Zara's Tiny World

Zara's Tiny World Zara's Tiny World it's a dream for me...
(51)

01/07/2025

আমার খুব কাছের একজন আপু আজকে খুব দুঃখ নিয়ে বললেন উনি নাকি মন খুলে ফেইসবুকে ছবি আপলোড দিতে পারে না।কারন তার আসেপাশের লোকজন এসে poke করে যায়। এটা কিছু হইলো।সেদিক থেকে আমি অনেক ভাগ্যবতী আমি যেখানেই বেড়াতে যাই মন খুলে ছবি তুলি আর মন চাইলে আপলোড দেই।যারাই রেলেটিভ বা ভাই-বোন আছে তাঁরা অনেক ভালো কমেন্ট করে।আর কমেন্ট দেখলে বুঝা যায় তাঁর কতটা খুশি। এরকম ভাই-বোন আর রিলেটিভ থাকা সত্যি বড় ব্যাপার।আর একটা কথা ফেইসবুকে ছবি আপলোডের কারন কাউকে শো অফ করা নয়,, শুধু নিজেদের মধ্যে ভালোলাগার মূহুর্তটুকু ভাগাভাগি করা।আর এগুলো দেখে যারা জ্বলে তাদের আমরা ভালোবেসে জোনাকি বলে ডাকি।ধন্যবাদ

 #আয়াতুল্লাহ আলী খামেনি আল্লাহ আপনার সহায় হোন।
24/06/2025

#আয়াতুল্লাহ আলী খামেনি
আল্লাহ আপনার সহায় হোন।

22/06/2025

Nowadays,Happiness is rare for me.

11/06/2025

আমি যখন তুমাকে নিয়ে ভবিষ্যত জীবনের পরিকল্পনা করছি,,
তুমি তখন পরিকল্পনা করছো কি করে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দেওয়া যায়।
# # #আফসোস # # #

Eid Mubarak 🌙🌙🌙
06/06/2025

Eid Mubarak 🌙🌙🌙

01/06/2025

মেয়েমানুষের ভালোবাসা অনেক ভয়ংকর রকমের সুন্দর হয়। যেটা সবাই সহ্য করতে পারে না।যে মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনাকে সব সময় আগলে রাখবে, বাচ্চাদের মতো কেয়ার করবে,শাসন করবে, ভুলত্রুটি গুলো ঠিক করবে সেটা আপনি যাই মনে করেননা কেন। কখনো হাল ছাড়বেনা আপনাকে আর আপনার পরিবারকে আগলে রাখতে। কিন্তু সমস্যা হলো এগুলো সব পুরুষ মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না।
যদি দেখেন আপনার সঙ্গীনি আর আপনাকে শাসন করছে না বা কোন ধরনের আগ্রহ নেই অভিযোগ নেই আপনার কোন ব্যপারে।তখন আপনি হয়তো মনে করবেন য,, মন মতো কাউকে পেয়েছেন কিন্তু বিশ্বাস করেন আপনি এমন কাউকে পেয়েছেন যে,, আপনার কোন কিছুতেই আগ্রহ রাখে না অথবা আপনার অবহেলা তাকে ভেতর থেকে মেরে ফেলেছে। সুতরাং কি করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।
ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্ক গুলো।

31/05/2025

Love is nothing
Without action

Trust is nothing
Without proof

Sorry is nothing
Without Chang

31/05/2025
30/05/2025

আমারা যেকোন কিছু ভাল ভাবে দেখতে হলে বুঝতে হলে সে জিনিসটার বা সম্পর্কটার অনেক কাছে চলে যাই।কাছ থেকে ভালো ভাবে বুঝতে চেষ্টা করি।

কিন্তু কিছু কিছু জিনিস বা সম্পর্কে জানতে হলে বুঝতে হলে দূরে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।দূর থেকে অনেক কিছু বুঝতে পারা যায় যেটা কাছ থেকে বুঝা অসম্ভব।


যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে।অর্ধেক রেখে, অর্ধেক ছাড়...
29/05/2025

যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।
মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে।
অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না।

একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাও ম্যাচুরিটি।
দিনশেষে, আমরা সবাই শান্তি চাই।
আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে পাওয়া যায় না।

তাই ভালোবাসা থাকুক—কিন্তু তা যেন বোঝা না হয়।
স্মৃতি থাকুক—কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায়।
আর সম্পর্ক না থাকলেও, একদিন যদি দেখা হয়,
তখন যেন অন্তত মুচকি হেসে বলা যায়—
“কেমন আছো?”
এটাই হোক সম্পর্ক শেষ হওয়ার পরও রেখে যাওয়া সম্মান।

Address

Dhaka

Telephone

+8801966489700

Website

@Zara's Tiny World

Alerts

Be the first to know and let us send you an email when Zara's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category