The Food Geek Guy

The Food Geek Guy Hey everyone its me The Food Geek Guy your food guide to let you decide where to eat next!
�Dm for collaboration

আমরা চেষ্টা করবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরতে, সাথে থাকবেন, ধন্যবাদ।

02/02/2025

তিতুমির কলেজে যারা পড়ে তাদের আর্থিক সামর্থ্য নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার। আবার এদের এতো মেধাও নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। এরা একই সাথে গরীব এবং মূর্খ।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Ammar Rana, Omar Ahmed
31/01/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Ammar Rana, Omar Ahmed

Shout out to my newest followers! Excited to have you onboard!Md Arif Hossain, Ãk Šhâwöñ, Fazle Rabby, Nakshatra Binte K...
31/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md Arif Hossain, Ãk Šhâwöñ, Fazle Rabby, Nakshatra Binte Kawsar Nishu, Sabbir Hossen, Tabassum Adrita

তোমরা যেমন তোমাদের বাচ্চাকে ফেলে দিবা না, ব্যাথা পাবে বলে, কোথাও রেখেও আসবা না বলবা সে কিভাবে বাচবে মারা যাবে, তোমাদের ক...
29/01/2025

তোমরা যেমন তোমাদের বাচ্চাকে ফেলে দিবা না, ব্যাথা পাবে বলে, কোথাও রেখেও আসবা না বলবা সে কিভাবে বাচবে মারা যাবে, তোমাদের কষ্ট হয় তাদের না দেখলে, তবে কেনো বুঝো না যে একটা অবলা জীব তাদেরও এইসব হয়, মানুষের কিছু হলে এ ডাক্তার ও ডাক্তার করে, মানুষ নিজের কষ্ট প্রকাশ করতে পারে তাতে তার কষ্ট কমে, কিন্তু একটা অবলা জীব বলতে পারে না, তাতে তার কষ্ট বেশি হয়, মানুষ অবুঝ মানুষ সেইটা বোঝে না মারে, ঢিল মারে, কেও আবার সখের জন্য পোশে তবে বাচ্চা হোলে ফেলে দিয়ে আসে,বাচ্চা রাখতে চায় না, অবুঝ তোমরা এইটা কেন ভাবোনা যে সে বাচ্চা তো নিজে খেতে পারে না সে বাচবে কিভাবে, কুকুরে খাবে বা কেও আবার মারধর করবে,একটু বোঝার চেষ্টা করুন, পৃথিবীতে সেই সবথেকে বড় প্রেমী যার মধ্যে জীবের প্রতি ভালোবাসা আছে❤️

26/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

22/01/2025

ফ্রায়েড কালামারী আর মিনি বিচ সিঙারা নিয়েছিলাম । প্রাইস দেখতে পুরো ভিডিও দেখুন আর কমেন্ট করে জানান কে কে পতেঙ্গা সি বিচে স্ট্রিট ফুড ট্রাই করেছেন ।। ゚viralシ

20/01/2025

খালি আন্দোলন আর আন্দোলন ।।
ফ্যাক্ট - সিএনজি 😑

16/01/2025

পল্টনে অফিসপাড়ায় মজাদার পাতলা খিচুড়ি আর ডিম্ ভাজা দিয়ে দুপুরে লাঞ্চ করতেই পারেন । পল্টনের আকরাম টাওয়ার এর ঠিক পেছনেই এলাচ রেস্টুরেন্টে এই পাতলা খিচুড়ি খেতে পারবেন ।

একটা দাওয়াত ছিল এক বুফ্যে রেস্টুরেন্টে।ভাইরে ভাই, ভয়াবহ অভিজ্ঞতা! মানুষ রীতিমতো হাতাহাতি করছিলো খাবার নিয়ে।  লাইভ কাবাব ...
16/01/2025

একটা দাওয়াত ছিল এক বুফ্যে রেস্টুরেন্টে।
ভাইরে ভাই, ভয়াবহ অভিজ্ঞতা!

