Ratherhood Initiatives

Ratherhood Initiatives Ratherhood Initiatives is a Dhaka based film production company and an experimental creative hub.

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য...
29/05/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ এ প্রদর্শিত হতে যাচ্ছে।

তারিখ: ৩০ মে, ২০২৫ (শুক্রবার)

সময়: সন্ধ্যা ০৭:০০ টা

স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
এছাড়াও, একযোগে প্রদর্শিত হবে দেশের সকল বিভাগীয় শহরে।
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজশাহী
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, খুলনা
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, বরিশাল
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, ময়মনসিংহ

প্রতিটি প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত।

ঝিরিপথ পেরিয়ে (Beyond The Trails)

Screenplay, Cinematography and Direction: Fazle Hasan Shishir
Cast: Foysal Mohammad Shaan, Zahir Khan, Nunthar Bawm, Thaan Liyan Bawm, Lalzawm Bawm, Lalsawn Bawm
Edit and Color: Mohiyuddeen Ahmad
Original Score and Composition: Tetea Vanchhawng, Rawno Chakma
Location Sound: Rahat Nabi, Daniel Dhruba
Sound Designing and Mixing: Pritom Chakraborty
Sound Engineer: Niran Nabi
Transcription: Munna Thangming
Assistant Cinematographer: Niaz Aziz Dip
Art Direction: Daniel Dhruba
Narration: Sadi Shuvo
Assistant Director: Ashraful K. Chowdhury
Chief Assistant Director: Parbon Mazhar
Creative Consultant: Amitabh Reza Chowdhury
Creative Producer: Debashish Das
Executive Producer: Abhijit Arka
Producer: Shifat Hasan Sangeet

30/04/2025

A clip from the film 'This is Not a Burial, It's a Resurrection' from yesterday's screening.

ছাদের ছবি: মরসুম তিন, পর্ব তিন

20/04/2025

Glimpses for today's micro-exhibition 'Embracing Fatherhood: The archival show of unheard journeys'. Through intimate storytelling, visual expression, and participatory dialogue, we explored a personal yet universally resonant archive that challenges societal silence around male infertility and reimagines fatherhood beyond biology. Thanks to our attendees for making this experimental exhibition a great success.

SURAIYA – A Cinematic Collab Across Continents! International Coproduction Announcement!Bangladesh X Norway | Dhaka X Os...
29/03/2025

SURAIYA – A Cinematic Collab Across Continents! International Coproduction Announcement!

Bangladesh X Norway | Dhaka X Oslo

Ratherhood Initiatives Ltd. X Lightsource Film Productions proudly announce their official co-production of the upcoming feature film !

Directed by Robiul Alam Robi
Screenplay by Shibabrata Barman, Robiul Alam Robi
Produced by Fazle Hasan Shishir

Co-Produced by Arne Dahr (Lightsource Film Productions, Norway), Shibabrata Barman (Made in Banialulu, Bangladesh)
We look forward to sharing this journey with audiences everywhere!

15/03/2025

Jhiripoth Periye Screening Event: Beyond the Trails: Filming at the Fringe Recap!

"ঝিরিপথ পেরিয়ে" (Jhiripoth Periye) – A short film on marginalization, solitude, and resistance in the hills.
Organized by Counter Foto - A Center for Visual Arts and Ratherhood Initiatives Ltd., screened on March 15, 2025 at 14 East Shewrapara, Mirpur, Dhaka 1216, 1216 Dhaka, Bangladesh.

Highlights: film clips, discussions with the director Fazle Hasan Shishir, the producer Md. Sifat Hasan, and the executive producer Avijit Sarkar.

Thank you to everyone who joined! Watch the event recap here.

"ঝিরিপথ পেরিয়ে" – পাহাড়ের প্রান্তিকতা, নিঃসঙ্গতা ও প্রতিরোধের গল্প।
কাউন্টার ফটো – এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস এবং রাদ্যারহুড ইনিশিয়েটিভস -এর আয়োজনে ১৫ মার্চ ২০২৫-এ প্রদর্শনী ও আলোচনা স্বতঃফুর্ত অংশগ্রহণে সমাপ্ত হয়েছে। আলোচক হিসেবে ছিলেন ঝিরিপথ পেরিয়ে এর নির্মাতা ফজলে হাসান শিশির, প্রযোজক সিফাত হাসান ও নির্বাহী প্রযোজক অভিজিৎ সরকার।

অংশগ্রহণকারীদের ধন্যবাদ!

