17/09/2025
চিন্তা করে - শব্দের অর্থ মনে করে ইংরেজী আর কতদিন বলবেন?
কেউ কেউ ইংরেজি বললে কিছুটা হলেও বুঝা যায় আবার কেউ কেউ ইংরেজি বললে কিছুই বুঝা যায় না?
কিন্তু কেন এমন হয় জানেন?
ইংরেজীতে মূলত ২ টি উচ্চারনে কথা বলা যায় -
British Standard বা ব্রিটিশ উচ্চারন আরেকটি হলো American Standard বা আমেরিকান উচ্চারন।
শুরু হতে যাচ্ছে আমার লাইভ স্পোকেন ইংলিশ ক্লাস - যেখানে প্রতিশ্রুতি আপনার আর শেখানোর দায়িত্ব আমার।
খুব সহযে - একদম Zero Level থেকে কিভাবে নতুন করে ইংরেজির Basic শিখে - গ্রামারকে জয় করে অনর্গল ইংরেজিতে কথা বলা যায় সেটাই দেখোব স্পোকেন ইংলিশ & কমিউনিকেশনের লাইভ ক্লাসে।
নিজেকে একবার সুযোগ দিন - ইংরেজি ভাষাকে রপ্ত করতে আজই জয়েন হয়ে যান আমাদের লাইভ ক্লাসে।