09/04/2025
বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইন আবেদন:
আগামী ০৯ এপ্রিল ২০২৫ খ্রি হতে ১৭ এপ্রিল ২০২৫ খ্রি পর্যন্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
যারা ভাতা পান এবং ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই
আবেদন করার লিংক:
https://dss.bhata.gov.bd/online-Application
যা দরকার হবে:
১. বয়স্ক ভাতার জন্য পুরুষ ৬৫ এবং মহিলা ৬২ বছর বয়স হতে হবে। বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স ১৮ বছর বয়স হতে হবে এবং বিধবা হতে হবে।
২. এন আই ডি থাকতে হবে।
৩. আবেদনকারীর নামে নগদ হিসাব সংবলিত মোবাইল নম্বর থাকতে হবে।এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে আবেদনের পরে একাউন্ট করা হবে।