Inbaat Publication

Inbaat Publication অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদগম
(1)

09/09/2025

يٰٓأَيُّهَا النَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ أَمْرًا

হে নবী (বলো), তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে, তখন তাদের ইদ্দত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্দত হিসাব করে রাখবে, তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দিয়ো না এবং তারাও বের হবে না। যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। আর এগুলো আল্লাহর সীমারেখা। যে আল্লাহর (নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম করে সে অবশ্যই তার নিজের ওপর জুলুম করে। তুমি জানো না, হয়তো সেটার পর আল্লাহ (ফিরে আসার) কোনো সমাধান দেখিয়ে দেবেন। [সূরা তালাকঃ১]

⬖ বাচ্চাদেরকে ছোট্টকাল থেকেই যুহুদ তথা, দুনিয়ার প্রতি বিমুখিতা এবং অপচয় না করার বুঝ দিতে হবে খুব সুন্দরভাবে। অপ্রয়োজনীয় ...
08/09/2025

⬖ বাচ্চাদেরকে ছোট্টকাল থেকেই যুহুদ তথা, দুনিয়ার প্রতি বিমুখিতা এবং অপচয় না করার বুঝ দিতে হবে খুব সুন্দরভাবে। অপ্রয়োজনীয় কিছু কিনতে চাইলেই তাকে যুহুদ এবং অপচয়ের বিষয়টি মনে করিয়ে দিয়ে থামাতে হবে। আর এই বিষয়গুলোই পরবর্তীতে তার জীবনের প্রতি পরতে পরতে কাজে আসবে ইন শা আল্লাহ।
- সন্তানের তরবিয়ত, মুহস্বানাত

07/09/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার-এর নিরানব্বইটি পবিত্র নাম—আসমাউল হুসনা—কেবল কিছু শব্দগুচ্ছ নয়; বরং তাঁর সত্তা ও মহিমার এক অনুপম প্রতিচ্ছবি। এই নামগুলো আমাদের মন-প্রাণের গভীরে রাব্বে কারীমের পরিচয় জাগিয়ে তোলে। প্রতিটি নাম যেন এক একটি জ্যোতির্ময় প্রদীপ—যা হৃদয়ের অন্ধকার দূর করে, আমাদের চিন্তাকে তাকওয়ার দীপ্তিতে পরিশুদ্ধ করে; আর জীবনের প্রতিটি বাঁকে ছড়িয়ে দেয় ঈমান, আখলাক ও আমলের এক দীপ্ত আলোকধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার-এর এই গুণবাচক নামগুলো শুধুই উচ্চারণের জন্য নয়; বরং তা আমাদের পরিশুদ্ধ চিন্তাধারা, উত্তম চরিত্র গঠন, অনুভবের গভীরতায় এবং জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়ার মতো এক অনন্য সৌন্দর্যমণ্ডিত আত্মিক প্রশান্তির অফুরন্ত ভান্ডার।

- সম্পাদকের কথা হতে

'আল আসমাউল হুসনা' প্রকাশিতব্য

03/09/2025

﴿يٰبَنِى ءَادَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوٰرِى سَوْءٰتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ ٱلتَّقْوَىٰ ذٰلِكَ خَيْرٌ ذٰلِكَ مِنْ ءَايٰتِ ٱللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ﴾

হে বনী-আদম, আমি তোমাদের জন্যে পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং তাক্বওয়ার পোশাক, এটিই সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
সূরা আ’রাফ- ২৬

সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ, অসাধারণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।- Asma Afta
02/09/2025

সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ, অসাধারণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।
- Asma Afta

01/09/2025

فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।

اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ
নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ। [আল-ইনশিরাহ ৫,৬]

বইটি এক কথায় অসাধারণ মাশা-আল্লাহ।। প্রতিটি নারীর জন্য একটা পারফেক্ট বই।।আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি এবং পড়েছি বইটা।- Ars...
31/08/2025

বইটি এক কথায় অসাধারণ মাশা-আল্লাহ।। প্রতিটি নারীর জন্য একটা পারফেক্ট বই।।আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি এবং পড়েছি বইটা।

- Arshi RN

(পাঠিকার ক্লিক ও রিভিউ)

