01/07/2025
আমার খুব কাছের একজন আপু আজকে খুব দুঃখ নিয়ে বললেন উনি নাকি মন খুলে ফেইসবুকে ছবি আপলোড দিতে পারে না।কারন তার আসেপাশের লোকজন এসে poke করে যায়। এটা কিছু হইলো।সেদিক থেকে আমি অনেক ভাগ্যবতী আমি যেখানেই বেড়াতে যাই মন খুলে ছবি তুলি আর মন চাইলে আপলোড দেই।যারাই রেলেটিভ বা ভাই-বোন আছে তাঁরা অনেক ভালো কমেন্ট করে।আর কমেন্ট দেখলে বুঝা যায় তাঁর কতটা খুশি। এরকম ভাই-বোন আর রিলেটিভ থাকা সত্যি বড় ব্যাপার।আর একটা কথা ফেইসবুকে ছবি আপলোডের কারন কাউকে শো অফ করা নয়,, শুধু নিজেদের মধ্যে ভালোলাগার মূহুর্তটুকু ভাগাভাগি করা।আর এগুলো দেখে যারা জ্বলে তাদের আমরা ভালোবেসে জোনাকি বলে ডাকি।ধন্যবাদ