Vitamin H By Himu

Vitamin H By Himu This page is about Digital Content, health and beauty, cooking...

12/06/2024

রোজার ঈদে সবার ব্যক্তিগত চাঁদ দেখলাম। এবার কোরবানি ঈদে সবার ব্যক্তিগত গরু দেখতে চাই!🫣🥴

22/05/2024

আমি আগে সবাইকে বলতাম, আমার জন্য কেউ যদি হাঁটু পানি পর্যন্ত নামে তো আমি তার জন্য গলা সমান পানি পর্যন্ত নামবো। আসলে এসব করে কোনো লাভ নেই দেখলাম। যদিও কোনো লাভের জন্য কাউকে কোনোদিন সাহায্য করি নি। কষ্ট টা তখন লাগে যখন দেখি মানুষ গুলো সেটা স্বীকার করে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সুতরাং এখন থেকে যে আমার জন্য হাঁটু পানি পর্যন্ত নামবে আমিও তার জন্য হাঁটু পানি পর্যন্ত নামবো আর যে গলা সমান পানি পর্যন্ত নামবে আমিও তার জন্য গলা সমান পানি পর্যন্ত নামবো। হিসেব বরাবর❣️

03/12/2023

মানুষ আজকাল যত্ন কে পরাধীনতা মনে করে।

09/11/2023

আপনারা যে সকল পুরুষ বিয়ের পরে স্ত্রীকে একটা bedroom, attached bath, other family members থেকে privacy দিতে পারেন না তাদের উচিৎ না বিয়ে করা। কারণ দিনশেষে আপনার স্ত্রীর প্রাইভেসি মেইনটেইন করা আপনার দায়িত্ব, তার পর্দার ব্যবস্থা করা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর কাজকর্ম হেল্প করার জন্য একজন হেল্পিং হ্যান্ড রাখবেন,সেই সামর্থ্য না থাকলে বউয়ের কাজকর্মে নিজে হেল্প করবেন।
কিন্তু বিয়ের পরে বৌকে বুয়া বানানোর স্বপ্ন থাকলে বুয়া হতে আগ্রহী এমন মেয়ে বিয়ে করবেন, বিয়ের আগে মেয়েকে এবং তার ফ্যামিলিকে ভালো করে বুঝিয়ে বলবেন যে আমরা বউ নয়, বুয়া চাচ্ছি। Wife জব করবে মানতে না পারলে মেট্রিক ফেইল মেয়ে বিয়ে করবেন,কারণ মেট্রিক ফেইল মেয়ে জব করতে চাইবে না। Graduate মেয়ের পিছে অযথা ধর্না দিবেন না। একটা মেয়ে পড়াশুনা করে গ্রেজুয়েশন কমপ্লিট করে তার ক্যারিয়ার গড়তে চাইবে এটাই স্বাভাবিক। স্ত্রী যদি ইসলাম মেনে পর্দা মেনে বাইরে জব করার যোগ্যতা রাখে এবং করতে পারে তাকে করতে দেওয়া উচিত।
-Ishraq Zaman

04/11/2023

Eden🖤❤️

ছোট্ট রুপা 💙
30/10/2023

ছোট্ট রুপা 💙

আমার বর্তমান অবস্থা 😫
21/10/2023

আমার বর্তমান অবস্থা 😫

21/09/2023

রাতের এই মুষলধারে বৃষ্টি কারো জন্য সুখের বিলাসিতা আর কারো জন্য স্বজন হারানোর তীব্র শোকের আর্তনাদ!

রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে সাবধানে চলাফেরা করুন। অনেক জায়গাতে বিদ্যুৎতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার কারনে পানি বিদ্যুতায়িত হয়ে আছে।

13/08/2023

বৃষ্টির গল্প 🌧️☔

26/07/2023

🌼🌼🌼

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vitamin H By Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vitamin H By Himu:

Share