16/02/2024
উনি জাস্ট একটা বিরক্তিকর মানুষ। নিজের জ্ঞানের গণ্ডির মধ্যেই উনি সীমাবদ্ধ। প্রথমত উনার দাম্ভিক আচরণ দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থাকে নিয়ে উনার কটূক্তি।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখবেন, যাদেরকে উনি প্রশ্ন ধরছেন উনারা অনেক অসহায়ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন। হয়তো মনের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে, এই বুঝি আমার না পারার ভিডিও ভাইরাল হয়ে গেলো, লোকে কি বলবে সমাজে কি বলবে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু এই টিপু সুলতান জানেন যে উনি মানুষকে যত অপদস্থ করতে পারবেন উনার বইয়ের সেল ততই বাড়বে। একটি ভিডিওতে উনি নিজের মুখে স্বীকার করেছেন যে উনি এখন পর্যন্ত ২ লক্ষাধিক বই সেল করেছেন। লাভের অঙ্কটা অনুমান করতে পারছেন?
সেদিন দেখলাম উনি এক ছাত্রকে প্রশ্ন ধরেছেন যে শার্টের সাথে আমরা কি পরি? সেই ছাত্র উত্তর দিল "প্যান্ট"। টিপু সুলতান ভুল ভুল বলে চিৎকার করে সেই বাচ্চা ছেলেটিকে কঠিনভাবে অপদস্থ করলেন। টিপু সুলতানের ভাষ্যমতে উত্তর হবে "প্যান্টস"।
এমন অপদস্থ করার ফলে যে পরবর্তীতে বাচ্চা ছেলেটা মানসিক অবসাদে ভুগতে পারে সেই খেয়াল ছিল টিপু সুলতানের?
টিপু সুলতান যে এ্যাম্বুলেন্স আর হেলমেট এর বাংলা পারেনি সেটা সবাই জেনে গিয়েছে। উনার ভাষ্যমতে দীর্ঘদিন ব্যবহারের ফলে যেগুলো শব্দ অলরেডি বাংলা হয়ে গেছে সেগুলোর আলাদা করে বাংলা করার দরকার নেই। তাহলে কেন কলেজ কিংবা স্কুল এগুলোর বাংলা জানাটা অতীব জরুরী টিপু সুলতানের কাছে??
পুনশ্চঃ উনাকে এখন থেকে কেউ ছেড়ে কথা বলবেন না। উনি আপনাকে অপদস্থ করে উনার বইয়ের সেল বাড়িয়ে টাকা এবং খ্যাতি অর্জন করে নিচ্ছেন। আপনি কেন তাকে সেই সুযোগ দিবেন? যেখানেই সম্ভব হবে সেখানেই এই লোকের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। দেখতে রবীন্দ্রনাথ এর মত হলেই সে মহাজ্ঞানী তা না।
#টিপু_সুলতান
#বইমেলা
#বইমেলা২০২৪