Ashik R Flow

Ashik R Flow Ashik R Flow
Through this page, I will highlight the various incidents that took place in the vicini

03/03/2023

বন্দু আমার অনেক খুশি,সবাই ওর জন্যে দোয়া করবেন

26/02/2023

চোখের আড়াল মানে মনের আড়াল, এটাই আজ সত্যি হলো,

👉Don,t forget to like,comment ,Share, Follow and stay with us.

👉 YouTube Channel
https://www.youtube.com/

Inside love
https://youtu.be/72W6KvEF9KA

ইডেন কলেজে ছাত্রলীগ সভাপতি তামান্না রিভা,
https://youtu.be/6WDVQJRUOJA

কেনো এক যুগের ও বেশি সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন,
https://youtu.be/B8qgp8WmecQ

শেখ হাসিনার ১০০ আসনের ফাঁদে যারা পড়বে,
https://youtu.be/eZ_jtxdBaMw

কে দায়ী গায়ক ইলিয়াস নাকি নায়িকা সুবাহ,
https://youtu.be/PnWLSaroM0Y

শাকিব অপুকে নিয়ে মুখ খুললেন বুবলি,
https://youtu.be/iHx1W8CJ-CE

❤️

24/02/2023

খালি বাসা পেয়ে একি হাল করলো আরশ খান,

17/02/2023

হে ইয়ার হামার রাহী মিন,
আপনি তো প্রতিটি দূর্বল ব্যাক্তির রব,
#ইয়ারহামাররাহীমিন

07/02/2023

কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তির উপায় :

হজরত আয়েশা রাযিআল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। (জামে তিরমিযী, হাদীস ১৯১৩)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া : জান্নাতে প্রবেশ করার মাধ্যমও হলো কন্যা সন্তানের লালনপালন করা। আবার জাহান্নাম থেকেও মুক্তি মিলবে কন্যা সন্তানের উত্তমরূপে প্রতিপালন করার দ্বারা। এর চেয়ে বড় আরেকটি ফজিলত হাদীসে বর্ণিত হয়েছে। হজরত আনাস রাযিআল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালনপালন ও দেখাশুনা করল (বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল) সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙুল। তিনি নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন। (জামে তিরমিযী, হাদীস ১৯১৪)

কন্যা সন্তান প্রতিপালনের তিনটি ফজিলত : এক. আল্লাহ তায়ালা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দুই. জান্নাত দান করবেন। যা নিআমত ও আরাম আয়েশের স্থান। তিন. আল্লাহ তায়ালা তাকে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করবেন। যা সফলতার সর্বোচ্চ চূড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনটি ফজিলত বর্ণনা করেছেন কন্যা সন্তান লালনপালনকারীদের জন্য।

কন্যা সন্তানের জন্মে অধিক আনন্দ প্রকাশ করা : ইসলামের শিক্ষা হলো, কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করা; তাইতো কন্যা জন্মের সংবাদকে ‘সুসংবাদ’ বলে অভিহিত করা হয়েছে। আর সুসংবাদ শুনে মানুষ আনন্দই প্রকাশ করে। এজন্য অনেক উলামায়ে কেরাম লেখেন, যেহেতু কন্যা সন্তান জন্মানোর কারণে নিজেকে ছোট মনে করা, একে অপমান ও অসম্মানের কারণ মনে করা কাফিদের কর্মপন্থা, তাই মুসলমানগণের উচিত, তারা কন্যা সন্তানের জন্মের কারণে অধিক খুশি ও আনন্দ প্রকাশ করবে। যাতে কাফিরদের এ নিচু রীতির প্রতিবাদ হয় এবং এ রীতি যেন বিলুপ্ত হয়ে যায়।

কন্যা সন্তানের হকসমূহ : কন্যা সন্তানের লালনপালনের ফজিলত বর্ণনার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের হকসমূহও বর্ণনা করেছেন। জাহেলী যুগে এ হকসমূহ থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করা হত। আজকালও তাদের হকসমূহ আদায়ের ব্যাপারে অবহেলা করা হয়। এজন্য তাদের হকগুলো বুঝে নেয়া জরুরি। যেন এ ব্যাপারে আমাদের অবহেলা না হয়। ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা কারো পুত্র সন্তানের প্রতি ভালোবাসা বেশি আবার কারো কন্যা সন্তানের প্রতি।

অধিকাংশ লোকের পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে। ভালোবাসা ও মহব্বতের সম্পর্ক হরো অন্তরের সঙ্গে। এতে মানুষের ইচ্ছার দখল নেই। এজন্য এ ক্ষেত্রে সমতা রক্ষার বিষয়ে মানুষ বাধ্যও নয়। তবে ভালোবাসা প্রকাশ মানুষের ইচ্ছার অধীন। এ ক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা মেনে কন্যা সন্তানের প্রতি অবহেলা না করে- এলেম-কালাম, আদব-কায়দা শিক্ষা দিয়ে, যত্নের সঙ্গে প্রতিপালন করে এবং তাদের নায্য প্রাপ্ত প্রদান করার ব্যাপারে উপযুক্ত মর্যাদা প্রদান করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন

27/01/2023

সাকরাইন ২০২৩ /ঘুড়ি

সাকরাইন ২০২৩,
27/01/2023

সাকরাইন ২০২৩,

18/12/2022

🗣️ফাইনাল ম্যাচের কুইজ:-
আর্জেন্টিনা কত মিনিটে পেনাল্টি পাবে🫢

সঠিক উত্তরদাতার জন্য আকর্ষণীয় গিফটের ব্যবস্থা আছে 🙂

06/12/2022

এবার লাইবে এসে শাকিব অপুকে নিয়ে সব ফাঁস করে দিলেন বুবলি😲😲😲
সম্পূর্ণ ভিডিও টি দেখতে পাবেন এই চ্যানেল এ,
👇👇👇
https://youtu.be/iHx1W8CJ-CE

ব্রাজিল সাপোর্টাররা সবাই কোথায়🔥🔥🔥
25/11/2022

ব্রাজিল সাপোর্টাররা সবাই কোথায়🔥🔥🔥

24/11/2022
আর্জেন্টিনার সাপোর্টারদের অবস্থা ভালো না,তাই গুমিয়ে আছে
22/11/2022

আর্জেন্টিনার সাপোর্টারদের অবস্থা ভালো না,
তাই গুমিয়ে আছে

20/11/2022

নিশি রাতে এক হয় দুটি মন, #নিশিরাতেএকহয়দুটিমন

18/11/2022

ব্রাজিল আর্জেন্টিনাকে কিভাবে ধুয়ে দিলো😆😜

Address

Dhonia
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Ashik R Flow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik R Flow:

Share

Category