17/09/2025
💙লাইক-কমেন্ট দায় নয়, সম্পর্কের স্পর্শ 💙
লেখা কি শুধুই প্রকাশ? নাকি তা এক ধরনের আহ্বান—পাঠকের হৃদয়ে পৌঁছানোর, তার অনুভবে ছুঁয়ে যাওয়ার?গ্ৰুপে লাইক কমেন্ট কি করতেই হবে?
এই প্রশ্নের উত্তর হয়তো এককথায় দেওয়া যায়: "না" ।
লাইক বা কমেন্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তবুও, কিছু কথা থেকে যায়।
আমরা কেউ কাউকে কোনো পোস্টে প্রতিক্রিয়া জানাতে বলি না। লেখার প্রতি ভালোবাসা থাকলে, পাঠক নিজেই তা জানান—হয়তো একটি লাইক, হয়তো একটি মন্তব্য, কিংবা নিঃশব্দে পড়ে যাওয়ার মধ্যেও থাকে এক ধরনের সম্মতি। আবার কোনো লেখা যদি প্রশ্ন তোলে, ভুল ধরায়, কিংবা অপছন্দের কারণ হয়—তাও বলা যায়, শালীনভাবে, সহানুভূতির সঙ্গে।
তবে প্রযুক্তির নিজস্ব নিয়ম আছে। ফেসবুকের অ্যালগোরিদম যেমন—আপনি যদি কারো লেখায় সাড়া দেন, আপনার লেখাও তার চোখে পড়ে। অনেকটা সম্পর্কের মতো—দেওয়া আর পাওয়া, দেখা আর দেখা হওয়া।
আমাদের গ্রুপে, এডমিনরা চেষ্টা করেন সবার লেখায় সাড়া দিতে। এটা কোনো নিয়ম নয়, বরং ভালোবাসা থেকে উৎসারিত একটি অভ্যাস। যেন লেখক বুঝতে পারেন—তাঁর লেখা পড়া হয়েছে, অনুভব করা হয়েছে, এবং তিনি একা নন।
তবে, একটা কথা থেকে যায়। কেউ যদি আপনার লেখায় সময় দিয়ে মন্তব্য করেন, ভালো লাগা জানান, কিংবা পরামর্শ দেন—আর আপনি যদি তাতে কোনো সাড়া না দেন, তাহলে সেটা কেমন দেখায়? লেখক-পাঠকের সম্পর্ক তো শুধু লেখা আর পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক ধরনের সৌজন্য, এক ধরনের আন্তরিকতা। পাঠকই লেখাকে বাঁচিয়ে রাখেন, এগিয়ে নিয়ে যান। তাঁদের উৎসাহ ধরে রাখাও লেখকের দায়িত্বের অংশ।
লেখা তখনই শিল্প হয়ে ওঠে, যখন তা পাঠকের সঙ্গে কথা বলে। আর সেই কথোপকথনের মাধ্যমই তো লাইক, কমেন্ট, রিপ্লাই। এগুলো নিয়ম নয়, কিন্তু সম্পর্কের সেতু।
ভালোবাসার পংক্তি 💙
অনুভব কোনো নিয়ম নয়, কোনো চুক্তিও নয়। এটা ভালোবাসা। আমরা যারা লিখি, যারা পড়ি—তারা সবাই সেই ভালোবাসার অংশ।
আসুন, লিখি। পড়ি। সাড়া দিই। উজ্জীবিত করি ৯৮ পরিবারে ❤️।
---আনোয়ার