A Cameraman

A Cameraman বাংলাদেশ রেলওয়ে রিলেটেড খবর ও ভিডিও পেতে সাথে থাকুন
(1)

রেলের লাগেজ ভ্যান এখন গলার কাঁটা🔴 পণ্য পরিবহন বাড়াতে লাগেজ ভ্যান কিনতে খরচ ৩৫৮ কোটি টাকা।🔴 আয় বেড়েছে মাসে ৭ লাখ টাকা।🔴 ল...
15/05/2025

রেলের লাগেজ ভ্যান এখন গলার কাঁটা

🔴 পণ্য পরিবহন বাড়াতে লাগেজ ভ্যান কিনতে খরচ ৩৫৮ কোটি টাকা।
🔴 আয় বেড়েছে মাসে ৭ লাখ টাকা।
🔴 লাগেজগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চিন্তায় মন্ত্রণালয়।
🔴 ফাঁকা লাগেজে বিনা টিকিটের যাত্রী নেন রেল পুলিশ ও কর্মচারীরা।

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)


রেলের লাগেজ ভ্যান এখন গলার কাঁটা

৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার লাগেজ ভ্যান এখন রেলের গলার কাটা। ছবি: কালেক্টেড

নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া। ফলে ৩৫৮ কোটি টাকা ব্যয়ে যুক্ত এসব লাগেজ ভ্যান কোনো কাজে আসছে না। এসব লাগেজ ভ্যান এখন রেলওয়ের গলার কাঁটা।

লাগেজ ভ্যানগুলোয় মালামালের পরিবর্তে বিনা টিকিটের যাত্রী পরিবহন করে পকেট ভরছেন রেলওয়ে পুলিশের অসাধু সদস্য ও রানিং স্টাফরা। রেলওয়ের পণ্য পরিবহন ও বাণিজ্যিক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু চিলাহাটি রুটেই নয়, সারা দেশে একই অবস্থা। যে আশা নিয়ে রেলওয়ে আন্তনগর ট্রেনে লাগেজ ভ্যান যুক্ত করেছিল, তা সফল হয়নি।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, এসব লাগেজ ভ্যান কিনতে ২০২০ সালের ৩১ আগস্ট ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয় চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। সে সময় ৮ থেকে ৯ টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যানের দাম পড়ে ৩ কোটি ৫ লাখ এবং প্রতিটি মিটারগেজ লাগেজ ভ্যানের দাম ধরা হয় ২ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চীন থেকে আমদানি করা হয় ১২৫টি লাগেজ ভ্যান। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বহরে যুক্ত করা হয় এসব। এর মধ্যে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ। এর মধ্যে রয়েছে ২৮টি ফ্রিজিং লাগেজ। এর আগে পুরোনো লাগেজ ভ্যান ছিল ৫০টি, যার ১৮টি সচল ছিল।

নতুন এসব লাগেজ ভ্যান যুক্ত হওয়ার আগে গড়ে মাসে পার্সেল পরিবহনে রেলের আয় হতো ৭২ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে লাগেজ ভ্যানগুলো যুক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৭৭ লাখ টাকায়। অর্থাৎ রেলওয়ে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে গড়ে প্রতি মাসে আয় করছে মাত্র ৭ লাখ টাকা।

গত মঙ্গলবার সরেজমিন সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের লাগেজ ভ্যানে নেই কোনো মালামাল। মালামালের পরিবর্তে সেগুলোতে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে।

সৈয়দপুর পৌর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আজম বলেন, ট্রাকে করে মালামাল পরিবহনে সৈয়দপুর থেকে ঢাকায় সবজি পাঠাতে প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা খরচ পড়ে। সেখানে ট্রেনে করে পাঠাতে খরচ সাড়ে ৫ টাকার মতো। এ ছাড়া ট্রেনে পরিবহন করলে এক স্টেশন থেকে অন্য স্টেশন হয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে তিন-চারবার সবজি ওঠানো-নামানোতে পণ্য নষ্ট হয়। তাই আমরা ট্রাকেই সাধারণত পণ্য আনা-নেওয়া করি।

নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর রেলওয়ে স্টেশনের পরিবহন বিভাগে কর্মরত এক কর্মকর্তা বলেন, লাগেজ ভ্যানগুলো খালি থাকায় এখন মালামালের পরিবর্তে রেলওয়ে (জিআরপি) পুলিশের ও রানিং স্টাফের অসাধু সদস্যরা বিনা টিকিটের যাত্রী পরিবহন করছেন। এতে রেলওয়ের লাভ না হলেও তাঁদের পকেট ভরছে।

এ নিয়ে কথা হয় রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এ এম এম শাহনেওয়াজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, রেলে যে লাগেজ ভ্যান রয়েছে, তার মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে। তাই এখন এসব লাগেজ ভ্যানকে লাভজনক করতে পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে দিতে চায় রেলওয়ে। ইতিমধ্যে এ নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে।

© আজকের পত্রিকা

তামিল/মালায়ালম মুভির থেকেও থ্রিলার ঘটনা !পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে রিফাত নামের একটা ছেলে, বয়স ২...
10/03/2025

তামিল/মালায়ালম মুভির থেকেও থ্রিলার ঘটনা !

পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে রিফাত নামের একটা ছেলে, বয়স ২৩। স্থানীয়রা তাকে গণধো*লাই দিয়ে পুলিশে দেয়।
খুবই নিতান্ত একটা ঘটনা এখনকার সময়ে তাই না?

এবার আসেন ক্লাইম্যাক্স এ

পরে পুলিশ ছেলেটা কে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল চেক করতে থাকে। এবং অন দ্যা স্পট ছেলেটার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও দেখতে পায় পুলিশ। পরে পুলিশ ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করলে ছেলেটা বলে,

গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলস্টেশন এলাকায় এক নারীকে (২৭) ধ*র্ষণের পর হত্যা করেছিল সে এবং তার ২ বন্ধু। পুলিশ তার মোবাইলে হ*ত্যাকাণ্ডের ছবি-ভিডিও উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সঙ্গে ছেলেটার পরিচয় হয়। এরপর আটোয়ারীর কিসমত স্টেশনে নামিয়ে পাশের এলাকায় নিয়ে ধ*র্ষণ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর যৌ*নাঙ্গ, স্ত*ন সহ শরীরের বিভিন্ন অংশ কে টে হত্যা করে এবং এই কা*টাকাটির সময় সেটা তারা মোবাইলে ভিডিও করে রেখে দেয় এবং পরে মরদেহ রেললাইনে ফেলে যায়।

পরদিন কিসমত এলাকায় রেলাইনে ক্ষ*তবিক্ষত ওই নারীর ম*রদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃ*ত্যুর মামলা হয়। তবে খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করেন।

তো দেশের অবস্থা বুঝতেছেন? মানুষের চেয়ে যেনো লা*শের সংখ্যা বেশি। এতোই বেশি যে কোনটা কার লা*শ তাও চেনা দায়, হাতের কাছে যে বা যার লা*শ পাচ্ছে সেটাই নিজের মনে করে দাফন করে দিচ্ছে।

(কালেক্টেড)

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন নামের ওই সেনাসদস্য বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্...
14/02/2025

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন নামের ওই সেনাসদস্য বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। আসন না পাওয়ায় তিনি আসছিলেন স্ট্যান্ডিং টিকিটে। শারীরিকভাবে অসুস্থ ওই সেনাসদস্য রেলওয়ের কর্মীদের অনুরোধ করেছিলেন তাকে বসানোর ব্যবস্থা করতে। কিন্তু রেলকর্মীরা তাকে বসানোর ব্যবস্থা করেননি।

কিন্তু ওই সেনাসদস্য লক্ষ করেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তার কাছে স্ট্যান্ডিং টিকিট থাকলেও তাকে বসানোর ব্যবস্থা করা হয়নি। ট্রেনে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় রেলওয়ের কর্মীরা তাকে ধাক্কাধাক্কি করেন। ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। পরে খবর পেয়ে রাতেই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনীর একটি দল।

