Emon Ahmed

15/05/2024

Jiniyas man

14/05/2024

Hi all

13/05/2024

চায়নারা কুমিরের চাষ করে কোটিপতি হয়ে যাচ্ছে

এই সমস্যার সমাধান কারো জানা থাকলে কমেন্ট বক্সে  জানান😭😭
04/05/2024

এই সমস্যার সমাধান কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানান😭😭

ঈদ উপলক্ষে আমরা ট্রাক ভাড়া করে ঢাকায় ঘুরব। জনপ্রতি খরচ ৫০০ টাকা।দুপুরের খাবার শেষে ট্রাক উঠব সবাই, রাত ১০টা পর্যন্ত ঘুরব...
24/03/2024

ঈদ উপলক্ষে আমরা ট্রাক ভাড়া করে ঢাকায় ঘুরব। জনপ্রতি খরচ ৫০০ টাকা।

দুপুরের খাবার শেষে ট্রাক উঠব সবাই, রাত ১০টা পর্যন্ত ঘুরবো। ট্রাকে বড় বড় সাইজের সাউন্ড বক্স ও মাইক থাকবে। ইতোমধ্যে DJ বিলকিস ও থাকবে 😂🤭

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি😎আমরা বিশেষ কিছু ছিলাম না,তবে আমরা ভাগ্যবান ছিলাম🤦যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামা...
24/03/2024

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি😎
আমরা বিশেষ কিছু ছিলাম না,
তবে আমরা ভাগ্যবান ছিলাম🤦
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম ,আমার হাত নাই🤞
একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো✍️
আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম😎
আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤦
দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম🤦
রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে😞
কারেন্টের সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি
অবস্থানে আনার চেষ্টা করতাম😴
স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে
দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃ক্লাসে কলম কলম খেলা, খাতায়
ক্রিকেট খেলা, চোর-ডাকাত🕵️
-বাবু-পুলিশ
খেলতাম।🧑‍🏭

অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা
দিতাম আর ও কত কি.
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🧑‍🦱
, হাওয়াই মিঠাই খেতে না
পারলে মনটাই খারাপ হয়ে যেত😭
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম😞
স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো।🕵️
শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে 😎এবং সন্ধার পর আলিফ লায়লা ,সিন্দবাদ, রবিনহুড, ম্যাকাইভার দেখার জন্য পুরো
সপ্তাহ অপেক্ষা করতাম😴
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম😎
পেটের ভিতর গাছ হবে কিনা
মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম😁
কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম ।
যাতে সে আর লম্বা হতে না পারে🧑‍🏭
বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, ১এ ঋতু, না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😭
ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই😎
এতো মজা লাগতো যা বলার বাইরে।
নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়,,😎 ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়।
ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল 😎
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো, ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি,😭😭

আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো, নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??

এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতাম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি!😭

ঘাস দিয়ে স্যুপ বানিয়ে ইফতারি করছে আমাদের শরীরের অংশ, আমাদের ভাইয়েরা।এ দৃশ্য দেখার পরে কিভাবে আনন্দে ইফতারি করবো? ইয়া আল্...
24/03/2024

ঘাস দিয়ে স্যুপ বানিয়ে ইফতারি করছে আমাদের শরীরের অংশ, আমাদের ভাইয়েরা।

এ দৃশ্য দেখার পরে কিভাবে আনন্দে ইফতারি করবো? ইয়া আল্লাহ।

আমাদেরকে তাদের লড়াইয়ে শামিল করো, হে আমাদের রব!

সাব ইয়াদ রাখহা জায়েগা..

এতোদিন কি ভেবেছিলেন
13/03/2024

এতোদিন কি ভেবেছিলেন

ছবিতে লাইক দেওয়ার সাথে সাথে বিল্ডিং এর রঙ পরিবর্তন হয়ে যাবে 😉
13/03/2024

ছবিতে লাইক দেওয়ার সাথে সাথে বিল্ডিং এর রঙ পরিবর্তন হয়ে যাবে 😉

ঈদের শপিং ডান
13/03/2024

ঈদের শপিং ডান

শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট...
13/03/2024

শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।

নিজে বাঁচুন, পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Ahmed:

Share