Learn With Shishir

Learn With Shishir Shafayet Shishir is a Bangladeshi freelancer and Journalist. He is also a certified Digital marketing expert & Entrepreneur. Freelancer | Mentor ✅

He is also a certified digital marketing expert & entrepreneur. Freelancer | Mentor | Entrepreneur | Journalist ✅

চিন্তা করে - শব্দের অর্থ মনে করে ইংরেজী আর কতদিন বলবেন? কেউ কেউ ইংরেজি বললে কিছুটা হলেও বুঝা যায় আবার কেউ কেউ ইংরেজি বলল...
17/09/2025

চিন্তা করে - শব্দের অর্থ মনে করে ইংরেজী আর কতদিন বলবেন?
কেউ কেউ ইংরেজি বললে কিছুটা হলেও বুঝা যায় আবার কেউ কেউ ইংরেজি বললে কিছুই বুঝা যায় না?
কিন্তু কেন এমন হয় জানেন?
ইংরেজীতে মূলত ২ টি উচ্চারনে কথা বলা যায় -
British Standard বা ব্রিটিশ উচ্চারন আরেকটি হলো American Standard বা আমেরিকান উচ্চারন।
শুরু হতে যাচ্ছে আমার লাইভ স্পোকেন ইংলিশ ক্লাস - যেখানে প্রতিশ্রুতি আপনার আর শেখানোর দায়িত্ব আমার।
খুব সহযে - একদম Zero Level থেকে কিভাবে নতুন করে ইংরেজির Basic শিখে - গ্রামারকে জয় করে অনর্গল ইংরেজিতে কথা বলা যায় সেটাই দেখোব স্পোকেন ইংলিশ & কমিউনিকেশনের লাইভ ক্লাসে।
নিজেকে একবার সুযোগ দিন - ইংরেজি ভাষাকে রপ্ত করতে আজই জয়েন হয়ে যান আমাদের লাইভ ক্লাসে।

✨ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহার ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে।এই বিষয়টি আরও বিস্তৃতভাবে জানাতে Goo...
17/09/2025

✨ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহার ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে।
এই বিষয়টি আরও বিস্তৃতভাবে জানাতে Good Neighbors-এর আয়োজনে এবং LifeX Technology-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “AI for Career Development” শীর্ষক বিশেষ ট্রেনিং সেশন।

সেশনটি পরিচালনা করেছেন শাফায়েত শিশির। এখানে ছাত্র, শিক্ষক, ফ্রেশ-গ্র্যাজুয়েট কিংবা ভলান্টিয়ার—যে কেউ অংশগ্রহণ করে এআই সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ পেয়েছেন।

📌 মূল আলোচ্য বিষয়:

ক্যারিয়ার প্ল্যানিং-এ AI এর ভূমিকা

স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাক্টিভিটি টুলস

ভবিষ্যতের চাকরি বাজারের জন্য প্রস্তুতি

👉 LifeX Technology বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ সবার জন্য সমানভাবে উপকারী এবং ভবিষ্যতের গ্লোবাল প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়ক হবে।

📌 মনোবিজ্ঞানীদের মতে,পরিবারের সবচেয়ে হতাশাগ্রস্ত ব্যক্তি মা–বাবা নয়,বরং বাড়ির বড় মেয়ে কিংবা বড় ছেলে… ✨ কিন্তু মনে রাখুন,...
17/09/2025

📌 মনোবিজ্ঞানীদের মতে,
পরিবারের সবচেয়ে হতাশাগ্রস্ত ব্যক্তি মা–বাবা নয়,
বরং বাড়ির বড় মেয়ে কিংবা বড় ছেলে…

✨ কিন্তু মনে রাখুন,
আপনিই পরিবারের ভরসা, শক্তি আর আশার আলো।
আপনার ধৈর্য, ত্যাগ আর সংগ্রামই একদিন আপনাকে
অন্য সবার জন্য উদাহরণ বানাবে। 🌿💪

🚀 চমৎকারভাবে কথা বলতে চান?অনেকেই ভাবে পাবলিক স্পিকিং নাকি জন্মগত প্রতিভা। কিন্তু আসল রহস্য হলো—চর্চা আর অনুশীলন। 🎤📌 কেন ...
16/09/2025

