
23/10/2024
মানুষ বলে কুকুরের লেজে ঘি লাগালেও সোজা হয়না। পুলিশ বাহিনীতে হাসিনার নিয়োগকৃত ছাত্রলীগের এসব সন্ত্রাসীদের জীবনে বার বার পাঁচ আগষ্ট ফিরে এলেও এরা কখনোই মানুষ হবেনা।
আজ (২৩ অক্টোবর ২০২৪) বুধবার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালের গেটের সামনে রাত সোয়া ১০টার দিকে আরিফ নামের ট্রাফিক বিভাগের এই এসআই-এর কাণ্ড দেখে সবাই অবাক। একজন ভদ্রলোককে কখনো থাপ্পড় দিতে হাত ওপরে তুলে, আবার কোমড়ে থাকা অস্ত্রে হাত দিয়ে ভয় দেখাচ্ছিলো । তার পাশেই দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর নিঃশব্দে ট্রাফিকের কাজ করছিলেন। পুরো ভিডিওটা সংগ্রহে রাখলাম। ভিডিও থেকেই এই ছবিটা নিলাম।