30/10/2025
‘আল্লাহ’ শব্দের মূল ধাতু ‘হামযা-লাম-হা’। এই শব্দ এমন সত্তাকে বুঝায়, পুরো সৃষ্টিজগৎ যাঁর দাসত্বের অধীন। যে সত্তার উপাসনা ও আরাধনা করা হয় এবং যিনি সমস্ত ঐশী গুণাবলির অধিকারী।
এই ‘আল্লাহ’ শব্দের মূলধাতুটি ২৮৫১ বার আলাদা তিনটি ধরনে কুরআনে এসেছে। এই ধরনগুলোর উদাহরণ হচ্ছে : ইলাহা (উপাস্য/মাবুদ), আল্লাহু (আল্লাহ) এবং আল্লাহুম্মা (হে আল্লাহ)।
" আল আসমাউল হুসনা "
আল্লাহর ৯৯ নামসমূহ
কিভাবে আল্লাহর নামের গুন ও তাৎপর্য অনুযায়ী জীবন যাপন করবো?