🚀 চমৎকারভাবে কথা বলতে চান?
অনেকেই ভাবে পাবলিক স্পিকিং নাকি জন্মগত প্রতিভা। কিন্তু আসল রহস্য হলো—চর্চা আর অনুশীলন। 🎤

📌 কেন জরুরি পাবলিক স্পিকিং?
👉 ক্যারিয়ার গঠনে আলাদা করে তোলে
👉 আত্মবিশ্বাস বাড়ায়
👉 যে কোনো দর্শকের সামনে প্রভাব তৈরি করে

🌟 সফল স্পিকারের গোপন রহস্য
✔️ সুন্দর বাচনভঙ্গি + সঠিক শব্দচয়ন
✔️ শরীরী ভাষা ও স্বরের ওঠানামা
✔️ দর্শকের ধরণ অনুযায়ী বক্তব্য সাজানো
✔️ বক্তৃতায় গল্প যোগ করা (ব্যক্তিগত/বাস্তবভিত্তিক)

😨 ভয় কাটাবেন কীভাবে?
🪞 আয়নার সামনে প্র্যাকটিস
👫 বন্ধুদের সঙ্গে কথা বলা
🗣️ নিজেকে নিজে স্পিচ দেওয়া

💡 মনে রাখুন, ব্যর্থতা মানে শেষ নয়। বরং শেখার সুযোগ।
👉 যারা উন্নতির পথে হাঁটে, তারাই একদিন সেরা স্পিকার হয়।

🔥 তাই আজ থেকেই শুরু করুন—ছোট্ট একটি অনুশীলন, আগামীতে বড় পরিবর্তন আনবে।

👇 আপনি কি কখনো পাবলিক স্পিকিংয়ের ভয় পেয়েছেন? কমেন্টে জানাতে পারেন।

✍️ শাফায়েত শিশির
ফ্রিল্যান্স ল্যাঙ্গুয়েজ ট্রেইনার

একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার—ফ্রিল্যান্সিং-এ মূল কাজের পাশাপাশি বিদেশি ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথা বলা ও লিখ...
16/09/2025

একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার—ফ্রিল্যান্সিং-এ মূল কাজের পাশাপাশি বিদেশি ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথা বলা ও লিখতে পারা সবচেয়ে জরুরি দক্ষতা।

👉 যদি যোগাযোগ ঠিকভাবে করতে না পারেন, তাহলে কাজ পাওয়ার পরও তা ধরে রাখা কঠিন হয়ে যায়।
👉 এজন্য প্রথম ধাপ হওয়া উচিত Spoken English & Communication-এ দক্ষ হওয়া।

আমাদের কোর্সটি আপনাকে সহজভাবে শিখাবে কীভাবে—
✅ ক্লায়েন্টের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে
✅ প্রফেশনালভাবে ইমেইল/মেসেজ লিখতে হবে
✅ ইন্টারভিউ বা মিটিং-এ নিজেকে উপস্থাপন করতে হবে

💡 তাই আগে ইংরেজি কমিউনিকেশন শিখে নিন, তারপর ফ্রিল্যান্সিং-এ নামুন। এতে আপনার সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে।

📢 Exam Week শুরু হলো – Batch 10 📝আজ থেকে শুরু হচ্ছে Batch 10 এর First Exam Week।এবারই সময় নিজেকে প্রমাণ করার—তুমি কতটা ম...
12/09/2025

📢 Exam Week শুরু হলো – Batch 10 📝

আজ থেকে শুরু হচ্ছে Batch 10 এর First Exam Week।
এবারই সময় নিজেকে প্রমাণ করার—
তুমি কতটা মনোযোগ দিয়ে ইংরেজি শেখার চেষ্টা করেছো।

✨ আত্মবিশ্বাসী থেকো, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও।
শুভকামনা রইলো সবার জন্য!

10/09/2025

ঘুড়িয়া দেখিতে চায় নয়ন,
তবু যেন কার পানে বাধা আছে মন!

