19/05/2025
এই সরকারের নিকট আমার প্রথম দাবি-
সাগর-রুনী হত্যাকাণ্ডের বিস্তারিত প্রকাশ করুন। এতদিন মুখ বুজে ছিলাম। এখন আর সম্ভব না।
সাগর-রুনী হত্যাকাণ্ডের আগে-
- হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে গোপন সুরঙ্গ পথে বিকল্প পাইপলাইন স্থাপন করা হয়েছিল কি না?
- সেসব পাইপলাইনের মাধ্যমে দেশের গ্যাস চুরি হয়েছে কি না?
- বিবিয়ানাকে কেন্দ্র করে বেশ কয়েকটি কুইক রেন্টাল এর মাধ্যমে বছরের পর বছর লুটপাট করা হয়েছে কি না?
- ৭০% কুইক রেন্টাল লাইসেন্স পরবর্তীতে কোন কোম্পানির হাতে গিয়েছে?
- এসব ব্যাপারে ভিডিও ফুটেজ সহ প্রমাণ সংগ্রহ করে রুনি! এক সপ্তাহের মধ্যেই সাগর-রুনী হত্যাকাণ্ডের স্বীকার হয়, 'বিবিয়ানা-কুইক রেন্টালের সাথে সাগর-রুনী হত্যাকাণ্ডের' কি সম্পর্ক তা পরিস্কার করুন!
- বিবিয়ানা গ্যাসফিল্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান, মাহফুজুর রহমানের ভাই, সেই সব সাংবাদিক যারা ঠিকাদারি প্রতিষ্ঠানটির সুবিধাভোগী; এই হত্যাকাণ্ডের সাথে তাদের কি সংশ্লিষ্টতা তা জাতির সামনে প্রকাশ করুন।
ছোট্ট মেঘ (সাগর-রুনী'র একমাত্র সন্তান) এর প্রথম সাক্ষাৎকারে সে কিভাবে তার বাবা-মা খুন হয়েছিলো তা বলেছিলো। যে কারণে মাহফুজুর রহমান, মুন্নি সাহা আর সাংবাদিক নামের কিছু কু*র বাচ্চা এক হয়ে ছোট্ট শিশু 'মেঘ' কে মানসিক ভাবে নির্যাতন করে। ঘটনার ব্যাপারে উলটাপালটা প্রশ্ন করে!
এই হত্যাকাণ্ডের বিস্তারিত জাতির সামনে প্রকাশ করুন। অপরাধী যেই-ই হউক, তাকে ছাড়বেন না। হউক সেটা এটিএন বাংলার চেয়ারম্যান কিংবা সামিট গ্রুপ!
-----
তিনটি ঘটনার রহস্য কি?
১। ফেব্রুয়ারী, ২০১২- সাগর-রুনী হত্যাকান্ড
২। মার্চ, ২০১২ - সৌদি আরবের ঢাকা দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা
৩। এপ্রিল, ২০১২ - ইলিয়াস আলী গুম