Ratherhood Initiatives

Ratherhood Initiatives Ratherhood Initiatives is a Dhaka based film production company and an experimental creative hub.

We are honoured to announce that our feature film "Suraiya" has been selected for a production funding by the Berlinale ...
19/10/2025

We are honoured to announce that our feature film "Suraiya" has been selected for a production funding by the Berlinale World Cinema Fund 2025.
As part of this year’s funding recommendations, "Suraiya" stands alongside a diverse group of international projects from across Asia, Africa, Latin America, and Europe.

This recognition by the World Cinema Fund is a meaningful step for us at Ratherhood Initiatives Ltd, reaffirming our commitment to telling stories rooted in Bangladesh yet resonant with global audiences.

The WCF jury made its selection from 236 submitted projects from a total of 63 countries.

News link: https://www.berlinale.de/en/2026/news-press-releases/268802.html

Previously, this film was part of the Asian Project Market 2023, Produire Sud Dharamshala Lab 2023 and Tasveer Film Market 2024.


সফলভাবে 'শগছ ১৩' এবারের মতো সম্পন্ন হলো।
18/10/2025

সফলভাবে 'শগছ ১৩' এবারের মতো সম্পন্ন হলো।

15/10/2025

"পাড়া ছাড়ার আগে ওদের পোষা ময়নাকে একটা অদ্ভূত সুরে ডেকে উঠতে দেখে অবাক হয়ে যায় অর্ণা... কোথায় যেন একটা খটকা লাগছে।"

"শব্দ-গপ্প-ছবি ১২" তে অংশ নিয়েছিলেন খন্দকার সারাফ নাহরিন অদ্রিকা। খেলা-গল্পের এক ঘন্টার মাঝেই একটি গোয়েন্দা গল্পের প্লট বেঁধে ফেলেন তিনি। এর মিনিট দশেক পরেই লিখে একটি ছবির সূত্র ধরে লিখে ফেলেন একটি কবিতা। তার ঘন্টাখানেক বাদে আরো দুটি গল্পের প্লট বাধেন তিনি।

"শব্দ-গপ্প-ছবি" ওয়ার্কশপ আপনাকে আপনার ভেতরের অজানা অলিগলিতে ঢুকিয়ে আপনাকে দিয়ে নতুন চরিত্র, গল্প, আইডিয়া বের করতে বাধ্য করবে।

"শব্দ-গপ্প-ছবি ১৩" অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার (১৮ অক্টোবর, ২০২৫), বিকাল ৪ টা থেকে রাত ৯টা।
রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/6H5HswjhVADmEmeK7

13/10/2025

"শব্দ-গপ্প-ছবি ১২" তে ৪ টি গল্পের আইডিয়া পেয়েছেন মুনাদিজ্জামান পুলক - যার মাঝে দুটি গল্প পরিপূর্ণভাবে পেয়েছেন তিনি। শব্দ ও ছবির খেলায় গল্প বাঁধার সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তিনি।
"শব্দ-গপ্প-ছবি ১৩" অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার (১৮ অক্টোবর, ২০২৫), বিকাল ৪ টা থেকে রাত ৯টা।
রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/6H5HswjhVADmEmeK7

Glimpses from Chader Chhobi: Season 4, Episode 2.Filmmaker Molla Sagar shared his filmmaking journey, which depicted the...
11/10/2025

Glimpses from Chader Chhobi: Season 4, Episode 2.
Filmmaker Molla Sagar shared his filmmaking journey, which depicted the life, resilience, resistance, culture and heritage of Bangladeshi commoners.

Big thanks to everyone who came today for Chhader Chhobi: Season Four, Episode One's screening featuring the "Friendly N...
27/09/2025

Big thanks to everyone who came today for Chhader Chhobi: Season Four, Episode One's screening featuring the "Friendly Neighborhood Filmmakers". The rooftop was buzzing with films, chats, and plenty of stories.

Some snapshots from the evening—





We’re Live!Hope you noticed in our previous post that we’ve been sharing our new web link—because our official site is n...
25/09/2025

We’re Live!

Hope you noticed in our previous post that we’ve been sharing our new web link—because our official site is now live!

Ratherhood Initiatives finally, has a digital home where you can explore our films, exhibitions, and upcoming events.

Visit us at ratherhood.com
Your thoughts and feedback mean a lot—take a look and let us know what you think!


"ছাদের ছবি: মরশুম চার, পর্ব এক" এবার দেশি সিনেমা এর জন্য নির্ধারিত সবগুলো সিট সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। তাই রেজিস্ট্রেশ...
23/09/2025

"ছাদের ছবি: মরশুম চার, পর্ব এক" এবার দেশি সিনেমা এর জন্য নির্ধারিত সবগুলো সিট সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। তাই রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। এত দ্রুত সাড়া পাওয়ার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

যারা রেজিস্ট্রেশন করতে পেরেছেন, তাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ অনুরোধঃ
প্রদর্শনীটি নির্ধারিত সময়ে শুরু হবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে সময়মতো ভেন্যুতে উপস্থিত হবেন।

📍 লোকেশন: রাদারহুড ইনিশিয়েটিভস এর ছাদ, ১০১ ইন্দিরা রোড, ফ্লোর-৮/এ, শেরে বাংলা নগর, ঢাকা।
🗓️ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার), সন্ধ্যা ৬টা ৩০মিনিট।

#ছাদেরছবি #মরশুমচার #এবারদেশিসিনেমা

স্বল্প বিরতির পর  ছাদের ছবিঃ মরশুম চার, পর্ব এক। এবার দেশি সিনেমা! মরশুম চার শুরু হতে যাচ্ছে একটু বিরতি নিয়ে, এই মরশুম জ...
22/09/2025

স্বল্প বিরতির পর ছাদের ছবিঃ মরশুম চার, পর্ব এক। এবার দেশি সিনেমা!