মানুষ রীতিমতো হাতাহাতি করছিলো খাবার নিয়ে। লাইভ কাবাব আর বারবিকিউ স্টেশনে পাগলের মতো চিল্লাচিল্লি আর হাতাহাতি। এক ভদ্রলোক(!) দেখলাম ১৫-১৬ পিস কাবাব আর বারবিকিউ প্লেটে তুলে নিলেন৷ একেক জন মানুষ প্লেট ভরে ভরে বিফ, মাটন আর কাবাব নিয়েছে। দুই-তিন বছরের ছোট বাচ্চাদের জন্যেও মায়েরা প্লেট ভরে ভরে খাবার নিয়েছে৷ এটা আর বলার অপেক্ষা রাখেনা যে, সবই অপচয় হয়েছে শেষ পর্যন্ত। আমি হতভম্ব হয়ে দেখছিলাম। কাচ্চি, তেহারি থেকে খুঁটে খুঁটে মাংস তুলে নিয়ে যাচ্ছিলো মানুষ। কিছু ফুড ভ্লগারদের দেখে দেখে, এখন মানুষের টেন্ডেন্সিটাই এটা যে,পয়সা উসুল করতে হবে! মানে, বুফেতে হরেকরকম খাবার এনজয় করাটা বা পছন্দের খাবার উপভোগ করাটা মোটেও তাদের উদ্দেশ্য না৷ তাদের উদ্দেশ্য, পয়সা উসুল করা৷

মায়েদের অবস্থা হচ্ছে যেহেতু বাচ্চাদের জন্য হাফ টাকা পে করতে হয়েছে, তাই এটাই মুখ্যম সুযোগ বেশি খাবার নিয়ে টাকা উসুল করার।

বের হওয়ার সময় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম যে, দৈনিক প্রায় ৩০-৩৫ কেজি খাবার নষ্ট হয়৷

আগে রেগুলার সোহরাওয়ার্দী উদ্যানে হাঁটতে যেতাম৷ সেখানে একটা পথশিশুর সাথে আলাপ হয়েছিলো। বাচ্চাটা খুব নির্বিকার ভঙ্গিতে বলেছিলো, "মাঝেমইধ্যে না খাইয়াও থাকি আব্বার হাতে টাকা না থাকলে...."

দৈনিক ৩০-৩৫ কেজি খাবার নষ্ট হওয়ার কথা শুনে হুট করে বহুদিন আগে পরিচয় হওয়া ওই বাচ্চাটার মুখটা চোখে ভেসে উঠলো...৷

আমার মনে হয় বুফ্যে রেস্টুরেন্টগুলোতে একটা নিয়ম করা উচিত যে, যে যতটুকু খাবার অপচয় করবে, তাকে সেই অনুসারে আলাদা করে পে করতে হবে। তাহলেই দেখবেন অপচয় করার মাত্রা কমে যাবে।

15/01/2025

এখন যে bfc ফ্রায়েড চিকেন 290tk/2pc, আপনারা কোন জায়গার ফ্রাইড চিকেন পছন্দ করেন?

আজ থেকে SHAWPNO এর সকল আউটলেট মাসের ১,২ তারিখ এরকম মাংস এবং আলুর কম্বো বিক্রি হবে মাত্র ১৬০টাকায়!!বাহ,এই উদ্যোগটা সত্যিই...
02/11/2024

আজ থেকে SHAWPNO এর সকল আউটলেট মাসের ১,২ তারিখ এরকম মাংস এবং আলুর কম্বো বিক্রি হবে মাত্র ১৬০টাকায়!!

বাহ,এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয় 👏👏

13/08/2024

পুলিশের মত বাংলাদেশ ক্রিকেটের লগো চেঞ্জ করার অনুরোধ রইলো। বাঘের জায়গায় ছাগলের ছবি ব্যবহার করা হোক।

05/08/2024

সাধারন শাড়ি, ব্যাগ, টিভি, সোফা, জামা জিনিসের লোভ যারা সামলাতে পারছেন না, দেশের গদি পেলে তো লুট আপনিও করতেন। তাই না?
ফকিন্নি গিরি কত করবেন আর? দেশ স্বাধীন হলো ঠিকই কিন্তু সভ্য হলো না।

24/04/2024

BLU DRINK খেয়ে মনে হইছে কেউ তরমুজের জুস মুখে নিয়ে কুলি করে তারসাথে একটু পানি, লবণ আর একটু ক্ফ সিরাপ মিক্স করে বোতলজাত করেছে 🙂 এইটা আমার রিভিউ।

I have reached 8.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
03/06/2023

I have reached 8.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছ...
23/09/2022

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল।

পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো।

মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে।

আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।" "মা" হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।

Address

Dhaka
1205

Telephone

+8801714576693

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Food Geek Guy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Food Geek Guy:

Videos

Share