ইলমুত তাজউইদ হচ্ছে কুরআন কেন্দ্রিক সকল জ্ঞানের দরজা। প্রত্যেক কুরআন শিক্ষার্থীকে এই সদর দরজা খুলেই প্রবেশ করতে হয় কুরআনে...
30/08/2025

ইলমুত তাজউইদ হচ্ছে কুরআন কেন্দ্রিক সকল জ্ঞানের দরজা। প্রত্যেক কুরআন শিক্ষার্থীকে এই সদর দরজা খুলেই প্রবেশ করতে হয় কুরআনের বিষ্ময়কর জগতে। তাই তাজউইদের শিক্ষা প্রদান ও এর প্রয়োগ পদ্ধতি উম্মাহর জন্য সহজ করে দেয়া নিঃসন্দেহে মুফিদ একটি কাজ। একারণেই আখিরাতের পাথেও সাধ্যমতো জোগাড় করে নেয়ার আশায় ‘তারতীল প্রজেক্ট’ এর ছত্রতলে জড়ো হয়েছিলো ৫০ এরও অধিক ভাই-বোন। দলবদ্ধভাবে তারা কুরআনের মায়াভরা শব্দ একটি একটি করে কুড়িয়ে কোঁচরে রেখেছে পরম যত্নে। অতঃপর শুরু হয়েছে ‘কুড়ানো ফুল দিয়ে মালা বুনন’। এভাবেই প্রায় দুই বছর অবাধ পরিশ্রমের পর আজ পাঠক ‘কুরআনের শব্দ চর্চা’ বইটি হাতে নিয়ে পড়ছে!
‘কুরআনের শব্দ চর্চা’ এমন একটি সংকলন যেখানে তাজউইদের বিভিন্ন আহকামের ভিত্তিতে কুরআন থেকে সংকলিত হয়েছে প্রায় ১০,০০০ শব্দ। কুরআনে ৬৫০০+ শব্দ রয়েছে যেগুলো একাধিক বার পুনরাবৃত্তি হয়েছে যার মধ্য থেকে প্রায় ৪৫০০ শব্দ চয়ন করা হয়েছে সংকলনটিতে।
তাজউইদের শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই কিতাবটি থেকে ফায়দা হাসিল করতে পারবে বলে আমরা আশাবাদী!

কুরআনের শব্দ চর্চা সংকলক : আব্দুল্লাহ ইবন জাফর, তারতীল প্রজেক্ট টিম ইলমুত তাজউইদ হচ্ছে কুরআন কেন্দ্রিক সকল জ্ঞান.....

তাজউইদের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ ও বিস্তারিত আহকাম সম্বলিত ২২৮ পৃষ্ঠার বই ‘মালামিহু ফিত তাজউইদ’। বইটিতে রয়েছে দুটি অংশ...
28/08/2025

তাজউইদের ইতিহাস, ঐতিহ্য, ক্রমবিকাশ ও বিস্তারিত আহকাম সম্বলিত ২২৮ পৃষ্ঠার বই ‘মালামিহু ফিত তাজউইদ’। বইটিতে রয়েছে দুটি অংশ। কিতাবের ‘তাজউইদ শাস্ত্রের ইতিহাস’ অংশটুকু সংকলন করতে আরবী, ইংরেজি ও বাংলা ভাষার বিভিন্ন বই ও প্রবন্ধের সহায়তা নেয়া হয়েছে। মাঝে মাঝে প্রাচ্যবিদদের গবেষণার শরণাপন্ন হতে বাধ্য হতে হয়েছে, যেহেতু সেসব ক্ষেত্রে মুসলিম গবেষক নেই বললেই চলে। কেবল এই ক্ষেত্রে উদ্ধৃতি উহ্য রাখা হয়েছে, বাকি ক্ষেত্রে যেখান থেকে সংকলন করা হয়েছে সেটার উদ্ধৃতি পাদটীকায় সংযোজন করার যথাযথ চেষ্টা করা হয়েছে। তাজউইদের ইতিহাসের জের টানতে গিয়ে মাঝে মাঝে অন্যান্য স্বতন্ত্র শাস্ত্রের ইতিহাস সম্পর্কে কিবোর্ড চালাতে হয়েছে। কখনো কখনো সন্দেহপোষণকারীদের প্রশ্নের সুষ্ঠু জবাব দেয়া হয়েছে।
কিতাবের ‘বিস্তারিত আহকাম’ অংশটুকু সংকলনের ক্ষেত্রে তাজউইদ শাস্ত্রের বেশ কিছু জনপ্রিয় বইয়ের সহায়তা নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম মাহমুদ খলীল আল-হুসারী (রহ)-এর ‘আহকামু কিরআতিল কুরআনিল কারীম’। এছাড়া তাজউইদকে সহজ করার জন্য যেসব ছবি কিতাবে যুক্ত হয়েছে সেগুলো নেয়া হয়েছে ‘আত-তাজউইদুল মুস্বাওয়্যার’ কিতাবটি থেকে।
সংকলনের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা হয়েছে। তার ওপর নিরীক্ষণ করে যাবতীয় ভুল শুধরে দিয়েছেন সম্মানিত উস্তায কমারুদ্দীন আহমেদ (হাফি.), যিনি দীর্ঘকাল জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম (ফরিদাবাদ মাদ্রাসা)-এর সম্মানিত শিক্ষক ছিলেন। আল্লাহ কিতাবটিকে দূর-দুরান্তে ছড়িয়ে দিক, কুরআন প্রেমীদের আখিরাতের পাথেয় করুক।