দাঁড়িয়ে স্যালুট দেয় যেভাবে 😎 আবার কখনো রেগে গেলে স্যালুট আদায় ও করে নেয় 😅(সুন্দরবন | মধুমতি)
04/02/2025

দাঁড়িয়ে স্যালুট দেয় যেভাবে 😎 আবার কখনো রেগে গেলে স্যালুট আদায় ও করে নেয় 😅

(সুন্দরবন | মধুমতি)

নতুন সময়সূচীতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন! 🚆🔥মধুমতি এক্সপ্রেসের ও কপোতাক্ষ এক্সপ্রেসের রেক পরিবর্তন হতে যাচ্ছে। পাশাপাশি...
04/02/2025

নতুন সময়সূচীতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন! 🚆🔥

মধুমতি এক্সপ্রেসের ও কপোতাক্ষ এক্সপ্রেসের রেক পরিবর্তন হতে যাচ্ছে। পাশাপাশি নতুন টাইমটেবিল নম্বর ৫৪-তে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। দেখে নাও কী কী পরিবর্তন হতে যাচ্ছে—

🔹 নতুন রুট ও সময়সূচী পরিবর্তন:

✅ বুড়িমারী এক্সপ্রেস (৮০৯/৮১০): ট্রেনটি এখন থেকে বুড়িমারী পর্যন্ত বর্ধিত হবে। এর রেক কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১/৭৮২) ও মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯/৭৯০) এর সাথে লিংক কম্পোজিশনে পরিচালিত হবে।

✅ ঈশ্বরদী-রহনপুর লোকাল (৫৬৩/৫৬৪): এটি রাজশাহী বেইজের আওতায় "কমিউটার ট্রেনে" উন্নীত হয়ে রাজশাহী-রহনপুর রুটে চলবে।

✅ ঢালারচর এক্সপ্রেস (৭৭৯/৭৮০): নতুন সময়সূচীতে রাজশাহী-ঢালারচর-রাজশাহী রুটে চলবে।

✅ ঢালারচর শাটল (১০৯/১১০): রাজশাহী-চাপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলবে (পূর্বের ঈশ্বরদী-ঢালারচর রুটের পরিবর্তে)।

✅ নতুন ট্রেনের সম্ভাবনা:

ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুটে ১ জোড়া করে নতুন ট্রেন চালু হতে পারে (ইঞ্জিন ও কোচ পাওয়া সাপেক্ষে)।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিদ্যমান ৮ জোড়ার পরিবর্তে ১৪ জোড়া ট্রেন চলবে।

✅ ঢাকা-খুলনা বা ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন চালু হচ্ছে না।

🔹 যাত্রীসেবায় উন্নতি:

✅ মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ও কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫/৭১৬) এর রেক পরিবর্তন হবে।
✅ যমুনা রেলসেতুর ডাবল লাইন সুবিধা কাজে লাগিয়ে ট্রেনগুলোর সময়সূচী পুনর্বিন্যাস করা হবে।

🔹 ট্রেনগুলোর নতুন সময়সূচী:

🚉 চট্টগ্রাম থেকে ছাড়ার সময়:

প্রবাল (৮২১) – সকাল ৬:৩০

সুবর্ণ (৭০১) – সকাল ৭:০০

চট্টলা (৮০১) – সকাল ৭:১৫

সোনার বাংলা (৭৮৭) – বিকাল ৫:০০

🚉 ঢাকা থেকে ছাড়ার সময়:

চট্টলা (৮০২) – দুপুর ২:৪৫

জাহানাবাদ (৮২৪) ও কুড়িগ্রাম এক্স (৭৯৭) – রাত ৮:০০

দ্রুতযান (৭৫৭) – রাত ৮:৪৫

কক্সবাজার এক্স (৮১৪) – রাত ১১:০০

🚉 কক্সবাজার থেকে ছাড়ার সময়:

পর্যটক (৮১৫) – রাত ৭:৪৫

প্রবাল (৮২৪) – রাত ৮:০০

🚉 অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেনের সময়:

কুড়িগ্রাম এক্স (৭৯৮) – সকাল ৭:০০ (কুড়িগ্রাম থেকে)

করতোয়া (৭১৩) – সকাল ৯:২৫ (সান্তাহার থেকে)

এই পরিবর্তনগুলোর মাধ্যমে দেশের রেল যোগাযোগ আরও গতি ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে! 🚆✨

🔗 শেয়ার করে জানিয়ে দাও এই বড় পরিবর্তনের খবর!

