Ratherhood Initiatives

Ratherhood Initiatives Ratherhood Initiatives is a Dhaka based film production company and an experimental creative hub.

We’re Live!Hope you noticed in our previous post that we’ve been sharing our new web link—because our official site is n...
25/09/2025

We’re Live!

Hope you noticed in our previous post that we’ve been sharing our new web link—because our official site is now live!

Ratherhood Initiatives finally, has a digital home where you can explore our films, exhibitions, and upcoming events.

Visit us at ratherhood.com
Your thoughts and feedback mean a lot—take a look and let us know what you think!


"ছাদের ছবি: মরশুম চার, পর্ব এক" এবার দেশি সিনেমা এর জন্য নির্ধারিত সবগুলো সিট সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। তাই রেজিস্ট্রেশ...
23/09/2025

"ছাদের ছবি: মরশুম চার, পর্ব এক" এবার দেশি সিনেমা এর জন্য নির্ধারিত সবগুলো সিট সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। তাই রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। এত দ্রুত সাড়া পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

যারা রেজিস্ট্রেশন করতে পেরেছেন, তাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধঃ
প্রদর্শনীটি নির্ধারিত সময়ে শুরু হবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে সময়মতো ভেন্যুতে উপস্থিত হবেন।

📍 লোকেশন: রাদারহুড ইনিশিয়েটিভস এর ছাদ, ১০১ ইন্দিরা রোড, ফ্লোর-৮/এ, শেরে বাংলা নগর, ঢাকা।
🗓️ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার), সন্ধ্যা ৬টা ৩০মিনিট।

#ছাদেরছবি #মরশুমচার #এবারদেশিসিনেমা

স্বল্প বিরতির পর  ছাদের ছবিঃ মরশুম চার, পর্ব এক। এবার দেশি সিনেমা! মরশুম চার শুরু হতে যাচ্ছে একটু বিরতি নিয়ে, এই মরশুম জ...
22/09/2025

স্বল্প বিরতির পর ছাদের ছবিঃ মরশুম চার, পর্ব এক। এবার দেশি সিনেমা!

মরশুম চার শুরু হতে যাচ্ছে একটু বিরতি নিয়ে, এই মরশুম জুড়ে থাকবে শুধুই দেশি নির্মাতাদের সিনেমা, গল্প আর আড্ডা। নির্মাতার উপস্থিতিতেই তার সিনেমা দেখার সেই অনন্য অভিজ্ঞতা পাবেন ১০১ ইন্দিরা রোডের ছাদে।

পর্ব একে থাকছে:
"ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (এফএনএফ)"-এর ১০ জন নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বিশেষ প্রদর্শনী। শুধু সিনেমা দেখাই নয়, দেখার পরই নির্মাতাদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকবে। জানতে পারবেন এই ১০ জন কীভাবে এক হয়েছেন, তাদের সিনেমা নিয়ে ভাবনা কী, এবং সিনেমা শেষে হবে গল্পের খোলামেলা আলাপ।

📍 লোকেশন:** র‍্যাদারহুড ইনিশিয়েটভস লিমিটেড এর ছাদ (১০১, ইন্দিরা রোড, ফ্লোরঃ ৮/A, শেরে বাংলা নগর, ঢাকা-১২১৫)
📅 তারিখ : ২৭ সেপ্টেম্বর,শনিবার, ২০২৫
🎟️ সম্পূর্ণ ফ্রি! তবে সিট নিশ্চিত করতে নিচের লিংক থেকে রেজিস্ট্রেশন করে নিন।

রেজি লিংক: https://forms.gle/DrjPyYMZJZoSRFg58

লোকেশন ম্যাপ: https://maps.app.goo.gl/AKho7iLw3yLDuGHp8

আয়োজন সহযোগী:
লজিস্টিকস পার্টনার: Cloud MarCom
টিকেটিং/রেজি পার্টনার: Eventa

যেকোনো প্রয়োজনে যোগাযোগ: WhatsApp: +8801511527951

চলে আসুন, বাকি আলাপ ও সিনেমা সাক্ষাতে বিস্তারিত…
#ছাদেরছবি #মরশুমচার #দেশিসিনেমা #নবীননির্মাতা #স্বল্পদৈর্ঘ্যচলচ্চিত্র #সিনেমাপ্রদর্শনী

"আমি সেই ব্যক্তিগত ফিল্মের পক্ষ নিতে চাই যা কোনো পয়সা উপার্জন করতে পারে না, খাদ্যের যোগান দিতে পারে না কিংবা কোনো সমসাময়...
19/09/2025

