
06/08/2025
ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যাবতীয় কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ নিয়ত অনুসারে প্রতিদান পাবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১)
শিক্ষা : ফকিহ আলেমরা এই হাদিস ইসলামী শরিয়তের অন্যতম মূলনীতি বলে ঘোষণা করেছেন। এই হাদিসের কয়েকটি শিক্ষণীয় দিক হলো—
১. নিয়ত পরিশুদ্ধ না হলে আমল নিষ্ফল হয়।
২. নিয়তের পরিশুদ্ধি হলো যে কোনো কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা।
৩. ভালো নিয়তের বদৌলতে জাগতিক কাজেও ইবাদতের সাওয়াব পাওয়া যায়।