Mizanur Rahman Mizan

Mizanur Rahman Mizan Welcome To The Official page Of Bangladeshi Film Director Mizanur Rahman Mizan.

28/10/2025

জীবন খেলছি আমি দর্শক।
゚ fans

জীবন খেলছে আমি দর্শক।
28/10/2025

জীবন খেলছে আমি দর্শক।

"একজন গোলাম মোস্তফা"গোলাম মুস্তাফা "জন্ম ২ মার্চ ১৯৩৪ সালে। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান ২০ ফেব্রুয়ারি ২০০৩ সালে"। ছি...
28/10/2025

"একজন গোলাম মোস্তফা"
গোলাম মুস্তাফা "জন্ম ২ মার্চ ১৯৩৪ সালে। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান ২০ ফেব্রুয়ারি ২০০৩ সালে"। ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার। ১৯৬০ সালে ‘রাজধানীর বুকে’ ছবিতে জমিদারের ভূমিকায় প্রথম অভিনয় করেন। মূলত প্রথম ছবি থেকেই তিনি খলনায়ক চরিত্রের একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া তিনি অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গোলাম মুস্তাফা প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
গোলাম মুস্তাফা ২ মার্চ ১৯৩৪ সালে বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সাব-রেজিস্ট্রার। স্কুলজীবন শুরু হয় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ম্যাট্রিক পাস করেন খুলনা জিলা স্কুল থেকে। স্কুল-কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল। ঢাকায় আসেন পঞ্চাশের দশকের মধ্য সময়ে। সেই থেকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে গেলেন।
গোলাম মুস্তাফা বাংলা ও উর্দু মিলে প্রায় তিনশত চলচ্চিত্রে নায়ক, পার্শ্ব-নায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় 'আলিবাবার চল্লিশ চোর', 'রাজধানীর বুকে', 'নিজেকে হারায়ে খুজি', ‘চান্দা’ 'রক্তাক্ত বাংলা', 'রূপালী সৈকতে', 'সীমানা পেরিয়ে', 'তিতাস একটি নদীর নাম', 'সূর্যসংগ্রাম', 'পদ্মা নদীর মাঝি', 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'শুভদা', 'শ্রাবণ মেঘের দিন', 'ধীরে বহে মেঘনা', 'চন্দ্রনাথ', 'দেবদাস' ইত্যাদি।
গোলাম মুস্তাফা অনেক বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেন। তার অভিনয় জীবনে খলনায়ক হিসেবেই বেশি সফল হয়েছিলেন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হারানো দিন’ ছবিতে মদ্যপ জমিদারের ভূমিকায় তার অভিনয় সে সময় জনপ্রিয়তা লাভ করে। ১৯৪৫ সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত পল্লীমঙ্গল নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এটাই তার অভিনীত প্রথম মঞ্চ নাটক। পরিণত বয়েসে ষাটের দশকের শুরুতে গোলাম মুস্তাফা নাট্যাভিনয় শুরু করেন। সিনেমা ও নাটক উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শিতা প্রদর্শন করেন। গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন। তিনি তার সহ কর্মী বেতারের অভিনেত্রী হোসনে আরার প্রেমে পড়ে যান।১৯৫৮ সালে হোসনে আরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বড় মেয়ে ক্যামেলিয়া মুস্তাফা একজন আবৃত্তিশিল্পী এবং তার ছোট মেয়ে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন অভিনেত্রী। প্রাক্তন জামাই হুমায়ুন ফরীদিও ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। আমি এই কিংবদন্তী অভিনেতাকে বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

28/10/2025

আল্লাহর কাছে বিচার দিলাম।
゚ fans

আমার ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা।
28/10/2025

আমার ভালোবাসা।
শুভ সকাল বন্ধুরা।

তুমি প্ল্যান করবা আর আমি গেমওভার করবো। তবুও ভালোবাসি তোমায়। শুভ রাত্রি বন্ধুরা।
27/10/2025

তুমি প্ল্যান করবা আর আমি গেমওভার করবো। তবুও ভালোবাসি তোমায়।
শুভ রাত্রি বন্ধুরা।

27/10/2025

গানের মিউজিক করার সময়।
゚ fans

অফিসে বসে বসে ভাবছি।
27/10/2025

অফিসে বসে বসে ভাবছি।

27/10/2025

এডিট করার সময়।
゚ fans

কেউ কথা বলতে না চাইলে তাকে জোর করো না, হয়তো সে তোমার চেয়ে ও ভালো কাউকে পেয়ে গেছে।শুভ সকাল বন্ধুরা।
27/10/2025

কেউ কথা বলতে না চাইলে তাকে জোর করো না, হয়তো সে তোমার চেয়ে ও ভালো কাউকে পেয়ে গেছে।
শুভ সকাল বন্ধুরা।

26/10/2025

গান : ভাগ্য রেখা।
কথা, সুর ও সংগীত : পরান।
শিল্পী : টিটন।

নিজের ভালো থাকা যদি অন্য কারও উপর ছেড়ে দেন, তাহলে সুখটা আর আপনার থাকে না।কারণ মানুষ বদলায়,দূরে যায়,হারিয়ে যায়,কিন্তু নিজ...
24/03/2025

নিজের ভালো থাকা যদি অন্য কারও উপর ছেড়ে দেন, তাহলে সুখটা আর আপনার থাকে না।
কারণ মানুষ বদলায়,দূরে যায়,হারিয়ে যায়,কিন্তু নিজের ভেতরের আনন্দটাই কেবল স্থায়ী।
আপনার মন ভালো রাখা কারও দায়িত্ব নয়, এটা একমাত্র আপনিই পারেন।
অন্যের হাসিতে আনন্দ খুঁজবেন, কিন্তু নিজের হাসিটাকেও ভুলে যাবেন না।
ভালো থাকা শিখুন, নিজের জন্য। কারও উপস্থিতি বা অনুপস্থিতি যেন আপনার সুখের মানদণ্ড না হয়।
"শ্যাডো"
A Silence Story.

Address

Dhaka
3531

Telephone

+8801712645020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman Mizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizanur Rahman Mizan:

Share