Little Wish

Little Wish কখনও আশা ছেড়ে দিবেন না কারন, আপনি জানেন না আপনি লক্ষ্যের কত কাছে আছেন।

01/07/2024

খুব পছন্দের একটি গান নিজ কন্ঠে গাওয়ার চেষ্টা করলাম,,,ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে উৎসহিত করবেন।

#কভার

14/06/2024

নিজের পেজে অন্যের লাইক কমেন্টের আশায় বসে না থেকে পেজের প্রোফাইল থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও গঠনমূলক কমেন্ট করুন। শুধু শুধু নিজের পেজের নামটা দেখানোর জন্য এক শব্দে বা এলোমেলো কিছু লিখতে যাবেন না। এতে আপনার পেজের প্রতি কারও আগ্রহ থাকবে না। পেজের অর্গানিক গ্রোথ বাড়াতে শুরুতে আপনার পেজটির প্রতি সবার আগ্রহ বাড়াতে হবে কোয়ালিটিফুল পোস্টের মাধ্যমে।

কখনও আশা ছেড়ে দিবেন না কারন, আপনি জানেন না আপনি লক্ষ্যের কত কাছে আছেন।

11/06/2024

৫০০০ ফলোয়ার ও ৬০ হাজার মিনিট ভিউ কমপ্লিট না হলে ফেসবুক মানিটাইজ হয় না এটা এখন অতীত যারা পাঁচ হাজার ফলোয়ার বা ৬০০০০ মিনিট ভিউ কমপ্লিট করতে পারোনি তাদেরকে ইন্সপায়ার করার জন্য ফেসবুক নতুন একটা মানিটাইজ প্ল্যান নিয়ে এসেছে যার ফলে আমরা কিন্তু রোজ যে ছবি ছাড়ছি পোস্ট করছি তার এনগেজমেন্ট থেকে ইনকাম করার সুযোগ রয়েছে।
আর এই নতুন প্ল্যানটির নাম হল বোনাস। এর মাধ্যমে ছবি বা পোস্ট থেকেও ইনকাম করা সম্ভব তবে সব কিছুর পেছনে একটাই জিনিস কাজ করে সেটা হল রিচ যার যত রিচ বাড়বে তার প্রোফাইল ততো ভ্যালু পাবে এবং ততই প্রগ্রেস করবে। আর এই রিচ বাড়াতে গেলে অনেকটা উদার হতে হবে।
প্রথমেই মাথায় রাখতে হবে, আমি কাউকে লাইক কমেন্ট করে দিলাম মানে সে বিশাল এগিয়ে গেল। আমার কিছু হলো না এমনটা কিন্তু নয়।উদার মনে একে অপরের পোস্টে লাইক কমেন্ট করে যাও দেখবে ঠিক রিচ বাড়ছে।



কখনও আশা ছেড়ে দিবেন না কারন, আপনি জানেন না আপনি লক্ষ্যের কত কাছে আছেন।

29/05/2024

ভীষণ পছন্দের একটা গান কভার করলাম।। কেমন গাইলাম জানাবেন🥰🙏🏼🙏🏼
শিরোনাম: আমি রজনীগন্ধা ফুলের মত,,,,,

26/05/2024

আমার পরান যাহা চায়,,,,,,,
ভীষণ পছন্দের একটা গান,,,
খালি গলায় কভার করলাম।।।

26/05/2024

আসসালামুআলাইকুম।শুভসকাল🌺💐

22/05/2024

যে অল্পতে সন্তুষ্ট নয়, সে কোন কিছুইতেই সন্তুষ্ট নয় ।
— Epicurus

22/05/2024

⬜〰️শান্তির ডাক🤍 আল্লাহ 🤍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Little Wish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category