14/09/2025
শুধু বই পড়ে, vocabulary মুখস্থ করে বা মাঝেমধ্যে practice করলেই হবে না।
কারণ 👉 কোনো ভাষা শুধু বই পড়ে বা অনেক vocabulary মুখস্থ করে শেখা যায় না।
যে জিনিসটা বই বা ক্লাসে অনেক সময় শেখা যায় না, সেটা সহজেই শেখা যায় পরিবেশ থেকে।
💡 আপনি যত বেশি ইংরেজি পরিবেশে থাকবেন, তত দ্রুত আপনার fluency তৈরি হবে।
কারণ মস্তিষ্ক বারবার ইংরেজি শুনবে, দেখবে আর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে।
👉 কীভাবে ইংরেজি পরিবেশ তৈরি করবেন?
1️⃣ প্রতিদিন অন্তত ৫–১০ মিনিট English Podcast শুনুন।
2️⃣ নোট, টু-ডু লিস্ট বা ডায়েরি ইংরেজিতে লিখুন।
3️⃣ ইউটিউবে English ভিডিও দেখুন।
4️⃣ বন্ধুদের সাথে অল্প হলেও ইংরেজিতে কথা বলুন।
🚀 মনে রাখবেন —
Fluency একদিনে বা একা একা আসে না।
বরং নিয়মিত Practice + English Environment = Success.