
14/05/2025
পর্তুগালের জার্সিতে ছেলের অভিষেকে গর্বিত ক্রিস্টিয়ানো রোনালদো 🌟
আজকে পর্তুগাল অনুর্ধ্ব ১৫ দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের ! জাপান অনুর্ধ্ব ১৫ দলের বিপক্ষে ম্যাচে ৫৩ মিনিটের সময় সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন। ক্রিস্টিয়ানো জুনিয়র ম্যাচে কোনো গোল করতে না পারলেও পর্তুগাল জিতেছে ৪-১ ব্যবধানে। এদিন বাবার মতোই আইকোনিক ৭ নম্বর জার্সিতে মাঠ মাতাতে দেখা গেছে। ম্যাচটি মাঠে বসে দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মা !
এদিকে ম্যাচ শেষে স্যোশাল মিডিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, পর্তুগালের জার্সিতে ছেলের অভিষেকে তিনি গর্বিত