“কুরআন, আল্লাহর মহিমান্বিত বাণী। আমার জীবনের সংবিধান। কিন্তু এর কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমি? বয়স অনেক হয়ে গিয়েছে তব...
27/08/2025

“কুরআন, আল্লাহর মহিমান্বিত বাণী। আমার জীবনের সংবিধান। কিন্তু এর কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমি? বয়স অনেক হয়ে গিয়েছে তবুও রবের পাঠানো চিঠিটা আমি ঠিকমতো পড়তেও জানি না। পরম যত্নে গিলাফে জড়িয়ে শেল্ফের ওপর রেখে দিয়েছি। ধুলোর পুরু আস্তরণ পড়ে গিয়েছে এতদিনে, তবু কুরআনটা আমি খুলেও দেখি না। দুনিয়ায় যত পদের শিক্ষা রয়েছে, সবই তো মানুষ আয়ত্ত করছে, তা যতই কঠিন হোক না কেন। কিন্তু কুরআন তিলাওয়াত শিক্ষার বেলায় এসে আমার যত আলসেমি আর অবহেলা। কুরআনের সাথে এরূপ আচরণ এটিই প্রমাণ করে যে, কুরআনের প্রতি আমার ভালোবাসা মুখগহ্বর পার হয়ে অন্তরে পৌঁছাতে পারেনি। এখনো কি সময় হয়নি আল্লাহর কালাম শেখার?” দেখুন তো, ওপরের কথাগুলো আপনার সাথে মিলে যাচ্ছে কি না?

অর্ডার লিংকঃ
https://inbaat.group/pub/shongkhipto-tajweed/

⬖ সকল বিষয়ে নারী পুরুষের সমান অধিকার। তাদের মাঝে কেবল লিঙ্গ ও গঠনাকৃতির ব্যবধান রয়েছে! বাকি সব ক্ষেত্রে পুরুষ যা করতে পা...
26/08/2025

⬖ সকল বিষয়ে নারী পুরুষের সমান অধিকার। তাদের মাঝে কেবল লিঙ্গ ও গঠনাকৃতির ব্যবধান রয়েছে! বাকি সব ক্ষেত্রে পুরুষ যা করতে পারবে নারীরাও তাই করতে পারবে, এতে বাধা দেওয়া ধর্মান্ধতা ও মধ্যযুগীয় কুসংস্কার— এসব বললে ঈমান চলে যাবে।
পৃষ্ঠা ১৪০

উত্তম পুরুষদের পাঠশালায়
23/08/2025

উত্তম পুরুষদের পাঠশালায়

Address

Shop No-57, Madrasha Market (2nd Floor),34 Northbrook Hall Road, Banglabazar, Dhaka-1100
Dhaka

Telephone

+8801711735965

Website

https://alfurqanshop.com/publisher/ইনবাত-পাবলিকেশন/

Alerts

Be the first to know and let us send you an email when Inbaat Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inbaat Publication:

Share

Category