Elegant News

Elegant News Don't imitate, don't follow, find yourself, know yourself, follow your own path. — Dale Carnegie.

আল্লাহর রহস্যময় সৃষ্টি।
19/08/2025

আল্লাহর রহস্যময় সৃষ্টি।

খাবেন নাকি খাবেন না? সিদ্ধান্ত আপনার!!
19/08/2025

খাবেন নাকি খাবেন না? সিদ্ধান্ত আপনার!!

এক ভয়ানক হৃদ। নামলেই পাথর।
19/08/2025

এক ভয়ানক হৃদ। নামলেই পাথর।

17/08/2025

🔥🔥মহাখালী পেট্রোল পাম্পে আগুন.....

16/08/2025

বাইক স্ট্যান্ড করতে গিয়ে দুই বাইকারের জীবন শেষ......😭😭😭

16/08/2025

বাংলার পাইলট বলে কথা....

12/08/2025

চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনা। দোকানে ঢুকে গেল বাস।

05/08/2025

৫ আগস্ট নিয়ে রুহুল কবির রিজভির সংবাদ সম্মেলন।

♦️আমরা যেমন, বাংলাদেশ তেমন।♦️🔴৫ আগস্ট ২০২৪ আর ৫ আগস্ট ২০২৫ — ক্যালেন্ডারে তারিখ একই,🔴কিন্তু সময়, মানসিকতা আর মানুষের চাও...
05/08/2025

♦️আমরা যেমন, বাংলাদেশ তেমন।♦️

🔴৫ আগস্ট ২০২৪ আর ৫ আগস্ট ২০২৫ — ক্যালেন্ডারে তারিখ একই,🔴
কিন্তু সময়, মানসিকতা আর মানুষের চাওয়া বদলে গেছে ভয়ংকরভাবে।

সেদিন ছিল এক সরব দাবি—
“স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই”।
রাস্তায় ছিল জনতার স্রোত,
কণ্ঠে ছিল প্রতিবাদ, চোখে ছিল সাহস।
সবাই চেয়েছিল—একটা গণতান্ত্রিক দেশ,
যেখানে কেউ গায়ের জোরে নয়, ন্যায়ের জোরে শাসন করবে।

কিন্তু আজ?
ঠিক এক বছর পর—
প্রত্যেকেই যেন বলছে,
“বাংলাদেশ তার হলে ভালো,

🌀 যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়েছি,
সেই শাসনব্যবস্থার ছায়া আজ নিজের দল, নিজের মতের পক্ষে হলেই আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে!!

🌀 যে গণতন্ত্রের জন্য আমরা স্লোগান দিয়েছি,
তা যেন এখন শুধুই এক পক্ষের বিশেষ সুবিধার নাম!

আজ বুঝি,
গণতন্ত্র মানে শুধু ভোট না,
মানেই শুধু ক্ষমতা নয়—
এটা হলো দায়িত্ব, সহনশীলতা,
আর সেই শক্তিকে কিভাবে ব্যবহার করা হয়—তার এক নিরন্তর পরীক্ষা।

আমরা কি সত্যিই চাইছিলাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশ?
নাকি চাইছিলাম নিজেদের পক্ষের স্বৈরাচার?

👉🏻 এই এক বছরে আমাদের মুখোশ খুলে গেছে।
চাওয়া বদলায়নি,
শুধু নিজেরা সেই চাওয়ার আয়নায় দাঁড়াতে পারিনি।

আজকের বাংলাদেশ আমাদের প্রতিচ্ছবি।
আমরা যেমন, বাংলাদেশ তেমন।

🩸Deb আর শুভশ্রী—একসময় একে অপরের গল্প ছিল।আজ দুজনের জীবন আলাদা, পথ আলাদা, সঙ্গীও আলাদা।তবুও তারা দাঁড়ায় একসঙ্গে,নিজেদের ন...
05/08/2025

🩸Deb আর শুভশ্রী—একসময় একে অপরের গল্প ছিল।
আজ দুজনের জীবন আলাদা, পথ আলাদা, সঙ্গীও আলাদা।
তবুও তারা দাঁড়ায় একসঙ্গে,
নিজেদের নতুন সিনেমার প্রমোশনে—পেশাদারিত্ব, শ্রদ্ধা আর পরিণত বন্ধুত্বের এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে।

ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল,
এটা কেবল পুরোনো প্রেম নয়,
এটা নতুন বোঝাপড়া, ভিন্ন জীবনেও সংযোগ থাকার সাহস।

🌿 মুখে নিজের মতো একটা হাসি চলে এলো।
কারণ এমন সম্পর্ক তো বারবার চোখে পড়ে না।
যেখানে পুরোনো স্মৃতি বাধা হয়ে দাঁড়ায় না,
বরং সম্মান দিয়ে জায়গা করে নেয় বর্তমানের মাঝে।

তবে একটা কথা মনে হচ্ছিল—
তাদের বর্তমান পার্টনাররা যদি সাপোর্টিভ না হতেন, তাহলে কি তারা এতটা নির্ভার, এতটা সহজভাবে একসঙ্গে কাজ করতে পারতেন?

সম্ভবত না।

🌀 বিয়ে তো অনেকেই করেন,
কিন্তু “পার্টনার” হওয়া মানে শুধু একসাথে থাকা নয়—
তা মানে হচ্ছে পাশে দাঁড়ানো, বিশ্বাস করা,
অতীতকে জায়গা দিয়ে বর্তমানকে সম্মান করা।

একজন মানুষ যখন নির্ভয়ে নিজের মতো করে চলতে পারে,
নিজের কাজ ও প্যাশনকে প্রকাশ করতে পারে,
তখন বোঝা যায়, তার পাশে এমন কেউ আছেন
যিনি তাকে ছোট করেন না,
বরং বড় করে দেখেন।

🌸 একজন সঠিক মানুষ থাকলে,
নিজের স্বপ্নগুলো গিল্টি লাগে না।
নিজেকে বোঝাতে হয় না,
“আমি ঠিক আছি”—এই শান্তিটুকু থাকেই আমি ঠিক আছি”—

এমন সম্পর্ক আশীর্বাদ,
যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়,
বরং সম্মান, সহনশীলতা, আর পারস্পরিক মুক্তির চর্চা।

02/08/2025

রবিবার, কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪ টায় এনসিপি'র নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ-র ভিডিও বার্তা।

26/07/2025

♦️দেড় মাস সংসার করার পর জানা গেল—নববধু আসলে পুরুষ!♦️

🟠 বউ না বর? রাজবাড়ীতে ‘বিয়ের পর চমক’! 😲রাজবাড়ীর গোয়ালন্দে এমন চমকপ্রদ ঘটনাই এখন তোলপাড় করেছে পুরো এলাকা।মাহমুদুল হাসান শান্ত, প্রেমের টানে ফেসবুক থেকে সামিয়াকে ঘরে তুলে এনেছিলেন। স্থানীয় মৌলভি দিয়ে বিয়েও সম্পন্ন হয়।কিন্তু দেড় মাস পরই সত্য উন্মোচিত—নববধু সামিয়া আসলে শাহিনুর রহমান, চট্টগ্রামের ছেলে!📌 শান্ত জানায়, স্ত্রী বলত, “আমি অসুস্থ, ডাক্তার বলেছে দূরে থাকতে!”📌 মা সোহাগী বেগম বলেন, “অভিনয় করে আমাদের সবার মন জয় করে নিয়েছিল!”🎭 অভিনয় ছিল অসামান্য, কারণ কেউ ধরতেই পারেনি বৌমা আসলে বউ না বর!শেষমেশ ‘বৌ’ নিজের মুখে স্বীকার করলেন—“হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। হরমোন সমস্যার কারণে নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।”⸻🧠 তথ্য বলছে:বিশ্বে বহু মানুষ রয়েছেন যারা জেন্ডার ডিসফোরিয়া বা হরমোনাল জটিলতায় ভুগছেন।কিন্তু কাউকে প্রতারণা করে বিয়ে করাটা আইনত শাস্তিযোগ্য অপরাধ — শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই।⸻😅 সবাইকে বলি, প্রেমে পড়লেও আগে একটু NID দেখে নিও…নইলে বউ নয়, হয়তো বড় ভাই বাসায় চলে আসবে! 🤭

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Elegant News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elegant News:

Share