"আমি সেই ব্যক্তিগত ফিল্মের পক্ষ নিতে চাই যা কোনো পয়সা উপার্জন করতে পারে না, খাদ্যের যোগান দিতে পারে না কিংবা কোনো সমসাময়িক ইতিহাস, শৈল্পিক ইতিহাস বা কোনো ধারার ইতিহাসই তৈরি করতে পারে না। আমি এমন শিল্পের পক্ষে যা আমরা বন্ধু হিসেবে একে অপরের জন্য করি।"

- জোনাস মেকাস

প্যারিসের আমেরিকান সেন্টারে ১১ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে জোনাস মেকাস এই বক্তব্যটি দেন। ফ্রান্স থেকে প্রকাশিত Point d’ironie-....

বিরতির পর আবার আসিতেছে...
16/09/2025

বিরতির পর আবার আসিতেছে...

FLOAT AROUND: APPROACHES TO SONGWRITING AND COMPOSITIONLive from the workshop!We are delighted to have Arjun Kar (Kolkat...
13/09/2025

FLOAT AROUND: APPROACHES TO SONGWRITING AND COMPOSITION

Live from the workshop!

We are delighted to have Arjun Kar (Kolkata-based songwriter and singer) and Samin Yasar (guitarist and composer of Firoze Jong) sharing their invaluable experiences and unique philosophies on composition, melody, and lyrics with our engaged participants.

The discussion is exploring the essential question: Is a song just music and words? Where does inspiration truly come from?

Stay tuned!
The workshop will be followed by an Open Mic session.

Date: September 13, 2025
Venue: Ratherhood Initiatives Ltd, Dhaka
Arranged by: MUSICCULTu're Welcome Dacca

08/09/2025

শব্দ আর ছবি দিয়ে গপ্পের খেলার ১২ তম সেশন শেষ।

এক সেশন শেষ, কিন্তু অংশগ্রহণকারী সবার জন্যই ভাবনা এবং সৃষ্টির এক বড় জগৎ এর আহবান শুরু। আশা করি তারা তাদের গপ্পের জগতের আহবানে সাড়া দিয়ে এগিয়ে যাবেন।

"শব্দ-গপ্প-ছবি ১৩ (A Writing & Film Idea Incubation Workshop)" আসছে সেপ্টেম্বর এর শেষ সপ্তাহে।


#শব্দ_গপ্প_ছবি_১২




Float around in this experience-sharing-based workshop on songwriting and song-making, where Arjun Kar & Samin Yasar wil...
08/09/2025

Float around in this experience-sharing-based workshop on songwriting and song-making, where Arjun Kar & Samin Yasar will share their experience, thoughts, and takes on songwriting, composition, melody, and lyrics.
Is a song all about music and words? Or, does a song have a world beyond these?
Where do the words and melodies come from?
Is it inherent in us, or do we just get influenced by the world around us?

Moderated by: Arjun Kar & Samin Yasar
Arranged in collaboration with: MUSICCULTu're Welcome Dacca
This casual workshop will be followed by an Open Mic session (registration-based) where other musician-participants, lyricists, and composers will get the floor to discuss their songwriting, composing, and other related creative processes.
Arjun Kar:
Arjun is a Kolkata-based folk songwriter-singer, practicing a particular style of music, majorly influenced by Americana folk. Arjun has been working as a solo performer and has been involved with different projects from different places. His debut album, Other Side of Time, is a reasonable example of his thought process.
He’ll be sharing his ways and possibilities regarding crafting a song.
Samin Yasar:
Guitarist of Firoze Jong and houseband member of Hatirpool Sessions. An arranger and composer more than a guitarist. Having spent a decent amount of time working in the indie scene, Samin brings his experience of putting oneself in various contexts. Ultimately finding out what he's capable of contributing to various kinds of songs. "Follow the melody" is his philosophy, and that's what he'll be sharing in this workshop.

Fee: 500 BDT (Bkash: 01611527951; Pay first and add the TrxID to the Reg. form)
Reg. Form: https://forms.gle/VPiKBvhr6FNtuQLA6
Limited Capacity. Maximum 40 Seats.
Google Map: https://maps.app.goo.gl/frtV7Q8QCf9dpkeg6
Phone - 01611527951, 01680425465
FB event: https://www.facebook.com/share/16BF9QabBQ/

Venue: Ratherhood Initiatives Ltd, Dhaka
Floor - 8/A, 101 Indira Road, Near Khamarbari Mor, Sher-e-Bangla Nagar, Dhaka-1215
** Tea, light snacks, and water will be provided.

