Afran selim

Afran selim অদ্ভুত প্রান্তরে আছি নিস্তব্ধ হয়ে, চলন্ত শহরে ছুটেছি সফলতার খোজে!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
01/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

01/07/2025

We will never forget these voices-🥺

30/05/2025

অর্থসংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন..! ❤️‍🩹😅

15/05/2025

যাদের ডেকেছি আপন বলে, তারাই তুলেছে সন্দেহের দেয়াল...
আর
যাদের চোখে খুশির sparkle খুঁজতাম, সেখানে জ্বলে হিংসার আগুন।

এখন তো দেখছি আমার কাছের মানুষগুলোই আমার ভালো চায়না।

যা হোক ভালো থাকুক তারাই---

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afran selim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category