মরশুম চার শুরু হতে যাচ্ছে একটু বিরতি নিয়ে, এই মরশুম জুড়ে থাকবে শুধুই দেশি নির্মাতাদের সিনেমা, গল্প আর আড্ডা। নির্মাতার উপস্থিতিতেই তার সিনেমা দেখার সেই অনন্য অভিজ্ঞতা পাবেন ১০১ ইন্দিরা রোডের ছাদে।

পর্ব একে থাকছে:
"ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (এফএনএফ)"-এর ১০ জন নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বিশেষ প্রদর্শনী। শুধু সিনেমা দেখাই নয়, দেখার পরই নির্মাতাদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকবে। জানতে পারবেন এই ১০ জন কীভাবে এক হয়েছেন, তাদের সিনেমা নিয়ে ভাবনা কী, এবং সিনেমা শেষে হবে গল্পের খোলামেলা আলাপ।

📍 লোকেশন:** র‍্যাদারহুড ইনিশিয়েটভস লিমিটেড এর ছাদ (১০১, ইন্দিরা রোড, ফ্লোরঃ ৮/A, শেরে বাংলা নগর, ঢাকা-১২১৫)
📅 তারিখ : ২৭ সেপ্টেম্বর,শনিবার, ২০২৫
🎟️ সম্পূর্ণ ফ্রি! তবে সিট নিশ্চিত করতে নিচের লিংক থেকে রেজিস্ট্রেশন করে নিন।

রেজি লিংক: https://forms.gle/DrjPyYMZJZoSRFg58

লোকেশন ম্যাপ: https://maps.app.goo.gl/AKho7iLw3yLDuGHp8

আয়োজন সহযোগী:
লজিস্টিকস পার্টনার: Cloud MarCom
টিকেটিং/রেজি পার্টনার: Eventa

যেকোনো প্রয়োজনে যোগাযোগ: WhatsApp: +8801511527951

চলে আসুন, বাকি আলাপ ও সিনেমা সাক্ষাতে বিস্তারিত…
#ছাদেরছবি #মরশুমচার #দেশিসিনেমা #নবীননির্মাতা #স্বল্পদৈর্ঘ্যচলচ্চিত্র #সিনেমাপ্রদর্শনী

"আমি সেই ব্যক্তিগত ফিল্মের পক্ষ নিতে চাই যা কোনো পয়সা উপার্জন করতে পারে না, খাদ্যের যোগান দিতে পারে না কিংবা কোনো সমসাময়...
19/09/2025

"আমি সেই ব্যক্তিগত ফিল্মের পক্ষ নিতে চাই যা কোনো পয়সা উপার্জন করতে পারে না, খাদ্যের যোগান দিতে পারে না কিংবা কোনো সমসাময়িক ইতিহাস, শৈল্পিক ইতিহাস বা কোনো ধারার ইতিহাসই তৈরি করতে পারে না। আমি এমন শিল্পের পক্ষে যা আমরা বন্ধু হিসেবে একে অপরের জন্য করি।"

- জোনাস মেকাস

প্যারিসের আমেরিকান সেন্টারে ১১ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে জোনাস মেকাস এই বক্তব্যটি দেন। ফ্রান্স থেকে প্রকাশিত Point d’ironie-....

বিরতির পর আবার আসিতেছে...
16/09/2025

বিরতির পর আবার আসিতেছে...

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য...
29/05/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বানানো ছোট ছবি 'ঝিরিপথ পেরিয়ে' এবারের চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ এ প্রদর্শিত হতে যাচ্ছে।

তারিখ: ৩০ মে, ২০২৫ (শুক্রবার)

সময়: সন্ধ্যা ০৭:০০ টা

স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
এছাড়াও, একযোগে প্রদর্শিত হবে দেশের সকল বিভাগীয় শহরে।
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজশাহী
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিলেট
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, খুলনা
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, বরিশাল
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর
বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তন, ময়মনসিংহ

প্রতিটি প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত।

ঝিরিপথ পেরিয়ে (Beyond The Trails)

Screenplay, Cinematography and Direction: Fazle Hasan Shishir
Cast: Foysal Mohammad Shaan, Zahir Khan, Nunthar Bawm, Thaan Liyan Bawm, Lalzawm Bawm, Lalsawn Bawm
Edit and Color: Mohiyuddeen Ahmad
Original Score and Composition: Tetea Vanchhawng, Rawno Chakma
Location Sound: Rahat Nabi, Daniel Dhruba
Sound Designing and Mixing: Pritom Chakraborty
Sound Engineer: Niran Nabi
Transcription: Munna Thangming
Assistant Cinematographer: Niaz Aziz Dip
Art Direction: Daniel Dhruba
Narration: Sadi Shuvo
Assistant Director: Ashraful K. Chowdhury
Chief Assistant Director: Parbon Mazhar
Creative Consultant: Amitabh Reza Chowdhury
Creative Producer: Debashish Das
Executive Producer: Abhijit Arka
Producer: Shifat Hasan Sangeet

Address

101 Indira Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ratherhood Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratherhood Initiatives:

Share