Ratherhood Initiatives Limited welcomes its first batch of fellows from the "শব্দ-গপ্প-ছবি ১২ (A Writing & Film Idea Inc...
06/09/2025

Ratherhood Initiatives Limited welcomes its first batch of fellows from the "শব্দ-গপ্প-ছবি ১২ (A Writing & Film Idea Incubation Workshop)".

Through creative, interactive sessions & gameplays, the 5 hours workshop has brought numerous ideas, situations, characters, premises, story worlds and complete stories for every single participants. We are same as excited as our participants who have come out of their creative blocks and has got the courage to go further with their ideas which have just been born.

We are starting a 'Development Track' for the participants who are willing to develop their ideas further.
Looking forward to the next batch of freshers for the regular 'Incubation Track'.

Truly indebted to the powerhouse of Ratherhood Initiatives who have made this workshop glitter with all it's glory: , , @i_rrfan, .aziz.dip,

“শব্দ-গপ্প-ছবি ১২” ওয়ার্কশপ পাঁচ ঘন্টার এই কিউরেটেড রাইটিং ও ফিল্ম প্রজেক্ট ইনকিউবেশন ওয়ার্কশপে অংশগ্রহণকারী তাদের অবচেত...
06/09/2025

“শব্দ-গপ্প-ছবি ১২” ওয়ার্কশপ পাঁচ ঘন্টার এই কিউরেটেড রাইটিং ও ফিল্ম প্রজেক্ট ইনকিউবেশন ওয়ার্কশপে অংশগ্রহণকারী তাদের অবচেতন মনকে অনুসন্ধান করে নতুন গল্প, চরিত্র এবং আইডিয়ার বীজ খুঁজেছেন। শুরুর চিরকুট হাতে দুইটি প্র্যাকটিস সেশন শেষে প্রত্যেকের নিজস্ব গল্প/ফিল্ম প্রজেক্টে দিকে সুত্রপাত ঘটালেন বলে রাদারহুড বিশ্বাস করে।

কিউরেট ও পরিচালনা করেছেন চলচ্চিত্র প্রযোজক, শিক্ষক ও কিউরেটর ফজলে হাসান শিশির, যিনি গত পাঁচ বছর ধরে এই ইনকিউবেশন প্রক্রিয়া ডিজাইন ও এক্সিকিউট করে আসছেন।

বিশেষ ধন্যবাদ অংশগ্রহণকারীদের সক্রিয় আগ্রহের জন্যে।
আমরা আশা করি, এই লেখা চিন্তা গুলো এবং প্রজেক্টের সুত্রসমূহ ভবিষ্যতে প্রকাশিত হবে কোন না কোন মাধ্যমে— হয়ত বই আকারে বা ফিল্ম প্রজেক্ট হিসেবে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য...
29/05/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ এ প্রদর্শিত হতে যাচ্ছে।

তারিখ: ৩০ মে, ২০২৫ (শুক্রবার)

সময়: সন্ধ্যা ০৭:০০ টা

স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
এছাড়াও, একযোগে প্রদর্শিত হবে দেশের সকল বিভাগীয় শহরে।
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজশাহী
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, খুলনা
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, বরিশাল
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, ময়মনসিংহ

প্রতিটি প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত।

ঝিরিপথ পেরিয়ে (Beyond The Trails)

Screenplay, Cinematography and Direction: Fazle Hasan Shishir
Cast: Foysal Mohammad Shaan, Zahir Khan, Nunthar Bawm, Thaan Liyan Bawm, Lalzawm Bawm, Lalsawn Bawm
Edit and Color: Mohiyuddeen Ahmad
Original Score and Composition: Tetea Vanchhawng, Rawno Chakma
Location Sound: Rahat Nabi, Daniel Dhruba
Sound Designing and Mixing: Pritom Chakraborty
Sound Engineer: Niran Nabi
Transcription: Munna Thangming
Assistant Cinematographer: Niaz Aziz Dip
Art Direction: Daniel Dhruba
Narration: Sadi Shuvo
Assistant Director: Ashraful K. Chowdhury
Chief Assistant Director: Parbon Mazhar
Creative Consultant: Amitabh Reza Chowdhury
Creative Producer: Debashish Das
Executive Producer: Abhijit Arka
Producer: Shifat Hasan Sangeet

30/04/2025

A clip from the film 'This is Not a Burial, It's a Resurrection' from yesterday's screening.

ছাদের ছবি: মরসুম তিন, পর্ব তিন

Address

101 Indira Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ratherhood Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratherhood Initiatives:

Share