#ঝিরিপথ_পেরিয়ে #কাউন্টার_ফটো #ঢাকা_ইভেন্ট #র‍্যাদারহোড

A glimpse from the 3rd screening of Jhiripoth Periye at Counter Foto - A Center for Visual ArtsThe screening was followe...
15/03/2025

A glimpse from the 3rd screening of Jhiripoth Periye at Counter Foto - A Center for Visual Arts
The screening was followed by an interactive discussion session with the filmmaking team.

কাউন্টার ফটো – এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস এবং র‍্যাদারহুড ইনিশিয়েটিভসের আয়োজনে "ঝিরিপথ পেরিয়ে"-এর ঢাকায় দ্বিতীয় বা...
12/03/2025

কাউন্টার ফটো – এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস এবং র‍্যাদারহুড ইনিশিয়েটিভসের আয়োজনে "ঝিরিপথ পেরিয়ে"-এর ঢাকায় দ্বিতীয় বারের মতো স্ক্রিনিং হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ ২০২৫, শনিবার দুপুর ১২টায়।

কাউন্টার ফটো – এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টসের ১৪ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা ১২১৬ এই ঠিকানায় আমন্ত্রণ।

''ঝিরিপথ পেরিয়ে'' আমাদের পাহাড়ের গল্প ও প্রান্তিক জীবনের ভাষ্যকে পর্দায় ধারণ করতে চেয়েছে। প্রান্তিক জীবন সংগ্রাম, প্রতিরোধ এবং প্রত্যয়ের গল্পগুলো কীভাবে ভিজ্যুয়াল মাধ্যমে রূপ পায়, কিভাবে ননট্র্যাডিশনাল, ননএক্টর হাইব্রিড সিনেমার বিষয় আসয় হয়ে উঠে এই নিয়ে থাকবে আলোচনা।

আলোচকবৃন্দ:
📌 ফজলে হাসান শিশির (চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কিউরেটর)
📌 মোঃ সিফাত হাসান (চলচ্চিত্র প্রযোজক)
📌 অভিজিৎ সরকার অর্ক (চলচ্চিত্র নির্মাতা, সম্পাদক ও প্রযোজক)

এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং পাহাড়ের প্রান্তিক মানুষদের গল্প এবং সিনেমার নেপথ্যের ভাষা নিয়ে প্রাণবন্ত আলোচনা হবে বলে আমাদের বিশ্বাস। আপনার উপস্থিতি কাম্য।

ইভেন্ট ডিটেইল- https://www.facebook.com/share/12J8wwpAwNu/

#ঝিরিপথ_পেরিয়ে

ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কিংবা মানসম্পন্ন সাবটাইটেল না থাকার কারণে অনেক কনটেন্টই তার কাঙ্খিত দর্শকমাত্রায় পৌঁছাত...
05/03/2025

ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কিংবা মানসম্পন্ন সাবটাইটেল না থাকার কারণে অনেক কনটেন্টই তার কাঙ্খিত দর্শকমাত্রায় পৌঁছাতে পারে না। অভিজ্ঞ এবং দক্ষ টিম মেম্বারদের নিয়ে আমরা চালু করছি ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং সাবটাইটলিং সার্ভিস। আপনার সিনেমা, প্রামাণ্যচিত্র কিংবা সিরিজ এর জন্য নেটফ্লিক্স স্ট্যান্ডার্ড কিংবা বৈশ্বিক দর্শকের জন্য উপযুক্ত সাবটাইটেল নিশ্চিত করার জন্য যোগাযোগ করুন আমাদের ইনবক্সে, ইমেইল করুন [email protected] ঠিকানায় কিংবা ফোন করুন 01971084406, 01511527951 এ।



Address

101 Indira Road
Dhaka

Telephone

+8801611527951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratherhood Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share