মধুমতি এক্সপ্রেসের রেক পরিবর্তনসহ নতুন সময়সূচীতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন! 🚆🔥

আলহামদুলিল্লাহ! অবশেষে মধুমতি এক্সপ্রেসের রেক পরিবর্তন হতে যাচ্ছে। পাশাপাশি নতুন টাইমটেবিল নম্বর ৫৪-তে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। দেখে নাও কী কী পরিবর্তন হতে যাচ্ছে—

🔹 নতুন রুট ও সময়সূচী পরিবর্তন:

✅ বুড়িমারী এক্সপ্রেস (৮০৯/৮১০): ট্রেনটি এখন থেকে বুড়িমারী পর্যন্ত বর্ধিত হবে। এর রেক কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১/৭৮২) ও মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯/৭৯০) এর সাথে লিংক কম্পোজিশনে পরিচালিত হবে।

✅ ঈশ্বরদী-রহনপুর লোকাল (৫৬৩/৫৬৪): এটি রাজশাহী বেইজের আওতায় "কমিউটার ট্রেনে" উন্নীত হয়ে রাজশাহী-রহনপুর রুটে চলবে।

✅ ঢালারচর এক্সপ্রেস (৭৭৯/৭৮০): নতুন সময়সূচীতে রাজশাহী-ঢালারচর-রাজশাহী রুটে চলবে।

✅ ঢালারচর শাটল (১০৯/১১০): রাজশাহী-চাপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলবে (পূর্বের ঈশ্বরদী-ঢালারচর রুটের পরিবর্তে)।

✅ নতুন ট্রেনের সম্ভাবনা:

ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুটে ১ জোড়া করে নতুন ট্রেন চালু হতে পারে (ইঞ্জিন ও কোচ পাওয়া সাপেক্ষে)।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিদ্যমান ৮ জোড়ার পরিবর্তে ১৪ জোড়া ট্রেন চলবে।

✅ ঢাকা-খুলনা বা ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন চালু হচ্ছে না।

🔹 যাত্রীসেবায় উন্নতি:

✅ মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ও কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫/৭১৬) এর রেক পরিবর্তন হবে।
✅ যমুনা রেলসেতুর ডাবল লাইন সুবিধা কাজে লাগিয়ে ট্রেনগুলোর সময়সূচী পুনর্বিন্যাস করা হবে।

🔹 ট্রেনগুলোর নতুন সময়সূচী:

🚉 চট্টগ্রাম থেকে ছাড়ার সময়:

প্রবাল (৮২১) – সকাল ৬:৩০

সুবর্ণ (৭০১) – সকাল ৭:০০

চট্টলা (৮০১) – সকাল ৭:১৫

সোনার বাংলা (৭৮৭) – বিকাল ৫:০০

🚉 ঢাকা থেকে ছাড়ার সময়:

চট্টলা (৮০২) – দুপুর ২:৪৫

জাহানাবাদ (৮২৪) ও কুড়িগ্রাম এক্স (৭৯৭) – রাত ৮:০০

দ্রুতযান (৭৫৭) – রাত ৮:৪৫

কক্সবাজার এক্স (৮১৪) – রাত ১১:০০

🚉 কক্সবাজার থেকে ছাড়ার সময়:

পর্যটক (৮১৫) – রাত ৭:৪৫

প্রবাল (৮২৪) – রাত ৮:০০

🚉 অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেনের সময়:

কুড়িগ্রাম এক্স (৭৯৮) – সকাল ৭:০০ (কুড়িগ্রাম থেকে)

করতোয়া (৭১৩) – সকাল ৯:২৫ (সান্তাহার থেকে)

এই পরিবর্তনগুলোর মাধ্যমে দেশের রেল যোগাযোগ আরও গতি ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে! 🚆✨

© Shafqat Amin

🔗 শেয়ার করে জানিয়ে দাও এই বড় পরিবর্তনের খবর!