🔥 যে মানুষ লড়াই, সংগ্রাম ও দায়িত্বের জন্য প্রস্তুত –তাকে সস্তা বিনোদন বা বাহুল্যে মাপা যায় না।💡 Learning Brain Developm...
04/09/2025

🔥 যে মানুষ লড়াই, সংগ্রাম ও দায়িত্বের জন্য প্রস্তুত –
তাকে সস্তা বিনোদন বা বাহুল্যে মাপা যায় না।

💡 Learning Brain Development Method
🧠 ব্রেইন ট্রেইনিং এর ৩২ ধাপের ফ্রি রেজিস্ট্রেশন শুরু হচ্ছে শীঘ্রই!

🚀 LifeX Technology নিয়ে আসছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে—

ব্রেইন ট্রেইনিং এর মাধ্যমে আপনার চিন্তা ও দক্ষতা হবে আরও শক্তিশালী

ফ্রিল্যান্সিং ট্রেনিং পাবেন এক্সপার্ট মেন্টরের কাছ থেকে

শিখে নিজেই গড়ে তুলবেন স্বাবলম্বী ক্যারিয়ার

✅ আমরা ইতোমধ্যে কাজ করছি

দেশীয় সরকারি ও বেসরকারি নানা প্রজেক্টে

আন্তর্জাতিক কোলাবোরেশন ও জব প্লেসমেন্ট সুযোগে

নিজের ঘরে বসে আউটসোর্সিং গাইডলাইন।

ভাই শোনেন - সত্য জিনিস কেউ বলে না!
কিন্তু আমি যা জানি তা আপনাকে জানাতে এবং আপনাদের থেকে শিখতে ভালোবাসি!

🎤 এবার সুযোগ থাকছে আপনার নিজের গল্প গড়ার ও বলার!
❓আপনি কি প্রস্তুত স্বাবলম্বী হতে?
👉 এখনই যুক্ত হোন, সুযোগ সীমিত!

💌 নিচের Whats App নম্বরে শুধুমাত্র পরিশ্রমী ও স্মার্ট চিন্তার মানুষেরাই "Brain Train - 32" লিখে মেসেজ করুন।

📞 01303874245

Thanks a billion 😇💐

02/09/2025

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধারন করে এই বেহুলা লক্ষিন্দরের প্রাচীন গান-পালা।
LifeX Technology এর এই প্রজেক্টে টি ছিলো একটি আন্তর্জাতিক ডকুমেন্টারি।

Director মানেই আপনাকে রোদে পুড়ে পুড়ে এভাবে কাজ করতে হবে!

🚀 টাঙ্গাইলের শিক্ষার্থীদের জন্য সুসংবাদ!আজকের অনলাইন মিটিংয়ে LifeX Technology ✨ ও Nextway Education Consultancy 🌍 মিলে ন...
31/08/2025

🚀 টাঙ্গাইলের শিক্ষার্থীদের জন্য সুসংবাদ!
আজকের অনলাইন মিটিংয়ে LifeX Technology ✨ ও Nextway Education Consultancy 🌍 মিলে নিয়ে আসছে অসাধারণ সুযোগ!

এবার আর ঢাকায় নয়—
✅ Spoken English
✅ IELTS Preparation
✅ Basic Grammar
✅ English for Study Abroad

👉 সব সার্ভিস এখন টাঙ্গাইলের প্রাণকেন্দ্রেই!

💡 আপনার স্বপ্নের Higher Study এখন হাতের নাগালে।
📌 টেকনিক্যাল সাপোর্টে পাশে আছে LifeX Technology।

🔔 বিস্তারিত আপডেট শিগগিরই আসছে... Stay Connected!

31/08/2025

আমাদের সম্পূর্ণ Spoken English কোর্সটি " আল কোরআনের হাফেজ ও প্রতিবন্ধিদের" জন্য একদম ফ্রি।কোর্স শেষ করার সাথে সাথেই থাকছে - জব প্লেসমেন্ট সার্ভিস!

Address

Sakhipur, Tangail
Dhaka
1951

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Shishir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Shishir:

Share