MD. Sohidul Islam Sowrov

MD. Sohidul Islam Sowrov i am a Freelancer at Digital Marketing, i am an expert in Email Marketing, YouTube Marketing...ETC

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?আমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা ক...
14/05/2024

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?

আমি যদি ২০১০ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কিভাবে করে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। ১০ বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়।

সেই সময়, ২০১০ সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটারই ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানতে পারবেন।

তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে; যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।

তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি এক মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন।

আপনাকে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা দুর্গম ও কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না আপনার জন্য।




"আসসালামুয়ালাইকুম"🎁ফেসবুক মনিটাইজেশনের জন্য 🎁✅৫ হাজার ফলোয়ার্স এবং ✅৬০ হাজার মিনিট ওয়াচ টাইম✅You Tube এর জন্য 1k Subs...
10/01/2024

"আসসালামুয়ালাইকুম"
🎁ফেসবুক মনিটাইজেশনের জন্য 🎁
✅৫ হাজার ফলোয়ার্স এবং
✅৬০ হাজার মিনিট ওয়াচ টাইম
✅You Tube এর জন্য 1k Subscriber & 4 k Minute Watch Time
এছাড়াও ইনস্টাগ্রাম, টিকটক, টুইটারের ফলোয়ার্স বারিয়ে দেওয়া হয়, কারো প্রয়োজন হলে আমাকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুনঃ কারণ আমি বিশ্বাস্থতার সহিত কাজ করে থাকি, ইতিপূর্বে অনেক ভাই বোনদের কাজ করেছি,
হোয়াটসঅ্যাপ নাম্বারঃ👉01782-782751💖💖

ফ্রিল্যান্সিং শুরু করতে🙂 আপনার সবচেয়ে বড় অজুহাত বা সমস্যা হচ্ছে "টাকা" তাইনা?আরে, আপনার টাকা নাই বলেই তো আপনি ফ্রিল্যান্...
17/12/2023

ফ্রিল্যান্সিং শুরু করতে🙂 আপনার সবচেয়ে বড় অজুহাত বা সমস্যা হচ্ছে "টাকা" তাইনা?
আরে, আপনার টাকা নাই বলেই তো আপনি ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করেন।🤨
যদি টাকা থাকতো তাহলে আপনি কখনোই এই সেক্টরে আসতে চাইতেন না। কারণ আপনার তো প্রয়োজন মেটানোর মতো ইনকাম সোর্স আছেই, তাহলে কষ্ট করে ফ্রিল্যান্সিং করতে কেন আসবেন?🤐
সব থেকে সহজ কাজ হলো অজুহাত। যেটা আমরা সবাই দিতে পারি, কিন্তু মূলত কারা অজুহাত দিয়ে থাকে জানেন? যারা হার্ড ওয়ার্ক করতে চায়না, যারা ভাবে যে অল্পতেই কিভাবে আমি বড় হতে পারবো, অল্প কষ্টতেই আমি কিভাবে বড় সফলতা পাবো তারাই শুধুমাত্র অজুহাত দিয়ে পিছিয়ে যায়।
আপনি কি তাদের মতো হতে চান? বিশ্বাস করেন, অলস লোকেদের কখনো সফলতা আসেনা ভাই।
তাই বলতেছি একটু চেষ্টা করেন, কষ্ট হলেও ইনশাআল্লাহ আপনি পারবেন।😌
মানুষ যা চায়, তাই কি সে পায়? মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে।[আন-নাজম ২৪,৩৯]

কি দেখছেন?  হ্যাঁ আপনি ঠিকই দেখছেন, এগুলো বাঘই, কিন্তু একটা জীবন্ত বলে মনে হচ্ছে আর অন্যটা বাঘের মতো করে বানাতে চেষ্টা ক...
08/12/2023

কি দেখছেন? হ্যাঁ আপনি ঠিকই দেখছেন, এগুলো বাঘই, কিন্তু একটা জীবন্ত বলে মনে হচ্ছে আর অন্যটা বাঘের মতো করে বানাতে চেষ্টা করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে, ১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন আর্টিস্ট এর কাছে যাবেন বা কোন বাঘটা আপনার চাই।
তবে এটা মাথায় রাখবেন চিনি যত বেশি দেবেন, ততই শরবত মিষ্টি হবে। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। টাকা ঢালবেন না, চাইবেন ১ম বাঘটা, তা কখনই পাবেন না।
বাঘ মাত্র একটা উদাহরন যা দিয়ে সকল কাজকেই বুঝালাম। প্রোডাক্ট যাই হোক কোয়ালিটি ভালো চাইলে তো টাকাটাও সেইরকম ঢালতে হবে এটাই চিরন্তন সত্য।
সুতরাং নিজেদের কষ্টের টাকায় কিছু কেনার আগে অবশ্যই চিন্তা করা উচিৎ 😁
৩০ টাকার জিনিস ৫ টাকা, আর ১০ টাকার জিনিস ৬ টাকায় কখনোই দেয়া পসিবল না🤭
এটা এক শ্রেনীর মানুষ বুঝেনা,এটা আসলে নিজেদের রুচির বিষয়।


ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কেমন পেশা??ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণ?বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশার মধ্যে একটি হচ্ছ...
22/10/2023

ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কেমন পেশা??
ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণ?
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশার মধ্যে একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং পেশা হলো স্বাধীন পেশা।এখানে কেউ যদি মনে করে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত কোথাও না গিয়ে শুধুমাত্র ঘরে বসেই ইনকাম করবে তাহলে তার জন্য উপযুক্ত পেশা হলো ফ্রিল্যান্সিং।এই পেশাতে কেউ যদি চায় আমার চাহিদা অনুযায়ী আমি যত চাইবো তত ইনকাম করতে পারবো কিন্তু কারো অধীনে থেকে নয়, তার জন্যই ফ্রিল্যান্সিং।
বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদা ও অনেক বেশি কারণ এখন কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াও মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং এর ৭০% কাজ করা যায়।
যেমনঃ কন্টেন্ট রাইটিং, Canva ডিজাইন, ফেইসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, Instagram মার্কেটিং, Kinemaster ভিডিও এডিটিং,টুইটার মার্কেটিং, তাছাড়াও এম এস ওয়ার্ড, এম এস পাওয়ারপয়েন্ট এবং এম এস এক্সেল এর কাজও অনায়াসে মোবাইল দিয়ে করা যায়।
কারন, বর্তমানে মোবাইলে উন্নত মানের টেকনোলজির ব্যবহারের ফলে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কাজই করা যায়।
ফ্রিল্যান্সিং করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য। তারপর হলো মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি বিষয়ের উপর নিজেকে দক্ষ করার মাধ্যমে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করা সম্ভব।
নিজেই কাজের বস! তাছাড়া কেউ যদি মনে করে সে নিজেই নিজের কাজের বস হবে তাহলে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়।
এই কাজে কোনো প্রতিষ্ঠানের অধীনে থেকে তাদের দেওয়া সময়ে কাজ করতে হয় না বরং নিজেই যেকোনো সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। তাই আমি মনে করি যে ফ্রিল্যান্সিং টি ক্যারিয়ার হিসেবে অনেক সুন্দর একটি পেশা।

সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং জগতেউপরে উঠা মুশকিল!!কাজেই, নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা সফল হতে হলে সবার আগে সাপো...
30/08/2023

সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং জগতে

উপরে উঠা মুশকিল!!

কাজেই, নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা সফল হতে হলে সবার আগে সাপোর্ট দরকার!!

শুধু ৫০০/১০০০ টাকা দিয়ে চুরি করা অন্যের ভিডিও কিনে তারপর সেটা দেখে দেখে কোনো দিন ভালো ফ্রিল্যান্সার হওয়া যায় না!!

তাই নতুনদের উচিত ভালো মেন্টর দেখে ভালো কোনো প্রতিষ্ঠান দেখে কোর্সে ভর্তি হওয়া। তারপর নির্দিষ্ট কোনো একটা কাজ শিখে ফ্রিল্যান্সিং পথে চলতে শুরু করা

তাহলেই সফল হওয়া সম্ভব।

প্রয়োজনে ইনবক্স করুন বা সরাসরি হোয়াটস এপে নক দিন।


👉 বোনদের জন্য নিরাপদ একটি কর্মসংস্থান হচ্ছেফ্রিল্যান্সিং।✳️ পরিবারের সকল কাজ শেষ করে ফ্রিল্যান্সিং করা যায়।✳️ নিজের পর্...
25/08/2023

👉 বোনদের জন্য নিরাপদ একটি কর্মসংস্থান হচ্ছে
ফ্রিল্যান্সিং।
✳️ পরিবারের সকল কাজ শেষ করে ফ্রিল্যান্সিং করা যায়।
✳️ নিজের পর্দা কে ঠিক রেখে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায়৷
✳️ আপনি যদি বাহিরে চাকরি করার চিন্তাভাবনা করে থাকেন অনলাইনে তিন থেকে চার মাস প্রশিক্ষণ নিয়ে আপনার ঘরে বসেই আপনি ইনকাম করতে পারবেন।
✳️ সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিয়ের পর শ্বশুর-শাশুড়ি।
হাসবেন্ড মেয়েদের ঘরের বাহিরে যেতে পছন্দ করে না৷
✳️ তাই ঘরে বসে ইনকাম করে স্বাবলম্বী হওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফ্রিল্যান্সিং মোবাইল
ফোন দিয়েও শুরু করা যায়।




Address

Shariatpur
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when MD. Sohidul Islam Sowrov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Sohidul Islam Sowrov:

Share