম বাঁধানোর যখন কিছু পাবেনা, তখন তারা এইসব করে।

দেশে খাদ্যপণ্যের দাম নাগালে? বিদ্যুৎ ঠিক আছে? এই দামে কখনো রমজানে জিনিসপত্র কিনতে পেরেছেন? পারেন নি। কিন্তু, এই কী হবে, কী হবে - এই চিন্তায় আপনি অস্থির হয়ে আছেন।

কোন কোন আইডি থেকে এইসব ছড়ানো হয় তা জানেন। সেই আইডি গুলো ব্লক করুন। মনে শান্তি আসবে।

আওয়ামি লিগ জীবনে ফিরবে না, জীবনে আর ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না। আমরা অনেক ম্যাচিউর রাজনীতি করতে পারি। আপনাদের আশংকার কোন কারণ নাই।

নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়া উপভোগ করুন, অংশ নিন। পতিত ফ্যাসিস্টের দু:স্বপ্নের অংশীদার হইয়েন না।

ইনকিলাব জিন্দাবাদ!

24/03/2025

নিঝুম মজুমদারও ওয়াকারের পক্ষে দাড়াইছে। এইবার হিসাব মিলিলো?
ইন্ডিয়ান সেনাপ্রধান, ওয়াকার, নিঝুম মজুমদার, বিএনপি, আওয়ামী লীগ এখন একপক্ষ।

হিসাব মিলছে নাকি কোন ভেজাল আছে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinaki The Legend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share