DCian Freaks

DCian Freaks সম্মান খ্যাতিতে, বর্তমান অতীতে
তুমি ছিলে তুমি আছো জ্ঞানেরও আধারে-
ঐতিহ্য গৌরবে ঢাকা কলেজ...

18/09/2025

ঢাকা কলেজ ❤️‍🔥

Welcome 🫦
17/09/2025

Welcome 🫦

মরহুমের নামাজে জানাজা...
17/09/2025

মরহুমের নামাজে জানাজা...

17/09/2025

ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের অধিকারঃ

ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট একদম পূর্বের ন্যায় স্বতন্ত্র থাকবে। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজ হতে চাই না।এইচএসসি তো শিক্ষা মন্ত্রণালয়ই নিয়ন্ত্রণ করবে কিন্তু আমাদের প্রশাসনিক কার্যাবলী যেনো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে না পারে এটাই আমাদের এক ও একমাত্র দাবী এটাই।

সংঘর্ষঃ

ঢাকা কলেজের অনেক বড় ভাইরা বলছেন যে আমাদের আগের মতোই রাখবেন। আবার অন্যদিনে অনেকে বলছেন, অনেক নিউজ মিডিয়াতে জানছি এরকম সিস্টেমে ইন্টারমিডিয়েট থাকে না অথবা থাকলেও শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হতে পারে।

এই ক্ষেত্রে বড় ভাইরা সবাই জাস্ট মুখের কথা বলতেছেন যে কিছু হবে না কিন্তু এটার সম্পূর্ণ রোডম্যাপ আমাদের দেখানো হচ্ছে না যেখানে আমরা প্রমাণ পাবো যে ইন্টারমিডিয়েট ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাহিরে থাকবে। আপনারা অধ্যাদেশ পাওয়ার পূর্বে আমাদের এই রোডম্যাপ,স্মারক এগুলোর প্রমাণ দেন যে আমরা স্বতন্ত্র থাকবো শুধু মুখের কথা না বলে তাহলেই কোনো সমস্যা হবে না।

আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না আমরা ঢাকা কলেজ(ইন্টারমিডিয়েট) এর অস্তিত্বে আঘাত হানা কালো শক্তির বিরুদ্ধে।

আপনারা যথাযথ প্রমাণ দেন, রোডম্যাপ দেন, স্মারক দেন শুধু মুখে না বলে তাহলেই কোনো সমস্যা হবে না।

আব্দুর রহমান ভাই ভুলক্রমে ভুলে গিয়েছেন যে সকাল ৮ টা থেকে ১১:৩০ পর্যন্ত ইন্টারমিডিয়েট এর ক্লাস টাইম!! অন্য কলেজ এর শিক্ষা...
17/09/2025

আব্দুর রহমান ভাই ভুলক্রমে ভুলে গিয়েছেন যে সকাল ৮ টা থেকে ১১:৩০ পর্যন্ত ইন্টারমিডিয়েট এর ক্লাস টাইম!! অন্য কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে আমাদের কলেজ টাইম এ আমাদের শিক্ষা-কার্যক্রম ব্যাহত করে এমন কর্মসূচি অত্যান্ত ন্যাক্কারজনক!

17/09/2025

শুধুমাত্র একটা কথা মনে রাখবেন,
ঢাকা কলেজের ইতিহাস গড়া (ইন্টারমিডিয়েট) দিয়ে।
কোন অনার্স বা মাস্টার্স দিয়ে করা না!

এজন্যই আমরা স্পষ্ট রোডম্যাপ চাই, স্মারকলিপি চাই যে ঢাকা কলেজ(ইন্টারমিডিয়েট) একটি স্বতন্ত্র কলেজরুপে থাকবে।
17/09/2025

এজন্যই আমরা স্পষ্ট রোডম্যাপ চাই, স্মারকলিপি চাই যে ঢাকা কলেজ(ইন্টারমিডিয়েট) একটি স্বতন্ত্র কলেজরুপে থাকবে।

17/09/2025

"ঢাকা কলেজ কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ হতে পারে না। ঢাকা কলেজের ঐতিহ্যের ভার কোনো বিশ্ববিদ্যালয়ের বহন করার ক্ষমতা নেই।"

ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের নিয়ে চালু হওয়া ঢাকা কলেজ ১৮৪ বছর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক বটবৃক্ষ রুপে অবস্থান করছে ও ...
17/09/2025

ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের নিয়ে চালু হওয়া ঢাকা কলেজ ১৮৪ বছর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক বটবৃক্ষ রুপে অবস্থান করছে ও আগামীতেও করবে ইনশাআল্লাহ।

ঢাকা কলেজে অধ্যয়নরত অনার্স ও মাস্টার্স এর শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা কলেজ পরিচয় ছাপিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিচয় পেতে যাচ্ছে। এতে আমাদের কোনো আপত্তি নেই যতক্ষণ না পর্যন্ত ঢাকা কলেজের অস্তিত্বে আঘাত আসছে।

এক্ষেত্রে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এখনো পর্যন্ত ঢাকা কলেজ নিয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ দিতে পারে নি। তারা শুধু মুখের কথা বলছে যে ঢাকা কলেজের কিছুই হবে না। আমরা এই বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চাই।

প্রথমত,ঢাকা কলেজ(ইন্টারমিডিয়েট) কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত(DCU) কলেজ হতে পারে না, এতটা ভার কোনো বিশ্ববিদ্যালয়ের নেওয়ার সক্ষমতা হয় নি।অর্থাৎ আপনারা যেমন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেও কলেজ আছে ঠিক তেমনি ঢাকেবির অধীনে ঢাকা কলেজ থাকবে তা হবে না। আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে একই সাথে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ঢাকা কলেজের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এটার সম্পূর্ণ কার্যপরিকল্পনা আমাদের সামনে পেশ করতে হবে। একটি বিশ্ববিদ্যালয় কি কলেজের সাথে প্রশাসনিক ভবন, ক্লাসরুম শেয়ার করবে?

দ্বিতীয়ত, কলেজের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ক্যাটাগরি সম্পূর্ণরুপে আলাদা। এক্ষেত্রে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ঐতিহ্য বজায় রাখতে আমাদের কোন শিক্ষকরা শিক্ষাদান করবে ও আমাদের সকল কার্যক্রম পরিচালনা করবে এর স্বচ্ছতা জরুরী।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পাওয়ার পূর্বেই আমাদের সকল প্রশ্নের জবাব ও স্বচ্ছ রোডম্যাপ না দেওয়া হলে আমরা এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।

বাংলার জন্মের আগেই যার দীপ্ত শিখা জ্বলে,সে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট- ইতিহাস যার তলে!জাতির আগে এসেছে, যুগের সাথে চলে,অধিপ...
17/09/2025

বাংলার জন্মের আগেই যার দীপ্ত শিখা জ্বলে,
সে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট- ইতিহাস যার তলে!
জাতির আগে এসেছে, যুগের সাথে চলে,
অধিপতির মতো দাঁড়ায়, শিক্ষা যার ছলে!

~ Watch Tank 🫶
17/09/2025

~ Watch Tank 🫶

Address

Mirpur Road , New Market
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when DCian Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DCian Freaks:

Share

Category