23/08/2024
দিদিমণি ও দিদিমণি রাগ করেছো।
একটা কথা কি জানো দিদিমণি,গরিবের বউ না সবার ভাবি।
ভারত কি এমনি এমনি মাগনা দেই গো দিদিমণি।
মালুম নেই গো দিদিমণি মালুম নেই।
এখন আর বুঝি বাংলাদেশের ইলিশ খাওয়া হয়না।
তাই বুঝি এত রাগ।।
স্বাধীনতার পর থেকে বাংলা দেশটাকে লুটেপুটে যতভাবে পারে ভারত তা সর্বোচ্চ দিয়ে খাওয়ার চেষ্টা করেছে , এবং খেয়েছে । আর কত, এর কি শেষ হবেনা।
দিদিমণি ও দিদিমণি
যুদ্ধে জড়িয়ে দেখো, কার হোগার ছাল থাকে, আর কার হোগার ছাল থাকে না।
সেভেন স্টারের নাম শুনেছ দিদিমণি।
এত কেন চুলকানি।