12/11/2025
ফিল্ম এন্ড ফটোগ্রাফী ক্লাবের এক যুগ পূর্তিতে ‘ঝিরিপথ পেরিয়ে’ এর একটি বিশেষ প্রদর্শনী নিয়ে এবার আমরা আসছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) তারিখে। চলচ্চিত্র অনুরাগী শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ রইলো।
ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে ক্লাবের উদ্যোগে আগামী ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে চলচ্চিত্র প্রদর্শনির আয়োজন করা হবে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি তরুণদের সৃজনশীলতা, নান্দনিক দৃষ্টিভঙ্গি ও চলচ্চিত্রবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এই এক যুগের যাত্রায় আমরা বিশ্বাস করি—চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানবিক বোধের প্রতিফলন। তাই এবারের ফিল্ম স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা সেই চেতনা ও যাত্রার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে ক্লাবের নির্মিত ডুকুমেন্টরি ও সদস্যদের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে, যেখানে ফুটে উঠবে সময়, সমাজ ও তরুণদের সৃজনশীল ভাবনা। আমরা সকল চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। চলচ্চিত্র হোক পরিবর্তনের ভাষা, সৃজনশীলতার অনুপ্রেরণা, এবং আগামী দিনের নতুন পথচলার আলো।
আমাদের চলচ্চিত্র প্রর্দশনীতে থাকছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা ফজলে হাসান শিশির নির্মিত 'ঝিরিপথ পেরিয়ে'।