দ্রুতযান ও মধুমতি ট্রেনের দুই স্টেশনে যাত্রাবিরতি বাতিলটিকিট বিক্রি না হওয়ায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করা দ্রুতযান ও ম...
18/01/2025

দ্রুতযান ও মধুমতি ট্রেনের দুই স্টেশনে যাত্রাবিরতি বাতিল

টিকিট বিক্রি না হওয়ায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করা দ্রুতযান ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের দুই স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে কর্তৃপক্ষ। আগামী ১৯ জানুয়ারি থেকে দ্রুতযান এক্সপ্রেস কিসমত স্টেশন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন পুখুরিয়া স্টেশনে যাত্রাবিরতি করবে না।

জানা গেছে- দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করে। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করে।

রেলওয়ের একটি সূত্র জানায়- পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্যমতে আগামী ১৯ জানুয়ারি হতে পরবর্তী দিনসমূহে দ্রুতযান এক্সপ্রেস কিসমত স্টেশন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন পুখুরিয়া স্টেশনের কোনো টিকিট বিক্রি হয়নি। তাই যাত্রী চাহিদা না থাকায় এই দুই স্টেশনে ট্রেনগুলো থামবে না। তবে এই সিদ্ধান্ত আপাতত সাময়িক সময়ের জন্য।

© ঢাকা পোস্ট

নকশীকাঁথা কমিউটার- "Nakshikantha Commuter" কুষ্টিয়া স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ের অপেক্ষায়.... বিকাল ৫:০০ ট...
10/01/2025

নকশীকাঁথা কমিউটার- "Nakshikantha Commuter" কুষ্টিয়া স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ের অপেক্ষায়....

বিকাল ৫:০০ টায়

বেনাপোল এক্সপ্রেস যখন ভোরের আলোতে ঈশ্বরদী জংশনে
28/09/2024

বেনাপোল এক্সপ্রেস যখন ভোরের আলোতে ঈশ্বরদী জংশনে

একসময়ের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস - 756/755 Intercity Madhumati Express - কুষ্টিয়া অতিক্রমকালে
28/09/2024

একসময়ের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস - 756/755 Intercity Madhumati Express - কুষ্টিয়া অতিক্রমকালে

ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতিময়মনসিংহ–নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের...
18/09/2024

ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতি

ময়মনসিংহ–নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের একটি বগির যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নগদ টাকা, মুঠোফোন ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে।

মুঠোফোনে ডাকাতির ঘটনাটি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী যাত্রীরা সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা স্টেশনে প্রায় ঘণ্টাখানেক ট্রেনটি অবরোধ করে রাখে।

ভুক্তভোগী ট্রেনের যাত্রী, পূর্বধলা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার ও পূর্বধলা রাবেয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. খোশেদ আলী জানান, পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল ট্রেনটি নিয়মিত দিনে চারবার চলাচল করে। ট্রেনটি জারিয়া ট্রেন হিসেবেই পরিচিত। আজ বুধবার সকাল ৬টার দিকে তারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়াগামী ২৭২নং ওই লোকাল ডাউন ট্রেনের ইঞ্জিনের সাথের বগিতে উঠেন। ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। ৪ জনের একটি ডাকাতদল ট্রেনের ইঞ্জিনের সাথের বগিতে ওঠে। ডাকাতরা অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে রাকিবুর রহমান (৪২) নামের এক যাত্রী আহত হয়।

© বিডিনিউজ

যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কল সেন্টার চালুযাত্রী সেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। আজ (১০ সেপ...
11/09/2024

যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কল সেন্টার চালু

যাত্রী সেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। আজ (১০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা যেকোনো নম্বর হতে ১৩১ নম্বরে কল করে রেলসংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা নিতে পারবেন। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টারবিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।

আরটিভি /এএ/এসএ

Address

Mirpur 10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Cameraman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share